নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হাওড় বাঁচাও , মানুষ বাঁচাও

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭


বছর জুড়ে চেষ্টা করে একবার মাত্র ধান চাষ
পশু আর হাস পালন যাদের মনে দেয় আশ।
অমানবিক পরিশ্রম শেষে উপার্জন যাদের হাতে গুনা
সেই হাওড়বাসী অনাহারীর ক্রন্দনরোল যায় কি শোনা?


প্রখর রৌদ্রে পোড়ে পোড়ে
ঘর্মাক্ত দেহ ভীষণ ক্লান্তি আর অনাদরে
হতভাগ্য হাওড়বাসী
সব তার নেয় কেড়ে জনা কয়েক মহাজনে
বর্গাচাষীর কপালে আর কয়টি মাত্র টাকা জুটে
এই নিয়ে অনাহারে হাওড়বাসীর জীবন কাটে।

তারপরও বন্যা যদি আঘাত হানে একটি মাত্র ফসলচাষে
নেয় ভাসিয়ে বাড়িঘর আর গৃহস্থালী কড়াল গ্রাসে
এমতর কঠিন জীবন বল আর কজনার ললাটে আছে?

অন্ন নেই বস্ত্র নেই সুচিকিৎসার ব্যবস্থা নেই
লেখপড়া যাতায়াত ব্যবস্থা দৈন্যতা সবখানেতেই।

জেলের দল মাছের আশায় নৌকো ভাসায় হাওড় জলে
সে মাছগুলো যদি যায় মরে অভিশপ্ত বানের জলে
সে কেমন বিড়ম্বনা ?
হাওড়বাসী জীবনটা আজ প্রকৃতির রোষানলে
হাওড়বাসীর দোষ কতটুকু ভাগ্যবিধাতা ঠিকই জানে।

সভ্য মুখোশধারী অসভ্যরা সব ধন সম্পদ আর ক্ষমতার লোভে
অবিবেচনার শিখরে চড়ে প্রাকৃতিক দূর্যোগ আনছে ডেকে
রাষ্ট্রনামের যন্ত্রগুলো কার কল্যানে মেতে আছে?
মানুষের চেয়ে বড় কিছু এই ভূবনে কেউ কি আছে?

হাওড়বাসী মানুষ কি নয় এই প্রশ্নটি দেশবিদেশ রাষ্ট্রের কাছে!
পৃথিবীটা বাঁচবে ততদিন যতদিন মানুষেরা থাকবে বেঁচে
হাওড় বাঁচাও মানুষ বাঁচাও গবাদি পশু মানবিকতা শব্দটাও বাঁচাও।
মানুষের এই পৃথিবীটা মানুষেরা সবাই মিলে বাঁচনোর চেস্টা করতে হবে
প্রয়োজনে মহান স্রষ্টা আল্লাহর কাছে দুহাত তোলে প্রার্থনা করতে হবে;
যার যতটুকু সামর্থ্য আছে সেটা নিয়ে দুস্থদের সাহায্যে এগিয়ে আসতে হবে ।

হাওড় বাঁচাও মানুষ বাঁচাও মহান স্রষ্টার কাছে দুহাত তোলে চাও ক্ষমা চাও
প্রাকৃতিক সব দূর্যোগ থেকে হাওড়বাসীর পরিত্রান চাও , ত্রাণ পাঠাও ।


উৎসর্গঃ ৯০ লাখের বেশি ক্ষতিগ্রস্ত হাওড়বাসী ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় ফুটে উঠেছে তাদের দুঃখ দুর্দশা । সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের বোধ উদয় হোক ।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:

"হাওড় বাঁচাও মানুষ বাঁচাও মহান স্রষ্টার কাছে দুহাত তোলে চাও ক্ষমা চাও
প্রাকৃতিক সব দূর্যোগ থেকে হাওড়বাসীর পরিত্রান চাও , ত্রাণ পাঠাও । "

- বিপরিত-মুখী লজিক, স্রষ্টার কাছে ক্ষমা চাইলে, ত্রাণ তো উনিই পাঠানোর কথা, মানুষের ত্রাণের দরকার কি?

৩০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: মানুষের পূর্নাঙ্গ প্রচেষ্টা হলো দোয়া করা এবং প্রচেষ্টা করা। প্রচেষ্টা করলেই দোয়া কবুল হবে। বিপরীত মুখী লজিক নয়। সম্পূরক লজিক।
আসুন বান থেকে পরিত্রান চাই আর মানুষের পাশে দাড়াই । :)

৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



সরকারের লোকেরা মানুষের পাশ দাঁড়ায় না, ওদের মাথার উপর দাঁড়ায়

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: মন্দ বলেন নি । ব্লগারদেরই পাচ্ছি না পোস্টে/কমেন্টে সরকার সে তো বহুদূর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.