নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এই যে সোনামনি!

০২ রা মে, ২০১৭ রাত ৮:০৮

সোনার ময়না ঘুম আসে না রাতে
তাকে নিয়ে ব্যস্ত সারারাত বাড়িসুদ্ধ লোকে।
মুখে তার ফোটেনি কথা বয়স মোটে তিন (মাস)
তবু সবাই তার সঙ্গে কথা বলায় ব্যস্ত সারাদিন।
উত্তরে তার মধুর হাসি কিংবা মায়ার কান্না;
ও টুকোই অনেক দামী যেন হীরা চুনী পান্না।

সে যে মোদের সবার প্রিয় সোনার সুখ পাখি
পরম আদরে পাখিটিরে তাই বুকে করে রাখি।

অনেক রাতে আমরা যখন তিনজনাতে দরজা এঁটে ঘরে
মা বাবা মোর পাশের ঘরে থাকে যেন নির্ঘুম প্রহরে।
সোনার পাখি উঠলে কেঁদে কোত্থেকে এসে এক নিমিষে প্রায়!
মা আমার কোলে লয়ে শোধাবেন তারে কি হয়েছে দাদু ভাই।

তার তরে মনের ভুলে করলে ফেলে কেউ একটু অসতর্কতা
অন্য সবাই ভীষণ রেগে ঐক্যজোটে বাজাবে তার বারোটা।

এমনি করে তাকে নিয়ে সবে সুখের বিড়ম্বনায়
চন্দ্র সূর্য সব একাকার নক্ষত্রও যেন ঘুম হারায়।

ঘুমপাড়ানি মাসিপিসি কোথায় লুকিয়ে থাকে?
সোনামনির রাতের ঘুম গেছে হারিয়ে কিনবো কোথা থেকে?

নিশিথিনী মায়াবিনী রূপটি যে তার ফিকে
শুনো যাদুরখনি,জেগে থেকে ছুটোনা তার দিকে
তোমার জন্যে আনতে পারি পরীর দেশের রানী
রাতের বেলা ঘুমোও যদি এই যে সোনামনি ।

মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৭ রাত ৮:১৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ভাল লেগেছে।

০২ রা মে, ২০১৭ রাত ৮:৩০

সেলিম আনোয়ার বলেছেন: এই শব্দটি তার মুখ থেকে বেড় হয় ।বোধ হয় ওটা বলে সবার দৃষ্টি আকর্ষণ করে তাই কব্তিার নাম এই যে সোনামনি ।

২| ০২ রা মে, ২০১৭ রাত ৮:২০

খায়রুল আহসান বলেছেন: তোমার জন্যে আনতে পারি পরীর দেশের রানী
রাতের বেলা ঘুমোও যদি এই যে সোনামনি
- বাহ, তবে তাই হোক! পরীর দেশের রানী এসে প্রতিরাতে বাবু সোনামনিটাকে ঘুম পারিয়ে যাক!

০২ রা মে, ২০১৭ রাত ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা । পরী ছাড়া বোধ হয় ঘুম আসবে না । :)

৩| ০২ রা মে, ২০১৭ রাত ৯:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সোনামণি ভাল থাকুক অনেক

হাসি লেগে থাকুক পুরো পরিবারে

০২ রা মে, ২০১৭ রাত ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ০২ রা মে, ২০১৭ রাত ৯:৪৭

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




ভালো থাকুক সোনামনি । আপনাদের নয়নের মনি হয়ে থাকুক । আদর রইলো সোনামনির জন্যে ।
ভালো থাকুন আপনারাও ।

০২ রা মে, ২০১৭ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ । আপনার জন্য অনেক শুভকামনা আহমেদ জিএস ।

৫| ০২ রা মে, ২০১৭ রাত ১০:১৯

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক দোয়া আর ভালোবাসা বাবুটার জন্য!

০২ রা মে, ২০১৭ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: আসলে ওর বয়স এখনো ৩ মাস হয়নি । আগামী ১০ তারিখে হবে । আর ছবিটিও ২ মাস বয়সের । কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা ।

০৩ রা মে, ২০১৭ সকাল ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আরে পরীতো দেখি এসে পড়েছে। এখন রাতের ঘুমপাড়ানী গানের দায়িত্ব তোমার। সালমানের ভাবভঙ্গি দেখে অনেকে্‌ই মুগ্ধ। অনেকে তো বলেই ফেলেন আপডেট ভার্সান এমন তো হবেই । :)

৬| ০২ রা মে, ২০১৭ রাত ১০:২১

জুন বলেছেন: খুব সুইট বাবু সেলিম আনোয়ার। অনেক অনেক দোয়া রইলো বড় হয়ে যেনো মানুষের মত একজন মানুষ হয় ।

০২ রা মে, ২০১৭ রাত ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার শের শায়েরী কবিতাটি লাইক দিয়েছেন । ব্লগে তাকে খুব মিস করি । দারুন সব পোস্ট দিতেন । জুনাপিকে ধন্যবাদ দোয়া আর শুভকামনা । আপনিও ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

৭| ০২ রা মে, ২০১৭ রাত ১১:২০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা + খুব ভালো লাগলো

০২ রা মে, ২০১৭ রাত ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৮| ০২ রা মে, ২০১৭ রাত ১১:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর বাবু .......

শুভ কামনা রইলো !

০২ রা মে, ২০১৭ রাত ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা । তিনি ভালই যাদু জানেন। :)

৯| ০৩ রা মে, ২০১৭ সকাল ১১:০১

মানবী বলেছেন: "তোমার জন্যে আনতে পারি পরীর দেশের রানী
রাতের বেলা ঘুমোও যদি এই যে সোনামনি"


- বাবুটা নিজেই তো পরীর দেশে রানী মনে হচ্ছে :-)
ওর জন্য অনেক অনেক দোয়া রইলো।

ধন্যবাদ সেলিম আনোয়ার।

(ছোট্ট বাবুদের ৪/৫ মাস বয়স পর্যন্ত মুখ দেখে নিশ্চিত ভাবে ছেলে মেয়ে পার্থক্য করা যায়না, তাই বেশ শংকা নিয়ে মন্তব্যটি করা)

০৩ রা মে, ২০১৭ দুপুর ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: পরী তো নয় সালমান খান। বয়স তার যখন মোটে ৭কি ৮ দিন।তাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে পথে পড়ল পুতুলের মত ফুটফুটে একটা মেয়ে বয়স তিন হবে সে তার মার কাছে জেদ করছে সালমান সে বাসায় নিয়ে যাবে ।দেখি মেয়ের মাও অনেক সুন্দর আমি বলেই ফেললাম আমার আপত্তি নেই পাত্রী বয়সে দুবছরের বড় ব্যাপারনা ।তিনি কথা হাসছেন ।হাসলে তিনি আরও সুন্দর ।আরেকবার টিকা দেবার সময় আরেকটা মেয়ে বাবু একই আবদার করে বসলো ।মেয়ের মা তো সালমানে মুগ্ধ বললো কি কিউট বেবি।আপনার বাসা কোথায়? আমার বাসা দূরে হওয়াতে তার মনটা খারাপ হয়ে গেল ।
ছেলে আমার বসতেও শিখেনি । একটু মিষ্টি হাসি আর একটু তাকানো তাতেই এই অবস্থা ! কবিতা লিখা শুরু করলে কি হবে কে জানে।

সুন্দর কমেন্টে শুভকামনায় ধন্যবাদ । ভাল থাকবেন সবসময়।

১০| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

অতঃপর হৃদয় বলেছেন: বাহ বাহ বাহ :)

০৩ রা মে, ২০১৭ রাত ৮:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১১| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ৮:৫৮

মানবী বলেছেন: অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিক ভাবে দুঃখিত!
বাচ্চারা এমনই নিষ্পাপ, ওদের পরী নাহলে দেবদূতের মতোই মনে হয়!

বাবুটার সত্যি সত্যি নাম সালমান খান কিনা বুঝতে পারছিনা!
মজার তো, জন্মেই নারীকূলকে মুগ্ধ করে বসে আছে!! :-)

ছোট্ট বাবুটা সহ আপনারা অনেক অনেক ভালো থাকুন।

০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:১৬

সেলিম আনোয়ার বলেছেন: না নাম সালমান খানা বা সালমান শাহ নয় । শিশুদের সবাই স্নেহ করে । অসুন্দর শিশু পৃথিবীতে একটুও নেই ।
ওর নাম সালমান ফারসী । ভাল থাকবেন। কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.