নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

যে সব কারণে বাংলাদেশ ক্রিকেট দল ভারতকে হারিয়ে ১ম বারের মত বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারে

১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৪



এক ) শ্রেয়তর দলের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ। ফলে থাকবেনা বাড়তি

কোন চাপ । এই হালকা মেজাজে তারা লড়বে প্রচন্ড চাপে থাকা ভারতের

বিরুদ্ধে। এটা দারুন একটি এডভেন্টেজ । যেটির পরিণতি হতে পারে

বাংলাদেশ দলের জয়লাভ ।



দুই) বাংলাদেশের আছে দ্রুত উইকেট ফেলার রেকর্ড। প্রায় প্রতিটি ম্যাচে

টাইগাররা প্রথম দশ ওভারের মধ্যে উইকেটের পতন ঘটাতে সক্ষম হয়েছে।

আাগামীদিনটিও এর ব্যতিক্রম হবে না ।





তিন) শেষ দশ ওভারে বাংলাদেশ ৯.৩৮ হারে রান দিয়েছে ।দলে রয়েছেন

রুবেল হুসেন এর মত ফাস্ট বোলার যিনি পুরোনো বলে রিভার্স সুইং

করাতে অভ্যস্ত। আরো আছেন দলনায়ক মাশরাফি যিনি অতীতে

ভারতকে ধরাশায়ী করেছেন তার ধারালো বোলিং দিয়ে। শেষ দিকে

রুবেল আর মাশরাফির সুনিয়ন্ত্রিত বোলিং থামিয়ে দিতে পারে রানের

চাকা ।তাশকিন ভাল বোলিং করছেন । নাসির সাব্বিরও জ্বলে ওঠছেন

প্রয়োজনে । বোলিং বিবেচনায় বাংলাদেশকেই এগিয়ে রাখবো সামি এন্ড

কোং এর তুলনায় ।





চার) ভারতের বোলারদের করা শর্ট লেন্থ বোল গুলি ভালভাবেই

মোকাবেলা করতে সক্ষম বাংলাদেশের বোলাররা ।ভারতের শাদামাটা

বোলিং এর বিরুদ্ধে মুশফিকরা চার ছক্কার বন্যা বইয়ে দিলে অবাক হবো

না ।



পাঁচ) টাইগারদের এতটুকু মনে রাখলেই হবে যে তারা ভারতের বিপক্ষে

খেলছে ।আর সবসময় ভারতের বিরুদ্ধে তারা চমৎকার খেলে থাকেন ।

এই চমৎকার খেলার মিথ টাইগারদের ভাল খেলতে উৎসাহিত করবে ।





বিরাট কোহলিকে বিরাট কোন ইনিংস খেলতে দেয়া যাবেনা । আর

অণ্পতেই থামিয়ে দিতে হবে মহেন্দ্র সিং ধোনীকে । মোহাম্মদ সামীকে

কঠিন মনোসংযোগের সঙ্গে মোকাবেলা করতে হবে বাংলাদেশের

টাইগারদের।





আগে ব্যাটিং করতে নেমে ২৮০ রানের টার্গেট দিতে পারলে আর পরে

ব্যাটিং হলে ভারতের ইনিংস ২৫০ এ বেঁধে রাখতে পারলে বাংলাদেশ দলের

সম্ভাবনা বেড়ে যাবে অনেক খানি ।







তিনটি পদক্ষেপ !! সুনিয়ন্ত্রিত বোলিং ,দূর্দান্ত ব্যাটিং আর পরিশ্রমী ফিল্ডিং

সেমি ফাইনালে নিয়ে যেতে পারে টাইগারদের। সারা পৃথিবীতে যুদ্ধ করে

স্বাধীনতা ছিনিয়ে আনা দেশ হলো বাংলাদেশ । তাই মহান মুক্তিযুদ্ধ থেকে

প্রেরণা নিতে পারেন টাইগাররা । বীরের জাতীরা জিতে যাবে এটাই তো

স্বাভাবিক । আর দেশের ষোল কোটি ক্রিকেট পাগল লালসবুজের পতকায়

প্রার্থনারত থাকবেন টাইগারেদের বিজয়ের জন্য। আর কয়দিন বাদেই তো

মহান স্বাধীনতা দিবস !



এবার কবিতার মত হয়ে যাক :-





কাট হুক পুল আরও যত নান্দনিক মার

দূর্দান্ত রানিং বিটুইন দা উইকেট কিংবা চোখ ধাধানো চার

সবুজ জমিনে চুমে চুমে মাটি কামড়ানো শট

বিজয়ের পতাকা জানি উড়বে পতপত ।

কিংবা ভেসে যাবে বল নীল আকাশে —দেখবো মুগ্ধ নয়নে চেয়ে—

বাতাসে ভেসে ভেসে বল হয়ে যাবে সীমানা পার

বোলারস ব্যাকড্রাইভ কিংবা কভার

দূর্দান্ত সুইপ শটে হাটু গেড়ে বসে আবার।

অথবা সামনের পা বাড়িয়ে

কখনোবা এগিয়ে এসে

সাধের উইলো যাবে হেসে।



রানের চাকা ঘুরবে বাইশগজ জমিনে

যদি আসে বা্উন্সার- সুকৌশলে খেলা হবে

যদি আসে ইয়র্কার ডিফেনসিভ শট হবে।



উইকেটে টিকে থাকলে জানি রান হয়ে যাবে।



ব্যাটে বলে আমাদের ভালবাসা

বিজয়ীর বেশে রয়ে যাবে- চির ভাস্মর হয়ে যাবে

এমসিজির মনোরম গ্রাউন্ডে টাইগারদের এই বিচরণ

এভাবেই চলবে এভাবেই প্রতিক্ষণ

দূর্দান্ত সব শটে বল সীমানা পেরিয়ে

বাংলাদেশ টাইগার ভারতকে হারিয়ে ।



ছবি-নেট ।

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:



গদ্যে, পদ্য বিজয়ের আশা ব্যক্ত হয়েছে কোটী কোটী বার, এখন অপেক্ষা শুধু দেখার।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহ ভরসা । বাংলাদেশ দলের জয়ের সম্ভাবনা ৫২% । বাংলাদেশের কোটি কোটি মানুষ অধীর আগ্রহে আছেন ।

২| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৪

হাসান মাহবুব বলেছেন: বাংলাদেশ দল চাপে আছে কী না জানি না, টেনশনে আমার অবস্থা শ্যাষ!

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: আমিও আছি টেনশনে । বাংলাদেশ থাকবে চাপমুক্ত ।চাপে থাকা ভারতের কাছ থেকে থাবা মেরে বিজয় ছিনিয়ে নেবে বাংলাদেশ দল ।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: পুরাই অস্থির আছি হাসান মাহবুব ভাই। পোস্টটা পড়ি আর মনে মনে জেতার আশা পোষণ করি ।

৩| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৬

শতদ্রু একটি নদী... বলেছেন: সাতটা ঘন্টা ভালো খেলুক, জাস্ট সাতটা ঘন্টা, তাইলেই হবে।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক বলেছেন ৭টা ঘন্টা নতুন ইতিহাস গড়তে পারে । মুশফিক সাকিব মাহমুদুল্লা নাসির রানের বন্য বইয়ে দিক । আর রোবেল মাশরাফির বোলিং এ টর্নেডোর ধ্বংসযজ্ঞ ডেকে আনুক ধোনী এন্ড কোঙ এর মাথায় । ।

৪| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
যতই বলেন কাগজ কলম কিংবা কি বোর্ডে,
প্রত্যাশার চাপ থাকবেই, সহমত @ হামা ভাই।

শুভকামনা নিরন্তর বাংলার দামালদের জন্য +++

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা নিরন্তর বাংলার দামালদের জন্য ।

৫| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: আমরা জিতব আশাবাদি জুড়সে
টাইগার্স দেবে নাড়া বিজয়ে হর্ষে ।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: আমরা জিতব আশাবাদি জুড়সে
টাইগার্স দেবে নাড়া বিজয়ে হর্ষে ।

বিজয় কেতন উড়বে
টাইগাররা জিতবে ।

৬| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৬

কলমের কালি শেষ বলেছেন: বাঘ গর্জে উঠেছে ভারত শিবির দেখবে শর্সে ।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কলমের কালি শেষ বলেছেন: বাঘ গর্জে উঠেছে ভারত শিবির দেখবে শর্সে । সহমত ।

৭| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৭

ডি মুন বলেছেন: টাইগারদের এতটুকু মনে রাখলেই হবে যে তারা ভারতের বিপক্ষে খেলছে ।আর সবসময় ভারতের বিরুদ্ধে তারা চমৎকার খেলে থাকেন ।

গো টাইগারস ...গো ...

:)

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: গো টাইগার গো.............ভারতের মাথা ভাইঙ্গা খো।


খো মানে খা !:#P

কালকে ধরায়ে দিবানে । আজকে থেকেই ঘুম বন্ধ ।

৮| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৫

মেকগাইভার বলেছেন: কালকে খেলা দেখতে পারবো নাকি সন্দেহ হইতাছে, আজকে তো আমার ঘুমই আসতাসেনা, কালকে না খেলা দেখার আগে ঘুমায়া পড়ি।

১৯ শে মার্চ, ২০১৫ সকাল ৯:০৮

সেলিম আনোয়ার বলেছেন: টসে ভারত জিতেছে।জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে । টসে জিতলে কি হবে ম্যাচে জিতবে বাংলাদেশ ।

৯| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৪

তুষার কাব্য বলেছেন: আমারও মন বলছে কাল আমরা ওদেরকে হারাবোই । ২০০৭ সালে মাঠে বসে দেখেছিলাম সেই দৃশ্য ।আজও চোখে ভাসে সেই মুহূর্ত গুলো ।

ঘুম টাও সাথে হারিয়ে গেছে :D

১৯ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১৬

সেলিম আনোয়ার বলেছেন: লাখো কোটি বাঙালীর চোখে ঘুম নেই আজ
চোখে যে স্বপ্ন জমেছে জিততে হবে আজ
ডরাইনা তাদের ব্যাট তাদের করা বল
আজকে খেলায় আমরাই জিতবো —আছে সেই মনোবল ।

১০| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১:১২

সচেতনহ্যাপী বলেছেন: যুদ্ধ শুরু না হতেই কুয়েতে শুরু হয়ে গেছে কয়েকদিন আগে থেকেই।।বাসায়,হোটেলে এমনকি আমার অফিসেও।। ভয়ে আছি মারামারির পর্যায়ে না পৌছায়।। তাহলে হয় বহিষ্কার নয়তো জেল।।
তবে আমার বিশ্বাস ফাইটিং স্পিরিট।। আমরাও যে মোড়লদের চেয়ে কম না,তা বোঝানো।। জিতলে ১৬কোটি মানুষের.....।।অপেক্ষা ফলাফলের।।।
ধন্যবাদ।।

১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: অবশেষে ১ম উইকেটের পতন হলো । প্রথম উইকেট নিলেন সাকিব আল হাসান । ফলে ভারত ৭৮/১ ।দেখা যাক ।তূপ চালাচ্ছেন রুবেল ।গতির সম্রাট রুবেল দারুন করছেন ।

১১| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ৭:১৫

জাফরুল মবীন বলেছেন: বাংলাদেশ সব সম্ভবের দেশ।সকল তথ্য-উপাত্ত,লজিক ও বিশ্লেষণকে উল্টিয়ে অসম্ভবকে সম্ভব করার বহু নজির রয়েছে আমাদের জাতির ইতিহাসে---জয়ে বা পরাজয়ে কিংবা অর্জনে বা হারানোয়।

আশায় বুক বেঁধে আছি......

শুভকামনা রইলো বাংলাদেশ ক্রিকেট দলের জন্য।

১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ইতিমধ্যেই ভারতের দুই উইকেটের পতন । রানের গতি বাংলাদেশের টাইগাররা কমিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছেন।

দারুন লড়াইয়ে বাংলাদেশ দল নিজেদের প্রমান করছেন । এভাবে খেলতে পারলে বাংলাদেশ জিতে যাবে ।

১২| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৫১

রাফা বলেছেন: মাত্র "দশ-টা"ভালো বল আর মাহমুদ উল্ল্যার একটি সেন্চুরিসাথে মুশফিকের হার না মানা একটি ইনিংস।সাকিবের ম্যাজিকেল স্পেল হাসি ফোটাতে পারে ষোল কোটি প্রাণে।

১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার বিশ্লেষণ ।ইতিমধ্যে দুইজনের বিদায় ঘন্টা বেজে গেছে । আর আটটি ভাল বল হলেই হবে । সাকিব ১ উইকেট নিয়েছেন। রুবেল ম্যাজিকাল স্পেলের পথে । আরে সব তো মিলে যাচ্ছে। তাহলে ধরা যায় জয়ের পথে বাংলাদেশ ।

১৩| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৫৬

মিন্টুর নগর সংবাদ বলেছেন: শুভকামনা রইলো বাংলাদেশ ক্রিকেট দলের জন্য।

১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: শুবকামনায় ধন্যবাদ ।বাংলাদেশের সমর্থকরা অপেক্ষায় নতুন উইকেট পড়ার । নাসির ভাল বোলিং করছেন ।

১৪| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ৯:০৫

তিথীডোর বলেছেন: It's 11:00 PM now in New York, thought I was gonna sleep a little--1/2 hrs, ...but could'nt!...so excited!!!! Missing freinds nd family back home :( Oh Allah! please have mercy on our team!!!

১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: এই ক্ষণের প্রার্থনা
এই জুটি ভেঙে যাক
সৃষ্টি হোক সম্ভাবনা
টাইগারদের বিজয়ের ।


সবাই টেনশণে ভারতের ব্যাটসম্যানরা ভাল খেলছে । এই মুহূর্তে উইকেট পরা দরকার ।

১৫| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২৭

গোল্ডেন গ্লাইডার বলেছেন: সবুজ জমিনে চুমে চুমে মাটি কামড়ানো শট
বিজয়ের পতাকা জানি উড়বে পতপত ।
+++++++

১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি উড়বে বিজয়ের পতাকা । কবিতাটি এই সময়কার জন্য বেশি এপ্রোপ্রিয়েট । কবিতা ব্যাটিংকে কেন্দ্র করে । আর এখন ব্যাটিং করবে বাংলাদেশ টারগেট ৩০৩। ব্যাটিং পিচে অসম্ভব নয় । ভাল কয়টা ইনিংস হলে জিতে যাবে বাংলাদেশ । টাইগারদের ব্যাটিং লাইনও লম্বা ।


আর তাই

সবুজ জমিনে চুমে চুমে মাটি কামড়ানো শট
বিজয়ের পতাকা জানি উড়বে পতপত ।

১৬| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ২ পিলার ধ্বানো শেষ!

আমরা শূভ আশা করতেই পারি!!!!

১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশের অপেনিং ব্যাটসম্যান জুটি ভালই খেলছেন । এখন প্রয়োজন বিরাট একটা রানের ভিত গড়ে দেয়া । সেই ভিতের উপর যাতে বিজয় লাভ করা যায় ।

কমেন্টে ধন্যবাদ ।

১৭| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:২০

সোহানী বলেছেন: আপনার মুখে ফুল চন্দন পড়ুক...... :#> :#> :#> :#> :#> :#>

১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: করুন অবস্থা । ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করে শোচনীয় অবস্থায় ।

১৮| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০৬

মিতক্ষরা বলেছেন: ভাই, আমি তো দেখছি ভারতই বেশী ভাল ব্যাট করছে। ওদের লাগাম ধরা দরকার।

১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ভারতকে বিজয় উপহার দিল বাংলাদেশ ক্রিকেট দল । একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে ভাল একটা সম্ভাবনার জলাঞ্জলী দিল খেলোয়াড়রা ।

১৯| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৫

এহসান সাবির বলেছেন: আমরা জিতছি....

২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: মনে মনে স্বান্তনা খুজি ওভা্বেই ।

২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩১

জাহিদ হাসান বলেছেন: এ আমি কোথায় এসে পড়লাম :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.