নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বান্দরবানের দূর্গমপথে

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫২



পথের বাঁকে ভূবন বোকা’
ডুপিটিলা টিপাম রাখা
আমের বাগান পাখির গান
উঁচু নীচু পথ আবার সমান।
ঐ তো নদী সাঙ্গু ছোটে
পাহাড় ফেলে সমুদ্রতটে;
নীলাচল আর সীতাপাহাড়
সুখের বাতাস মনের আহার।
মেঘলায় জলের আধার
ঝুলন্ত সেতু কেবলকার।
চিম্বুক চূড়ায় মেঘলা ক্ষণে
মেঘেরা ভাসে প্রফুল্লমনে।
নীলগিরির উঁচু চূড়া
রূপের আধার দুচোখ জুড়া’
মনের বনে দেয় যে দোলা
বগালেকের দুর্গম পথে
চলছে ছোটে
ক্লান্ত পথিক দলে দলে।
কেওকারাডং তাজিনডং
ভ্রামুক মনে মাখায় রং
পাহাড় কন্যা ঝরণা ধারা
বৃষ্টি জলে নাইবে তারা
প্রকৃতি প্রেমে প্রেমিক যারা
রূপে তার পাগলপারা।
এমন রূপের বান্দরবানে!
একটি প্রশ্ন জাগে প্রাণে
রূপে যার মুগ্ধ সবাই;
আর কতকাল অবহেলায়
থাকবে পড়ে অগোচরে?
মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ড আর
গেন্টিঙের চেয়ে বান্দরবান বেশি সম্ভাবনার।
জ্ঞান অন্বেষণ আর পর্যটনে
বান্দরবানই দেশের সেরা ।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার কথা বিশ্বাস করলাম।

আমি কখনও দেশভ্রমণ করিনি।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ১মকমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বর্ণনা দিয়েছেন বান্দর-বানের। ভালো লাগলো।

আমি বান্দর বান প্রায় চারবছর ছিলাম বিভিন্ন জায়গায়। কিন্তু অনেক জায়গাই ঘুরে দেখতে পারিনি। ভালো লাগলো আপনার কবিতা।

নিচের চার লাই গদ্যময় না করলেও পারতেন।
শুভকামনা রইল।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

শেষ চার লাইন একটু ব্যতিক্রম সমাপ্তি ।
না হলে কবিতা থামতো না বা শেষ হত না ।


:)

৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । এখানে উল্লেখ্য যে ভূবন বোকা’
ডুপিটিলা টিপাম এগুলো ফরমেশনের নাম ।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২৫

সুমন কর বলেছেন: পুরো বান্দরবানের প্রতিচ্ছবি তুলে ধরেছেন। ভালো লিখেছেন।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।চেষ্টা করেছি ।সময় নিয়ে লিখেছি ।

ভাল থাকবেন সবসময় এই শুবকামনা থাকলো ।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ।

আপনার পিকের লোকটা আমারও প্রিয় ছিলেন।

২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: তিনি একজন প্রকৃত তারকা ।বড় তারকা ।তাকে ভাল লাগাই স্বাভাবিক ।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৪০

কবি হাফেজ আহমেদ বলেছেন: মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ড আর
গেন্টিঙের চেয়ে বান্দরবান বেশি সম্ভাবনার।
জ্ঞান অন্বেষণ আর পর্যটনে
বান্দরবানই দেশের সেরা ।

সহমত।
প্রকৃতির প্রকৃত স্বাদ আর অনুভূতি অনুভব করা দারুন তৃপ্তিময়।

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৭| ২৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:৪৬

গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার ছন্দে সাজিয়েছেন শব্দমালা । দারুণ!!

শুভকামনা রইল ।

২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা উদ্দেশ্য হল বান্দরবানের পর্যটন সম্ভাবনা ছন্দাকারে উপস্থাপন । সামান্য পরিচর্যা আর অবকাঠামোগত উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এটিকে বিশ্বের অন্যতম সেরা পর্যটন স্পটে পরিণত করতে পারে ।দেশের অর্থনীতির চাকা আরও সাবলীল করতে শক্তিশালী ভূমিকা পালন করতে পারে বান্দরবান ।

৮| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৩

রোকসানা লেইস বলেছেন: সুরে সুরে সুন্দরের বর্ণনা ভালো লাগল

২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ রোকসান লেইস । আর শুভকামনা থাকলো ।

৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪২

সিনবাদ জাহাজি বলেছেন: বাহহহহহহ

ছন্দবদ্ধ দারুন বর্ননা।
ভাল লাগলো

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

বান্দরবান রূপে অতুলনীয়া । কবিতা দিয়ে তার রূপ ব্যখ্যা করা দুঃসাধ্য ।

১০| ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৩

ধ্রুবক আলো বলেছেন: বান্দরবান নিয়ে খুব সুন্দর একখানা কবিতা লিখেছেন ++++++

বাংলাদেশ পর্যটন ক্ষেত্রে আরও জোরদার করা উচিত। বান্দরবান দেশের সেরা

২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০২

সেলিম আনোয়ার বলেছেন: বান্দরবান সম্ভাবনার আধার ছো্ট্ট একটি ক্যাবল কার দেখা গেল মেঘলায়। চিম্বুক কিংবা সীতা পাহাড় থেকে সাঙ্গু নদীর তীর বরাবর একটি ক্যাবলকার চালু করলে দারুন হবে। প্রচুর মানুষ ক্যাবল কারে উঠে বান্দরবানের রূপ সুধা পান করে অপার আনন্দ লাভ করবে ।

১১| ০১ লা মে, ২০১৭ দুপুর ১২:০০

খায়রুল আহসান বলেছেন: চিম্বুক চূড়ায় মেঘলা ক্ষণে
মেঘেরা ভাসে প্রফুল্লমনে।
নীলগিরির উঁচু চূড়া
রূপের আধার দুচোখ জুড়া’
-- চমৎকার বলেছেন। মুগ্ধ হ'লাম।

০১ লা মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। বান্দরবানে মুগ্ধ হতেই হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.