নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বয়স তখন ছিল অনেক অল্প
লাগতো ভাল শুনতে কেবল রূপ কথার গল্প।
লেখাপড়া লাগতো না খুব একটা ভাল
একটু খানি পড়েই ছড়াতাম আলো।
বর্ষার বৃষ্টিতে লাগ তো খুব মিষ্টি যে
বৃষ্টির জলে স্কুলের পথ যেত তলিয়ে।
হাটু জল ভেঙে স্কুলে যেতে আনন্দের শেষ নেই;
হাসতাম খিলখিলিয়ে যাত্রীসহ রিকশা যখন যেত উল্টিয়ে ।
লাগতো ভাল উড়াতে চইঙ্গা ঘুড়ি
টাকি মাছের ভর্তা আর কাছকি মাছের চচ্চরি।
মোড়গ লড়াই ষাড়ের লড়াই দেখতে কি যে আনন্দ!
সবচে বেশি লাগতো ভাল লোড শেডিঙে যখন লেখাপড়া বন্ধ ।
রাতের আকাশে গুনতাম তারা
পূর্ণিমা রাতে মনটা পাগলপারা ।
আরও প্রিয় কার্টুন ছবি আর রেসিলিং
এসো গান শিখি আর বৃষ্টি মুখর দিন।
গ্রামের বাড়িতে বৃষ্টি মুখর বর্ষা কালে
আনন্দ করতাম ভেলায় চড়ে শাপলা তুলে।
মামাতো ভাইয়ের পাতা জাল আর বড়শিতে
পড়তো ধরা কত মাছ কাটতো বেলা মহানন্দে ।
দেখতে দেখতে যেত কেটে ছোট্ট বেলার রঙিন দিন
হরেক রকম ফুল , বাহারি প্রজাপতি আর সুন্দর ফড়িং।
লাগতো না ভাল প্রতিদিন খুব সকালে উঠতে;
ঘুম ঘুম চোখে আরবি শেখার মক্তবে ছুটতে।
কোথায় যে হারালো ভালবাসায় ঠাসা রঙিন শৈশব ?
এখন কেবল স্মৃতি হাতড়িয়ে করি তার অনুভব।
শেষ বিকেলে মধুর প্রতীক্ষা ছিল একটাই
অফিস শেষে কখন বাবা ফিরবেন বাসায়?
সবুজ বেলা ভাসিয়ে স্মৃতির ভেলা
ক্ষণে ক্ষণে হাত ইশারায় ডাকে;
নিষ্ঠুর বাস্তবতা ব্যস্ততার পোষাক পরে
বেদনার গহীনে আটকিয়ে রাখে।
............................।
উৎসর্গঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুর । তার বালক কবিতা পড়ে আমার এই কবিতা লিখা ।
০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:০৪
সেলিম আনোয়ার বলেছেন: আমি নস্টালজিক হয়েই কবিতা লিখলাম ।
২| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার হৃদয় ক্যানভাস । বাস্তবতা আর সময় সব পুরিয়ে দেয় ।
০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: কিছুটা হয়তো ছন্দপতন আছে, কিন্তু অনবদ্য লেখনি আমার মনটাকে নিয়ে গিয়েছিল সেই শৈশবে, যেখানে পাখির বাসা দেখে, অন্যের গাছের ফল কিংবা ফুল নিয়ে পালিয়ে এসে, খালে বিলে মাছ ধরে, স্কুল পালিয়ে সময়গুলো কাটাতাম।........মনটা পুরোপুরি নষ্ট্যালজিক হয়ে পড়ল, ভালোলাগা++++
০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ছবিটি সামপ্রতিক তোলা সাঙ্গু নদীর তীরে ।
৪| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৫
সাদা মনের মানুষ বলেছেন:
০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ চায়ের জন্য ।
৫| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৮
সুমন কর বলেছেন: আসলেই নস্টালজিক কবিতা। ভালো লাগল। +।
০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৬| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
ধ্রুবক আলো বলেছেন: নস্টালজিক কবিতা বেশ ভালো লাগলো, +
ছোটবেলার সে দিন আহ আর কখনোই ফিরে আসবে না!!
০৫ ই মে, ২০১৭ রাত ৮:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৭| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
কবিতায় ভালো লাগা +
০৫ ই মে, ২০১৭ রাত ৯:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৮| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
সব ছেলেদের ( মেয়েদেরও মনে হয় ) ফেলে আসা শৈশবের দিনগুলি এমন রংয়েই আঁকা ।
০৬ ই মে, ২০১৭ রাত ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ । কোন মেয়ের মন্তব্য থেকে এটা আর ও নিশ্চিৎ হওয়া যেত । কবিতাটি টি বালক/বালিকা উভয়কে নিয়ে ই ।
৯| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাহ!! কবি আবার স্বরূপে আবির্ভুত হচ্ছেন দেখে ভাল লাগছে।
০৬ ই মে, ২০১৭ রাত ১২:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন ভাই । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
১০| ০৫ ই মে, ২০১৭ রাত ৯:২৯
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: কবিতা পড়ে স্মৃতিকাতর হলাম।
অনেক অনেক সুন্দর আর আনন্দময় ছিল শৈশবের দিনগুলি।
শৈশব নিয়ে তাই আমিও লিখেছিলাম,
“এই সন্ধ্যা নদীর তীরে
যদি আসতো আবার ফিরে
যে দিনগুলি মোর হারিয়েছি
শৈশবে কৈশোরে।”
০৬ ই মে, ২০১৭ রাত ১২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: “এই সন্ধ্যা নদীর তীরে
যদি আসতো আবার ফিরে
যে দিনগুলি মোর হারিয়েছি
শৈশবে কৈশোরে।”
সুন্দর +
১১| ০৫ ই মে, ২০১৭ রাত ৯:৩৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো ।
০৬ ই মে, ২০১৭ রাত ১২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১২| ০৫ ই মে, ২০১৭ রাত ১০:১০
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা ++
ভালো থাকুন সবসময় ...।
০৬ ই মে, ২০১৭ রাত ১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৩| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:১১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বর্ষার বৃষ্টিতে লাগ তো খুব মিষ্টি যে
বৃষ্টির জলে স্কুলের পথ যেত তলিয়ে।
আমাদের গ্রামের স্কুলে যাওয়ার সময় সাঁকো এবং পুল পাড়ি দিতে হতো কেঁদে কেঁদে স্কুলে যেতাম
০৬ ই মে, ২০১৭ রাত ১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: আর আমার মনিপুর স্কুল যাওয়ার পথ বর্ষাকালে যেত তলিয়ে। তারপর এই অবস্থার সৃষ্টি। একবার তো বড় বন্যা হলো । কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৪| ০৬ ই মে, ২০১৭ রাত ২:৪৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি যখন ছোট ছিলাম তখন একবার বড় পানি হয়েছি। আমিতো ৮৬ থেকে বিদেশ। দেশে যাওয়া হয় না।
০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কবিতার ওটা হলো ঢাকা শহরের জলাবদ্ধতা । রিকশার চাকা খোল ম্যান হুলে পড়ে উল্টিয়ে যেত । সেই রিকশায় চড়তে ভয় পেতাম । রিকশা উল্টিয়ে অন্যরা পড়লে নিজেকে বেশি বুদ্ধিমান মনে হত । মায়াও লাগতো ।বয়স তখন খুবই অল্প ।
১৫| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৫২
নীলপরি বলেছেন: সবুজ বেলা ভাসিয়ে স্মৃতির ভেলা
ক্ষণে ক্ষণে হাত ইশারায় ডাকে;
নিষ্ঠুর বাস্তবতা ব্যস্ততার পোষাক পরে
বেদনার গহীনে আটকিয়ে রাখে।
খুব ভালো লাগলো । ++++++
০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: নীল পরি ব্লগে সুস্বাগতম। কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৬| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ইয়ে দৌলত ভি লেলো সোহরত ভি লেলো
ভালে ছিনলো মুঝছে মেরে জাওয়ানী
মাগার মুজকও লটাদো বচপান কা শ্রাবন
ও কাগজকি কাস্তি ও বারিষকা পানি
গানটা মনে গুনগুনিয়ে উঠল
০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর গান । বিদ্রোহী ভৃগু কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৭| ০৬ ই মে, ২০১৭ দুপুর ২:৫১
শামীম সরদার নিশু বলেছেন: আপনার লেখা পড়ে মিস করছি শৈশবকে।
প্রাণ খুলে গাইতে ইচ্ছে করছে-
হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে, দে রে--
যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে॥
ঘনশ্রাবণধারা যেমন বাঁধনহারা,
বাদল-বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে॥
হারে রে রে রে রে, আমায় রাখবে ধ'রে কে রে--
দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে,
বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে,
অট্টহাস্যে সকল বিঘ্ন-বাধার বক্ষ চেরে॥
গানটা কি শৈশবের স্মৃতিকে মিস করার সাথে কোনো সাদৃশ্য আছে নাকি ভুল করলাম?
০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২১
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার গান । এটা কি বিদ্রোহী কবি কাজী নজরুলের লিখা ?
সুন্দর স্মৃতি চারণ ।
১৮| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:০৪
মোস্তফা সোহেল বলেছেন: আহ আমার শৈশব। আর ফিরে আসবে না।
সুন্দর লিখেছেন।অনেক ধন্যবাদ।
০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই শৈশব আর ফিরে আসে না । কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৯| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:০১
চাঁদগাজী বলেছেন:
হাওরের বন্যার উপর লেখা "বিজন রয়"এর পোস্টে আপনি কমেন্ট করেছেন:
" আমি একসময় ফ্লাশ ফ্লাড নিয়ে কাজ করেছি । একটা মাত্র ব্যুরো ধান সেটিও ফ্লাস ফ্লাড হয়ে তলিয়ে গেলে কি অবস্থা ! আমাদের কাজ ছিল আর্লি ওয়ারনিং নিয়ে গবেষণা করা ।ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা থাকলো । "
গবেষণার ফলাফল দিয়ে একটা পোস্ট দেন, সম্ভব হলে
০৬ ই মে, ২০১৭ রাত ৮:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ফলাফল । আর্লি ওয়ানিং সিস্টেম । নদীর পানির লেভেল ডেঞ্জার লেভেল পৌছা মাত্র সংশ্লিষ্ট মোবাইলে সংকেত দিবে ।আর মানুষ সতর্ক হয়ে যাবে ।
২০| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:০২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেশে আসলে আমিও মেঘের দিন হাঁটব।
ধন্যবাদ।
০৬ ই মে, ২০১৭ রাত ৮:১৫
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা থাকলো মেঘের দিনে হাঁটার ।
২১| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:১৮
মামুন ইসলাম বলেছেন: চমৎকার অনেক ধন্যবাদ ।
০৬ ই মে, ২০১৭ রাত ৯:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২২| ০৭ ই মে, ২০১৭ রাত ১:৫৯
ব্লগ মাস্টার বলেছেন: অসাধারন লিখেছেেনত ভাই ।
০৭ ই মে, ২০১৭ দুপুর ২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২৩| ০৭ ই মে, ২০১৭ রাত ২:৩৪
গুলশান কিবরীয়া বলেছেন: বাহ!! বাল্য বেলার স্মৃতিচারন চমৎকার হয়েছে ।
০৭ ই মে, ২০১৭ দুপুর ২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।গুলশান কিবরীয়া অনেক কবিতা লিখছেন আজকাল ।ভাল হচ্ছে ।
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৪
সিনবাদ জাহাজি বলেছেন:
পড়তে যেয়ে নস্টালজিক হয়ে গেলাম।
+++