নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কাটাপ্পা কেন হত্যা করেছে বাহুবালীকে? (মুভি রিভিউ)

০৩ রা মে, ২০১৭ রাত ২:২৩


বাহুবালী ১ দা বিগেনিং এটা সুনিশ্চিত করেছে যে অমরেন্দ্র বাহুবালীকে হত্যা করে তার বিশ্বস্ত গুলাম কাটাপ্পা। কিন্তু কেন হত্যা করেছে সে ব্যাপারে কোন হিন্টস নেই। দর্শকরা ভেবে ভেবে হয়রান কোন সহজ উত্তর মেলেনি। এই প্রশ্ন এমনই প্রশ্ন যার উত্তর দেখতে উপচে পরা ভীড় থিয়েটারে। ১ম দিনেই ১০০ কোটির রুপীর ল্যান্ডমার্ক ভেঙে নতুন রেকর্ড গড়েছে মুভিটি । ছবির এত বড় সাফল্যের কারণ দূর্দান্ত একশন, অসাধারণ দৃশ্যায়ন, বিশাল সেট, সিংহাসন দখলের জাকজমকপূর্ণ লড়াইা ,সবাইকে ছাপিয়ে বাহুবালী প্রভাস, মহারানী সিভাগামী, গ্লামারগার্ল দেবাসেনা, কাটাপ্পা এবং ভাল্লালাদেবার অনবদ্য অভিনয়। চরিত্রগলো কিংবদন্তী হয়ে থাকবে। যারা বাহুবালী ১ দেখেছেন তাদের এটা নিশ্চিৎ করে বলা যায় যে বাহুবালী ২ সেটির চেয়ে উৎতর্ষতায় কয়েকগুণ এগিয়ে। বিশেষ করে প্রভাস আর আনুশকার রসায়ন, বাহুবালী এবং ভাল্লালা দেবার দ্বৈরথ, কাটাপ্পা এবং বাহুবালীর নাটকীয় উপস্থাপনা ছবিটিকে করে তুলেছে অনন্য ।
অমরেন্দ্র বাহুবালীর মাহিশমাতির রাজা হিসেবে অভিষিক্ত হবার সময় অত্যাসন্ন। সেই সময় ভাল্লালা দেবা ষড়যন্ত্রের জাল বিস্তার করেন। তার পিতা এ ব্যাপারে তার প্রধান পৃষ্ঠপোষক। বাহুবালীর দেবা সেনাকে প্রেমে ফেলার গল্প বাহুবালীর সঙ্গে কাটাপ্পার নির্ভরশীলতার গল্প আর এই দুই গল্পের ফাঁক গলে ঢুকে যাওয়া সিংহাসন ষড়যন্ত্র ডালাপালা বিস্তার করতে থাকে ছবির গল্প এগুনোর সঙ্গে সঙ্গে। ভাল্লালা দেবার লালসা পরে দেবাসেনার উপর । রাজমাতা কথা দিয়ে ফেলেন তাকে দেবসেনার ব্যাপারে। অমরেন্দ্র বাহুবালীর সামনে কঠিন পরীক্ষা সিংহাসন অথবা দেবাসেনা যে কোন একটা বেছে নিতে হবে। তিনি বেছে নেন দেবাসেনা । রাজার মুকুট পেয়ে যান ভাল্লালা দেবা আর বাহুবালী সেনাপতি । আবারো প্রাসাদ ষড়যন্ত্র এবং রাজ প্রাসাদ ছাড়তে হয় বাহুবালীকে। এমনকি মৃত্যু বরণ করতে হয় অমরেন্দ্র বাহুবালীকে কাটাপ্পার কাছে। মৃত্যুর সময় মহারানী সিভাগামী আর নিজপরিবারের রক্ষার দায়িত্ব হত্যাকারী কাটাপ্পার হাতে দিয়ে শ্বেস নিশ্বাস ত্যাগ করে অমরেন্দ্র বাহুবালী । মহারানী কাটাপ্পার কাছে ভাল্লালার ষড়যন্ত্রের কথা জেনে শিশু মাহেন্দ্র বাহুবালীকে মাহিশমাতির রাজা হিসেবে ঘোষনা করে পুত্রের রোষানলে পড়েন।


ছবির দূর্বলতা বলতে একটিই সেটি হলো মহারানীর মত একজন বিচক্ষণ নারী কেন অন্য এক নারী রাজকুমারীর উপর অনধিকার চর্চা করে তার ভালবাসাকে অবজ্ঞা করে ভাল্লালা দেবার কাছে বিয়ে দেয়ার পণ করে বসলেন ।পুরোই অযৌক্তিক ।
এস এস রাজামুলির পরিচালনায় ছবিটি প্রজোযনা করেছে সবু এবং প্রাসাদ। ১৭১ মিনিটের মুভিতে অভিনয় করেছেন প্রভাস ,রানা, আনুশকা শেঠী, তামান্না ভাটিয়া, সত্যরাজ এবং রামায়া কৃষ্ণা।এটির IMDb রেটিং ৯.৩/১০ । আমার রেটিং ৪.৫/৫। মুভিটি সকল শ্রেনীর দর্শকের কাছে ভাল লাগবে বলেই আমার বিশ্বাস। তবে পুরোপুরি উপভোগ করতে চাইলে অবশ্যই আগে বাহুবালী ১ দা বিগেনিং দেখে নিতে হবে ।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৭ রাত ২:৪৪

চাঁদগাজী বলেছেন:


বাল্যখিল্ল সব কথাবার্তা

০৩ রা মে, ২০১৭ ভোর ৫:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কাটাপ্পার বাহুবলিবধ কাহিনী বলে দিলে তো সব মজা শেষ ।তাই আর বলা হল না ।

২| ০৩ রা মে, ২০১৭ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:


বাল্যখিল্য সব কথাবার্তা

৩| ০৩ রা মে, ২০১৭ রাত ৩:১৭

সোহানী বলেছেন: আপনি আর হিন্দি ছবি রিভিউ :-B :-B কেমন যেন লাগছে!!!!!!!!!!!!!

০৩ রা মে, ২০১৭ ভোর ৫:১২

সেলিম আনোয়ার বলেছেন: শুধু হিন্দি নয় তামিল মুভি । বিয়ের আগে হিন্দি মুভি দেখতাম বিয়ের পর বউ দেখি তামিল মুভির ভক্ত। আমি দেখতে থাকলাম । এটিই প্রথম তামিল মুভির রিভিউ আমার। আগের গুলি সব হিন্দি ।

৪| ০৩ রা মে, ২০১৭ ভোর ৪:৪৭

মানুষ বলেছেন: বহুবাল এখনো দেখা হয়ে উঠেনি।

০৩ রা মে, ২০১৭ ভোর ৫:১৩

সেলিম আনোয়ার বলেছেন: দেখে ফেলুন দারুন মুভি হিন্দী মুভির সকল রেকর্ড ভেঙে খান খান । মুভিটি সত্যি অসাম ।

৫| ০৩ রা মে, ২০১৭ ভোর ৫:৪৩

ঘটক পাখি বলেছেন: দেখেছি , ভাল লেগেছে ।

০৩ রা মে, ২০১৭ সকাল ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাল তো লাগবেই। উত্তেজনায় ঠাসা এমন মুভি খুব কম আছে । গেম অব থোর্ন বরাবরই আকর্ষণীয়।এই ছবির মেকিং দূর্দান্ত । প্রভাস এখন রজনীকান্তের ফেভারিট এক্টর । এক ছবিতে্ই বাজীমাত ।

৬| ০৩ রা মে, ২০১৭ সকাল ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


হিন্দী মুভি দেখে, সেটার উপর লিখেছেন; অন্যদের দেখতে বলছেন? আমি হতবাক, আপনার এসব ন্যাকামী দেখে!

০৩ রা মে, ২০১৭ সকাল ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: দেখার মত ছবি এখন হিন্দী ছবি । উত্তম সুচিত্রা যুগ অনেক আগেই শেষ । বাংলাদেশী ছবিও ২ ডজনে একটা দেখারমত । আর মাইলস্টোন ছবি দেখতে দোষের কিছু নেই । বিশেষ করে ন্যাচারাল সাইট গুলো দূর্দান্ত । এত চমৎকার দৃশ্যায়ন মুগ্ধ হতেই হবে। শিল্পের দেশ কাল ভেদাভেদ নেই।

৭| ০৩ রা মে, ২০১৭ সকাল ১০:৩৬

জল্লু ঘোড়া বলেছেন: বাহুবলি তামিল না। আপনারা তামিল আর তেলেগুকে এক করে ফেলেন। আশ্চর্য।

বাহুবলি তেলেগু মুভি। আঞ্চলিক স্ক্রিনিংয়ের সুবিধার্থে তামিল এবং হিন্দিতে ডাবিং করা হয়েছে।

০৩ রা মে, ২০১৭ সকাল ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: হু তেলেগু মুভি। দক্ষিনের মুভি। তামিল তেলেগু ওদের ছবির ধরণ একই রকম। একশনও সেইম । তেলেগু অতটা প্রচলিত নয়।
সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ ।

৮| ০৩ রা মে, ২০১৭ সকাল ১০:৪৯

জুন বলেছেন: কাটাপ্পা কেন হত্যা করেছে বাহুবালীকে?
এইটা কি আমাদের জীবনে খুবই গুরুত্বপুর্ন প্রশ্ন সেলিম আনোয়ার /:)
আমাদের জীবনে এত ইস্যু থাকতে কাটাপ্পা কেন বাহুবলিকে মারলো এইটা জেনে কি হবে :-/
ওরা গরুর জন্য মানুষ মেরে ফেলছে আর বাহুবলী তো কোন ছার X((

০৩ রা মে, ২০১৭ দুপুর ১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ওরা গরু হলে তো আর আমার গরু হতে পারি না । ব্যাপারটি আমাদের জীবনে ততটা গুরুত্বপূর্ণ নয় সেটিও মানছি।

তারপরও ওটা জানার জন্য মুভিটি ব্যবসা করবে কয়েকশত কোটি রুপী । সেটা একটা ব্যাপার ।

গরুর জন্য মানুষ মারার তীব্র নিন্দা জানাই ।

তাদের ধর্মমতে হয়তো গরুর পর মানুষের স্থান !!!! যাদের অবস্থান গরুর নীচে তারা তো ....।

৯| ০৩ রা মে, ২০১৭ সকাল ১১:০১

নাগরিক কবি বলেছেন: জল্লু ঘোড়া বলেছেন: বাহুবলি তামিল না। আপনারা তামিল আর তেলেগুকে এক করে ফেলেন। আশ্চর্য।

আমিও আশ্চর্য !!!! :(

লেখক বলেছেন: দেখার মত ছবি এখন হিন্দী ছবি
সুন্দর।।।


তবে ভাই বাংলাতেও এখন অনেক ভাল ছবি আসছে।।।।

০৩ রা মে, ২০১৭ দুপুর ২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: বাংলাতে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ান ডে স্ট্যাটাস পাওয়ার আগে যেমন ১২ বছরে ১৩ টি ম্যাচ খেলেছিল তার চেয়ে কম হচ্ছে। আয়নাবাজি কয়টা হয় ? আর বাহুবলীর মত একটা বিগ বাজেটের ছবি এদেশে একটিও হবে না । আহ দারুন সব দৃ শ্য ।
ওটা দেখতেই হবে ।

১০| ০৩ রা মে, ২০১৭ সকাল ১১:৩৫

ধ্রুবক আলো বলেছেন: নাগরিক কবি, গাজী ভাইয়ের কথা গুলো ভালো লাগছে।

আমি বলি, ভাই হিন্দি মুভি দেখেন কিন্তু কাউকে উৎসাহিত কইরেন না।
আমি যদি হিন্দি মুভি দেখি তো কেউ আমাকে যদি জিজ্ঞাসা করে যে মুভিটা কেমন আমি বলি একটা ভুয়া মুভি দেখলাম, যায় হোক অনেক আমারে এই কারণে তার ছিড়া বলে! আর এর এই দেশেরই নাগরিক!!

এই ছবি দেখার জন্যে আমাদের দেশের সন্তানেরা ভারতে গেছে, এদের আর কি বুঝবো?!

প্লিজ ভাই আমার মন্তব্যে রাগ করবেন না।

০৩ রা মে, ২০১৭ দুপুর ২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: মুভিতো মুভি । সেটা হলিউড হোক আর বলিউড বা ঢালিউড হোক । এই মুভিতে গরুর জন্য মানুষ হত্যার কোন দৃশ্য নেই । কালো কে কালো আর ভালো কো ভালো বলি । এই মুভিটা ভাল তাই দেখলে সবার ভাল লাগবে বলে উল্লেখ করেছি । আমাদেরে দেশের সাকিব খানের সন্তান তো ভারতেই হয়েছে ।

১১| ০৩ রা মে, ২০১৭ দুপুর ২:২২

সুমন কর বলেছেন: ভালো প্রিন্ট বের হোক----দেখা যাবে।

০৩ রা মে, ২০১৭ রাত ৮:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি দেখার মত মুভি ।

১২| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: ছবিটা দেখেছি। ভালো লাগেনি।

০৩ রা মে, ২০১৭ রাত ৮:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: আমার ভাল লেগেছে ।

১৩| ০৩ রা মে, ২০১৭ রাত ১১:৪৬

রাকিব আহমেদ আলি বলেছেন: মানুষের কমেন্ট গুলো দেখে হতবাক হলাম। বিভেদে ভর্তি মন।

০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৪১

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন ্

১৪| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:০৯

সচেতনহ্যাপী বলেছেন: অনেকদিন পর এসে একটু অবাক!!
কেমন যেন মানাচ্ছে না।।

০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম । বছরে ২ ১ খান হিন্দি মুভি দেখি ।

১৫| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:৩০

ধ্রুবক আলো বলেছেন: আপনার কথাও ঠিক আছে!
আসলে যে কারণে বলা তা হলো, বাংলাদেশের ছবি যেমন "আয়নাবাজি" সুপারহিট মুভি, এ মুভি নিয়ে ভারতে কি কেউ কোনো রিভিউ করেছে। প্রশ্ন

১০ ই মে, ২০১৭ বিকাল ৩:২৫

সেলিম আনোয়ার বলেছেন: অন্যরা খারাপ কিছু করলে আমরা করবো কেন? ভাল কিছু না করলে আমরা করবো না কেন ?

১৬| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৫২

মামুন ইসলাম বলেছেন: সব থেকে থার্থক্লাস একটা ছবি এইটা ।আমার কাছে ভালো লাগে নাই !:#P

১৭| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:১৫

টারজান০০০০৭ বলেছেন: মানুষ বলেছেন: বহুবাল এখনো দেখা হয়ে উঠেনি। :D

১৮| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০২

হাতুড়ে লেখক বলেছেন: টারজান০০০০৭ বলেছেন: মানুষ বলেছেন: বহুবাল এখনো দেখা হয়ে উঠেনি। :D

১৯| ০৬ ই মে, ২০১৭ রাত ২:০৩

সচেতনহ্যাপী বলেছেন: আমিতো তাও না।। আমার দৌড় মোল্লার মত ৫/১০ মিনিট!!
কিন্তু আপনি এবং রিভিউ, এখানেই খটকা বেধেছে!!!

২০| ০৬ ই মে, ২০১৭ ভোর ৪:০৫

সৌমিক আহমেদ খান বলেছেন: বাহুবলী নোয়াখালী বিভাগ চাইসিল =p~

২১| ১০ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১০

খরতাপ বলেছেন: ইস, এই প্রশ্নটা মাথায় আসার পর থেকে খাওয়ায় রুচি হইতেছিলনা, ঘুম আসতেছিলনা। কেন, কেন, কেন? মাথা খারাপ হবার যোগাড় হইছিল। একজন বল্গারের বলগিং দেইখা আসছিলাম রোগ সারাইতে। আইসা দেখি সেই ফাও বকোয়াজ!

১২ ই মে, ২০১৭ দুপুর ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: বাহুবালী সিংহাসন নয় দেবাসেনাকে বেছে নিলেন । আর শয়তান রাজা রানীমাতাকে বুঝাতে সক্ষম হলেন বাহুবালী মাহিশমাতির রাজা এবং রাজ্যের জন্য ক্ষতিকর । রানিমাতার আদেশ দিলেন কাটাপ্পাকে বাহুবালীর হত্যার । তার পর হত্যা করা হলো বাহুবালেীকে । হত্যা করতে গিয়ে থলের বিড়াল বেড়িয়ে গেল । কাটাপ্পা জেনে গেলেন কুচক্রী রাজার চক্রান্ত। বাহুবালী নিরাপরাধ ।রানীমাতা ও জেনে গেলেন্ আর নতুন রাজা ঘোষনা করলেন সদ্যজাত অমরেন্দ্র বাহুবালী । রানীকে তীর বদ্ধ করলো তার নিজের পেটে ধরা সন্তান !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.