নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বিষাক্ত ফণা তুলে এসো নাগিনী
বিষাক্ত ফণা তুলে এসো নাগিনী
সর্পিল পথ বেয়ে ;
ফুসলে ওঠ মায়াবী রূপের জোছনায়
গরল ঢেলে দিয়ে— আমার সারা গাঁয়।
বিষাক্ত ছোবলে মায়াবী স্তন মেলে
আচড় কেটে জর্জড়িত করো
প্রতিশোধের প্যাঁচানো স্পৃহায়।
আর শুষে নিও ক্লান্ত দেহের সবটুকু নির্যাস
অশান্ত গ্রীবা ফেলে —যষ্ঠ ইন্দ্রিয় মেলে
সঙ্গম উল্লাসে গেয়ে ওঠো সাপিনীর গান।
কোমর দুলিয়ে ,
যৌবন জোয়ারে দাও ভাটির ওল্টো টান।
সবটুকু জল চেটে
অহমিকার তলপেটে যাও ফোলে
সযতনে দানো নতুন সৃষ্টির কল্যাণ;
তৃপ্তির ঢেকুর তুলে
বিষাক্ত ছোবলের জ্বালা নিয়ে এসো
জুড়িয়ে যেয়ো তব তৃষিত অধরখান ।
একটি রঙিন ঘুড়ি
ভালবেসে মনের হরষে উড়িয়েছিলেম একটি রঙিন ঘুড়ি
মোর শখের লাটাইয়ের চিকন সুতো একটু একটু ছাড়ি।
দিনে দিনে রঙিন পাখা মেলে
উড়লো ঘুড়ি দূর আকাশের নীলে।
রঙিন ঘুড়ি
আকাশ থেকে দেখলো নীচে তুচ্ছতর লাটাই
আর ক্ষীণতর এক সুতো ;
গর্বে ফোলে ভাবলো ভুলে
এই সুতোতে তারে রাখবে বেঁধে নিয়ত!
তারও অনেক নীচে উড়ছিল ঘুড়ি শত শত
সেগুলোর সুতোয় দারুণ কারুকাজ প্রজাপতির মত।
এসব ভেবে রঙিন ঘুড়ি
চিকন সুতো অবহেলা করি
চোখ রাঙিয়ে চায় ;
ভারসাম্যের সব হারিয়ে
এদিক ওদিক যায় ।
রঙিন সুতোয় খেই হারিয়ে
চিকন সুতোয় পাল্টি মারে
নিয়তির প্রবঞ্চনায় ;
সুতোয় সুতোয় যুদ্ধ হলো
চিকন সুতো ছিড়ে গেল
মিথ্যে অভিপ্রায় !
তুচ্ছ লাটাই সুতো ছাড়া,
রঙিন ঘুড়ি বাঁধন হারা,
প্রচণ্ড অহমিকায় ।
নীল আকাশের নীল ছেড়ে
রঙিন ঘুড়ি ছুটলো ঝিলের পরে
হয়ে সে নিরুপায় ।
গর্ব তার খর্ব হলো
ঝিলের বুকে সব হারালো নিয়তির ছলনায়।
ভালবেসে একটি ঘুড়ি উড়িয়েছিলেম আকাশের সীমানায়
সে ঘুড়িটি সব হারালো অহমিকার বিভীষিকায় ।
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪০
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৩:৪১
মহান অতন্দ্র বলেছেন: আমার ভাল লেগেছে।
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো সুপ্রিয় মহান অতন্দ্র ।
৩| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৮:১৮
আরণ্যক রাখাল বলেছেন: বিষাক্ত ফণা "তুলে" হবে বোধহয়| বিষাক্ত ফণা তুলে এসো নাগিনী কবিতাটা দারুন| ছন্দ উপমা আর শব্দচয়ন মিলে সুন্দর| কিন্তু ঘুড়ির কবিতা মানে একটি রঙিন ঘুড়ি ভাল লাগে নি
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: তুলে ,তোলে দুটোই সঠিক । কবু আপনার কথমত সংশোধনী আনা হল ।
৪| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫৮
মামুন ইসলাম বলেছেন: একটিই কিন্তু ভালো ছিল সেলিম ভাই ।
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ব্যতিক্রম করলাম যার দিনে একটি কবিতা হলে চলে তাকে দুটি ঝাঝালো কবিতা খাওয়ালাম ।
৫| ২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৪
নাহিদ রুদ্রনীল বলেছেন: ঘুড়ির কবিতাটি ভালো লেগেছে সেলিম ভাই।
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ । ঘুড়ি কবিতাটি মরিচিকার পেছনে ছুটে চরম ক্ষতি ডেকে আনার কবিতা । সত্যিকারের ভালবাসা জলাঞ্জলী দিয়ে ধোকায় পতিত হওয়ার পরিণতি নিয়ে কবিতা। আসল সোনা ফেলে নকল সোনার প্রাত ঝুকে পরার কবিতা । আর অহংকারে যে পতন অনিবার্য সেই বিষয়ে শিক্ষামূলক কবিতা । এতগুলি ব্যাপারের সন্নিবেশ ঘটাতে হয়তো কবিতাটি ভাল লেগেছে আপনার । আমারো ভাল লাগলো আপনার ভাল লাগা ।
শুভকামনা থাকলো আপনার জন্য ।
৬| ২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫২
সুমন কর বলেছেন: ১মটি মোটামুটি। ২য়টি চমৎকার হয়েছে।
২য় লাইক।
** সুতোয় সুতোয় যদ্ধ হলো--- যুদ্ধ হবে।
২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ । যাক ২য়টি চমৎকার লেগেছে জেনে ভাল লাগলো । আপনাকে একবার বলেছিলাম ফাটাফাটি কবিতা নিয়ে আসছি । ২য়টি ভাল লাগায় আশা করি দায়িত্ব থেকে মুক্তি পেলাম্ ।
টাইপোটি ঠিক করা হয়েছে। ওটা গতরাতে খেয়াল করেছিলাম ঠিক করা হয়নি ।
৭| ২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: দুটো কবিতাই ভালো লেগেছে। শব্দ চয়নে মুগ্ধতা।
২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: দুটো কবিতা ভাল লাগাতে অনেক ধন্যবাদ । শুভকামনা থাকলো সবসময় । দিশেহারা রাজপুত্র ।
৮| ২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৪
শুভ্র বিকেল বলেছেন: দুটি কবিতায় দারুন! অনেক অনেক ধন্যবাদ কবি!
২৭ শে মার্চ, ২০১৫ রাত ৮:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৯| ২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৪
♥কবি♥ বলেছেন: সেলিম ভাই দুটোই ভাল হয়েছে-
"ভালবেসে মনের হরষে উড়িয়েছিলেম একটি রঙিন ঘুড়ি
মোর শখের লাটাইয়ের চিকন সুতো একটু একটু ছাড়ি।"
দারুন দুটি লাইন হৃদয় ছুয়ে দিল। জানেন কিনা জানিনা আজকাল কবিতা লিখতে পারছি না অনুগল্প টাইপ খাপছাড়া কিছু একটা লিখছি সময় পেলে ঢু মেরে আসবেন। ভাল থাকুন।
২৭ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩০
সেলিম আনোয়ার বলেছেন: অনুগল্প টাইপ খাপছাড়া কোন কিছু হবে কেন । তবে অনেকে হালকা চটুল ছড়া লিখে নিজেকে হনু মনে করে । এসব দেখে অনেক ছন্দছাড়া মুক্তগদ্য লিখতে পছন্দ করে । এই আর কি?
আবশ্যই সময় করে আপনার ব্লগে যাবো কবি ।
কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১০| ২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৯
রাইসুল সাগর বলেছেন: বাহ সেলিম ভাই,
কবিতা দু-খানি হয়েছে
ভীষন রকম ভালো,
তাই গেলাম দিয়ে
প্লাস এবং শুভকামনার আলো।
ভালো থাকুন নিরন্তর।
২৭ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: রাইসুল সাগর ভাই অনেকদিন পর আপনাকে ব্লগে পেয়ে ভাল লাগলো । আর কবিতা ভাললাগায় অনেক ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
১১| ২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৬
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: সেলিম ভাই বিষাক্ত নাগিনীকে আর ডাইকেন না এমনিতেই দুই রাজনৈতিক নাগিনীদের বিষাক্ত ছোপলে বাঙালি দিশেহারা..
কবিতাদ্বয় কিন্তু চমৎকার।
২৭ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৩
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট করেছেন । কবিতা ভাললাগাতে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১২| ২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
এনামুল রেজা বলেছেন: দুটি কবিতাই চমৎকার হয়েছে। বিশেষ করে ২য়টা।
শুভকামনা।
২৭ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগায় ও পাঠে অনেক ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা ।
১৩| ২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
সুমাইয়া আলো বলেছেন: অনেক সুন্দর বচন ভংগির কবিতা পড়লাম কবি সাহেব।
২৭ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।
১৪| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালবেসে মনের হরষে উড়িয়েছিলেম একটি রঙিন ঘুড়ি
মোর শখের লাটাইয়ের চিকন সুতো একটু একটু ছাড়ি।
লাইন দুটি খুব ভালো লেগেছে। পরের অংশটুকু অন্যরকম ভেবেছিলাম, কিন্তু যেরকম এগিয়েছে তাতেও ভালই লেগেছে।
"মন আমার ইচ্ছে ঘুড়ি
উড়াই জলে, উড়াই স্থলে
ইচ্ছে হলে তোমার হৃদয়তলে..."
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল কবি এবং তার কবিতা'র তরে।
২৭ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্টে ভাললাগা । আর আপনার জন্যও শুভকামনা থাকলো ।
১৫| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৮
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
আজকালকার নাগিনীরা আর বিষাক্ত ছোবল নিয়ে আসেনা । আসে কোমর দুলিয়ে, আদর মেখে । তারপরে যা হবার তাই-ই । বিষাক্ত ছোবল ।
তখন ঘুড়ির মতো বোকাট্টা হয়ে লাট খাওয়া শুধু........
২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্টে ধন্যবাদ। কোমর দুলিয়ে এসে লাথ মারে এতো দেখি ছলনাময়ী । ভয়াবহ ব্যাপার । দুই কবিতা মিলে ভাল একটা উপসংহার হলো সুপ্রিয় ব্লগার ।
ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
১৬| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪২
দীপংকর চন্দ বলেছেন: ভিন্ন ধরনের পাশাপাশি উপস্থাপন তৃতীয় অনুভূতি জন্ম দেবার সম্ভবনাকে প্রসারিত করে সম্ভবত!
ভালো লাগা রইলো। অনেক।
এবং শুভকামনা অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
ভালবেসে একটি ঘুড়ি উড়িয়েছিলেম আকাশের সীমানায়
২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: দীপংকর চন্দ বলেছেন: ভিন্ন ধরনের পাশাপাশি উপস্থাপন তৃতীয় অনুভূতি জন্ম দেবার সম্ভবনাকে প্রসারিত করে সম্ভবত!
দারুন বলেছেন। কয়েকটি ব্যাপার সমন্বয়ে নতুন কিছু হয়ে ওঠার একটা প্রবণতা সৃষ্টি হতে পারে । আর হৃদয়পুরে প্রতিনিয়ত যে ভাবনা গুলো খেলতে থাকে সেগুলিও বিচিত্রতায় ভরা। পরস্পর বিপরীতমুখি ভাবনাও খেলে যায় একই মনে । তাই হৃদয় রহস্যের আধার
প্রেম ঘৃণার অপূর্ব সমাহার ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ আর অশেষ কৃতজ্ঞতা ।
১৭| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ২:৩১
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: সেলিম ভাই আমার কাছে কিন্তু দ্বিতীয়টা থেকে প্রথম কবিতাটাই বেশি ভাল লেগেছে। ওইযে বললেন-
কোমর দুলিয়ে ,
যৌবন জোয়ারে দাও ভাটির ওল্টো টান।
সবটুকু জল চেটে
অহমিকার তলপেটে যাও ফোলে
সযতনে দানো নতুন সৃষ্টির কল্যাণ;
তৃপ্তির ঢেকুর তুলে
বিষাক্ত ছোবলের জ্বালা নিয়ে এসো
জুড়িয়ে যেয়ো তব তৃষিত অধরখান ।
শ্রেফ অসাধারণ বলব।
ওয়াই প্লাটুন (Young Platoon) এর কিশোর গেরিলা যোদ্ধাদের গল্প। এই ব্লগটিতে একবার ঘুরে আসতে পারেন।
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৩
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগলো সুপ্রিয় ব্লগার । দুটো কবিতা দেয়াতে তুলনা করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে । অনেকের প্রথমটা বেশি ভাল লেগেছে অনেকের ২য়টা । যাক আপনার যে কিছু অংশ অসাধারণ লেগেছে তাতে আমি তৃপ্ত ।
সময় করে অবশ্যই আপনার লিখা পাঠ করে আসবো ।
ধন্যবাদ ।
১৮| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১১:১৩
সুফিয়া বলেছেন:
ভালবেসে একটি ঘুড়ি উড়িয়েছিলেম আকাশের সীমানায়
সে ঘুড়িটি সব হারালো অহমিকার বিভীষিকায় ।
খুব ভাল লাগল।
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও কবিতা পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৯| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৪
কলমের কালি শেষ বলেছেন: দ্বিতীয়টি বেশ ভাল লেগেছে । ++
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ২য়টি ভাললেগেছে জেনে ভাল লাগলো । কমেন্টেও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২০| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুটোই চমৎকার !
অভিনন্দন কবি !
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ওপাঠে ধন্যবাদ। আর শুভকমনা নিরন্তর গিয়াসলিটন ভাই ।
২১| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৩
সুখেন্দু বিশ্বাস বলেছেন: "বিষাক্ত ফণা তুলে এসো নাগিনী"
একটি রঙিন ঘুড়ি"
ভিন্ন আমজের দুটি কবিতা। ভালো লেগেছে দুটোই।
শুভেচ্ছা রইলো সেলিম ভাই
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা ।ভালথাকবেন সবসময় ।
২২| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০৮
ভালোবাসার কাঙাল বলেছেন: ভালোই লাগল
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৪
সেলিম আনোয়ার বলেছেন: ভালোই লাগাতে অনেক ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা ।
২৩| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১১
তুষার কাব্য বলেছেন: দুটো কবিতাই ভালো লেগেছে প্রথম টা বেশি ভালো লাগলো কবি ভাই ।
শুভকামনা জানবেন...
২৮ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২৪| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩২
বিদগ্ধ বলেছেন:
দু'টোই পছন্দ হয়েছে।
২৫| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৩
তওসীফ সাদাত বলেছেন:
ভালো লেগেছে
প্রথমটি বেশ জোড়ালো ছিল।
দ্বিতীয়টি শুরুতে জোড়ালো ছিল তবে পরে খেই হারিয়ে ফেলেছিলাম
শুধুই ব্যক্তিগত মতামত, কোন বিশেষজ্ঞ মতামত নয়
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ২:৫৪
আমান দ্যা ফারসিয়ার বলেছেন: বাপরে!!! কঠিন লেখা, অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু লেখায় জোর আছে।