নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অন্ধের দল, দেখ
হাতি দেখ— অন্ধের মত
হাতির দেহখানি হাতের স্পর্শে দেখ
দেখো আর আঁকো তার ভ্রান্ত অবয়ব আকৃতি
তারপর অবলীলায় নামকরণ করে ফেল
কূলা অথবা প্রকান্ড গাছের গুড়িটি ।
অন্ধের মত করে যাও অযাচিত দৌড়ঝাপ
মুখের কথায় তিলকে করো তাল
হ্যা বলতে হবে।
তোমাদের বলতেই হবে দাড়কাকের কর্কশঠোঁটে
কারণ বধির তোমরা নও
সুতীব্র চিৎকারে তা জানাও
বুঝাও-
মস্ত প্রাজ্ঞ তুমি—তোমরা
মায়া আর ছলনার বিভীষিকা
আর শকুনীর ন্যায় অপেক্ষায় থাকো
মুমূর্ষূ মানবের মৃত্যুর;
তোমাকে খেতে হবে মানবদেহ আর মানবতা
খেতে হবে ভরপুর।
মানুষ খাও, মাটি খাও,
বিবেক বুদ্ধির সব খাও
পুরো মানচিত্র খেয়ে প্রমান দাও
প্রভুর কৃপা কেবল তোমাদের অধিকারে।
২| ২২ শে জুন, ২০১৬ সকাল ৮:১২
জ্ঞানহীন মহাপুরুষ বলেছেন: দুর্দান্ত লিখেছেন। আপনার লেখার হাত ভালো। এগিয়ে যান
৩| ২২ শে জুন, ২০১৬ দুপুর ২:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো।
৪| ২২ শে জুন, ২০১৬ রাত ৮:৩১
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অসাধারণ হয়েছে সেলিম ভাই। আপনার বইয়ের কি খবর?
মেলায় কেমন চলেছে?
মানে পাঠকের কেমন সাড়া পেয়েছেন?
কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন।
অবশ্য যদি আপনার আপত্তি না থাকে!
৫| ২৩ শে জুন, ২০১৬ সকাল ৭:৫৯
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর ও সত্য কথন। ধন্যবাদ প্রিয়।
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০১৬ ভোর ৬:২২
এম এ কাশেম বলেছেন: দারুণ ভাই।
শুভেচ্ছা জানবেন।