নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মে দিবস

০১ লা মে, ২০১৭ রাত ৮:৪৩



কামার কুমার জেলে তাঁতী
কৃষক রাজমিস্ত্রী মেহনতি ..
তাদের শ্রমে ভিত্তি করে
আজকের এই অর্থনীতি
গড়ছে প্রাসাদ অট্টালিকা;
তাদের কথা কেউ কী ভাবে?
জনা কয়েক মালিকজনের
বেড়েছে কেবল মেদভূড়িটা।

কত শ্রমিক মরছে খেটে!
তৃষ্ণা বুকে ক্ষুধার্ত পেটে ।

তারাও তো মানুষ সৃষ্টি জগতের সেরা
তবু কেন জীবন তাদের বঞ্চনাতে ঘেরা।

অর্থনৈতিক নিরাপত্তা আছে কী তাদের?
তাইতো মনে প্রশ্ন ওঠে
ভাগ্যে তার ক'টুকু জুটে।

শ্রমিক দিবসের এই হোক শ্লোগান
শ্রমিক যেন পায় ন্যায্য প্রতিদান ।

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৭ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:



উৎপাদন ব্যবস্হায় শ্রমিকের মালিকানাই একমাত্র সমাধান।

০১ লা মে, ২০১৭ রাত ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা চাদগাজী ।

২| ০১ লা মে, ২০১৭ রাত ৮:৪৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: অর্থনৈতিক নিরাপত্তা আছে কী তাদের?
তাইতো মনে প্রশ্ন ওঠে
ভাগ্যে তার ক'টুকু জুটে।

শ্রমিক দিবসের এই হোক শ্লোগান
শ্রমিক যেন পায় ন্যায্য প্রতিদান ।


হুম, ঠিক বলেছেন।

০১ লা মে, ২০১৭ রাত ১০:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ কবি হাফেজ আহমেদ। ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৩| ০১ লা মে, ২০১৭ রাত ৯:০২

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

তবু কেন জীবন তাদে < তাদের হবে কি ?

০১ লা মে, ২০১৭ রাত ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: মে দিবস কোন পোস্ট না পেয়ে দ্রুত রিখে ফেললাম । সংশোধন করা হলো । কমেন্টে আর পাঠে ধন্যবাদ সুমন কর ।

৪| ০১ লা মে, ২০১৭ রাত ৯:১২

মিস্টার আহমেদ বলেছেন: শ্রমিক যেনো পায় তাঁদের ন্যায্য প্রতিদান

০১ লা মে, ২০১৭ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৫| ০১ লা মে, ২০১৭ রাত ৯:৩৮

ধ্রুবক আলো বলেছেন: শ্রমিক যেন পায় ন্যায্য প্রতিদান ।

খুব সুন্দর কবিতা +++

০১ লা মে, ২০১৭ রাত ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ০১ লা মে, ২০১৭ রাত ১০:০৫

সোহানী বলেছেন: শ্রমিক দিবসের এই হোক শ্লোগান
শ্রমিক যেন পায় ন্যায্য প্রতিদান ।

হবি না ভাইজান যতদিন মধ্যস্বত্বভোগী থাকবে ততদিন তারা মরবে। আর সরকারতো চোখে টিনের চশমা পরে থাকে তাই তারকোন প্রতিকার হবে না সহজে।

০১ লা মে, ২০১৭ রাত ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট । যথার্থ কমেন্ট । কৃষক টাকা পায়না মধ্যস্বত্বভোগীরা সব লুটে পুটে খায় । শ্রমের মূল্যায়ন তা অধরাই থেকে যায় । এ অবস্থা থেকে বেড় হয়ে আসা উচিৎ। শ্রমের শ্রমিকের যথার্থ মূল্যয়ন সুনিশ্চিৎ হোক এই কামনা ।

কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা । আর শুভকামনা আপনার জন্য ।

৭| ০১ লা মে, ২০১৭ রাত ১০:৩০

নিশাত১২৩ বলেছেন: কত শ্রমিক মরছে খেটে!
তৃষ্ণা বুকে ক্ষুধার্ত পেটে ।
মে দিবসের শুভেচ্ছা জানাই শ্রমিক ভাইদের।

০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।কমেন্টে ও পাঠে ।

৮| ০৩ রা মে, ২০১৭ রাত ১:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শ্রমিকের অধিকারটুকু যেন রক্ষা পায়। সবাই শ্রমিক সচেতন হলে এমন টা হওয়ার কথা না। আপনার কবিতা অনেক সুন্দর হয়েছে।

০৩ রা মে, ২০১৭ রাত ২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৯| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

অতঃপর হৃদয় বলেছেন: মে দিবসেও কাজ করছে শ্রমিক :( দুঃখজনক

০৩ রা মে, ২০১৭ রাত ৮:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কাজ না করলে খাবে কি? এই জন্য নিরাপত্তা দরকার ।

১০| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:১৩

ফকির জসীম উদ্দীন বলেছেন: শ্রমের দাম অপূরণীয়, তবুও যেন ছিটেফোটা দামে পাহাড় কেনা হয় বিত্তশালী'র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.