নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তাঁরে রেখেছি মনে

০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:১৭



আজিকের এই দিনে
তাঁরে রেখেছি মনে ।
বাংলার আকাশ সবুজ প্রান্তর
মুগ্ধ করেছে যারে জীবনভর ।

এখানের সোনার তরী
বর্ষার শীতল জল
দানিয়েছে কাব্য সুষমা
বাড়িয়েছে তাঁর মনোবল।

তাঁর লিখা সকল অবিনাশি গল্প, কবিতা আর গান
লক্ষ হৃদয়ের গভীরে রেখেছে ধ্রুবতারার অবস্থান ।

পদ্মা গড়াই নদীর অপরূপ অববাহিকা ঘিরে
বিরচিত লেখনিতে কবি যেন আসেন ফিরে ফিরে।

বাংলার এপার এখনো তাঁর
একটি স্মৃতিময় নিবাস আছে;
শিলাইদহ কুঠিবাড়ী
আমাদের নেবে টেনে
কবিগুরুর সাধনা
কবিতা ভাবনার ....... অনেক কাছে।

................
ছবি নেট । গুরুদেব স্মরণে

মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৮

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:৪১

শামছুল ইসলাম বলেছেন: কবিগুরুর সুন্দর বন্দনা তারঁ জন্মদিনে ।

"শিলাইদহ কুঠিবাড়ী
আমাদের নেবে টেনে
কবিগুরুর সাধনা
কবিতা ভাবনার ....... অনেক কাছে।"
--- অনেক অনেক কাছে !!!

০৮ ই মে, ২০১৭ দুপুর ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৪

ব্লগ মাস্টার বলেছেন: অসাধারন কবিতা ।

০৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কসেন্টে ওপাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

যারা রবীন্দ্রনাথ থাকুরকে হৃদয়ে লালন করতেন বা করে থাকেন তাদের অনেক কে নিয়ে যে পরিমান অনুষ্ঠান উৎসব কবিকে ঘিরে ততটা নয় ।
রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে কয়েকশো বছর এগিয়ে নিয়ে গেছেন । তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম নোবেল বিজয়ী ব্যক্তিত্ব । বাংলা সাহিত্যে তার অবদান অবিস্মরণীয় ।

তার রচিত গান প্রাণের কথা বলে ।তার কবিতা মন্ত্রমুগ্ধ করে ।তার মেধা বিস্মিত করে ।

৪| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৫

চিন্তক মাস্টারদা বলেছেন: খুবই সৌন্দর্য মণ্ডিত। শুভকামনা রইলো

০৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্য বাদ নিরন্তর শুভকামনা ।
কবিগুরু আমাদের দেশের মাটিকে সম্মান করতে শিখিয়েছেন । দেশকে সোনারবাংলা নাম দিয়েছেন । আমাদের সত্যিকারের মানুষ হবার প্রেরণা জুগিয়েছেন ।

মা মাটি প্রিয়তমাকে তার চেয়ে বেশি ভালভাবে আর কেউ উপস্থাপন করতে পারেননি ।
দেশের প্রকৃতিতে এত সুন্দর করতে মায়া দিয়ে আর কেউ বর্ণনা করতে পারে নি।
ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা বলে গেয়ে ওঠতে পারেনি এত সুন্দর দেশাত্ববোধক গান ।

৫| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৪০

নাগরিক কবি বলেছেন: ভাই, সুন্দর হয়েছে কবিতা। :) আমাকে ছন্দ লেখা শিখাবেন?

০৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনি ভাল লিখেন । ছন্দ লেখার চেষ্টা করতে থাকলে হয়ে যাবে । রবীন্দ্রনাথ পড়ুন সত্তেন্দ্রনাথ দত্ত পড়ুন নজরুল পড়ুন আর চেষ্টা করতে থাকুন এসে যাবে ছন্দ ।

৬| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৯

নাগরিক কবি বলেছেন: সুন্দর গাইডলাইন এর জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়্যা। :)

০৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৫২

সেলিম আনোয়ার বলেছেন: আর সুপ্রিয় শায়মা ,কি করি আজ ভেবে না পাই, রফিক এরশাদ ,প্রতিফলন প্রমুখ নিক বেশ ছন্দাকারে লিখেন তার ভাল টিপস দিতে পারবে । তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে ছন্দ যেন কবিতা গভীরতা কমিয়ে না ফেলে ।

আপনাকে সুস্বাগতম । গো এহেড নাগরিক কবি ।

৭| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৫:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সূর্যকে যেমন অস্বীকার করা যায় না ঠিক তেমনি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথকেও অস্বীকার করার উপায় নেই। তিনি বাংলাসাহিত্যজগতের রবি ।

৮| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৫:১২

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর লিখেছেন কবিগুরুকে নিয়ে
শিলাইদহ ছেড়ে সবাইতো পতিসরে এখন
কবিতা উৎসব উদযাপন হবে সেখানে মহা ধুমধামে
সকল বড় কবি সহ মন্ত্রী মিনিষ্টার করে রব সেখানে ,
পতিসর ছাড়াও শাহজাদপুরে কবি কুঠিতেও কবিতার
আসর কি বসে এই ক্ষনে, তবে অন্যসব কবিকুঠীর মত
শিলাইদহের কথা কেও ভুলবেনা কোন কালে
বিশেষ ধন্যবাদ একে কবিতায় তুলে এনেছেন বলে ।


অনেক অনেক শুভেচ্ছা রইল

০৮ ই মে, ২০১৭ বিকাল ৫:১৫

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ধন্যবাদ ও ভাল লাগা । আপনার কমেন্ট পোস্টটিকে সমৃদ্ধ করবে । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৯| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৫:২৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য

০৮ ই মে, ২০১৭ বিকাল ৫:২৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপনে । কবিগুরু সম্পর্কে অনেকেই ভাল অবগত নন । তাকে চেনাতে হবে বিশেষ করে নতুন প্রজন্মের সামনে তাকে উপস্থাপন করা উচিৎ ।

১০| ০৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১১

ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ ঠিকই বলেছেন কবিগুরুর বিশালত্ব
সম্পর্কে অনেকেই তেমন কিছু জানেন না ।
তাঁকে নিয়ে এই ব্লগেও দেখি লেখালেখি বেশ কম হয় ।

আমি তো যেখানেই সুযোগ পাই তার নাম ধরে তার
কবিতা ও লিখনী হতে উদ্ধৃতি তুলে ধরি কোন কোন
পোষ্টে ও অনেকের লিখার উপরে মন্তব্যের ঘরে ।
আপনার এই লিখাটি নির্বাচিত পাতায় যাওয়ায়
কবি গুরুকে নিয়ে লিখাটি এখন অনেকের কাছে
গোচরীভুত হবে , বিশেষ ধন্যবাদ সামু মডুদেরে।

শুভেচ্ছা রইল

০৮ ই মে, ২০১৭ রাত ৯:১৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনার সঙ্গে আমিও একমত । তার বিশাল রত্নভান্ডার থেকে রত্ন তুলে নিয়ে উদ্ধৃতি দিলে লেখার মান শ্রেয়তর হবে আর বিশ্বকবি সম্পর্কে সবাই জানবে । তার লেখায় আছে দর্শন আছে দেশ প্রেম ।তার গান তো আত্নার কথা বলে । বল গেলে আমারো পরাণ যাহা চায় ।

আপনাকেও শুভেচ্ছা অনেক ।

১১| ০৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবি গুরু প্রতি বিনম্র শ্রদ্ধা.......

খুব সুন্দর লিখেছেন +++

০৮ ই মে, ২০১৭ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১২| ০৮ ই মে, ২০১৭ রাত ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




জীবনবৃক্ষের কোনও শাখা থেকেই যাকে ঝেড়ে ফেলা যায়না কখনই, তাঁরই স্মরণে লেখা কবিতার এই অর্ঘ্য ।

০৮ ই মে, ২০১৭ রাত ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ও কবিতা পাঠে অনেক ধন্যবাদ।

সত্যি জীবনবৃক্ষের সব শাখাতেই তাঁর বিচরণ ।

১৩| ০৮ ই মে, ২০১৭ রাত ৯:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবি গুরু কে নিয়ে সেলিম গুরু চমৎকার লিখেছেন।

০৮ ই মে, ২০১৭ রাত ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।


গুরু তো আপনি । :)

১৪| ০৯ ই মে, ২০১৭ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:


ছবিটা ভালো লেগেছে

১০ ই মে, ২০১৭ দুপুর ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: ঠাঁই নাই, ঠাঁই নাই– ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি–
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।


এই কবিতা ভাল লাগবে । কারন এটি বিশ্বকবির রচনা । :)

১৫| ০৯ ই মে, ২০১৭ দুপুর ১:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার বেলায় 'গ' এর হ্রস্ব 'উ' বাদ যাবে :P

১০ ই মে, ২০১৭ রাত ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কি যে বলেন ?

অবশ্য তাদের দাম বা নিরাপত্তা মানুষের চেয়ে বেশি =p~

১৬| ১০ ই মে, ২০১৭ সকাল ১১:৪৭

নক্ষত্র নীড় বলেছেন: বড্ড নষ্টালজিক করে তোলে।ইচ্ছে করে ,শিলাইদহে গিয়ে কবিগুরুকে যদি দেখতাম।চলুন না!কবিকে নিয়ে, কাব্যদর্শন।কবিদর্শন।

১০ ই মে, ২০১৭ দুপুর ২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: অতি উত্তম প্রস্তাবনা !! কবি চাইতেন শত বর্ষ পরেও তাঁকে স্মরণ করবেন তার উত্তরস্মরি কোন কবি। তাই কবিতার অমন নাম ।


শুভকামনা আপনার জন্য ।

১৭| ১০ ই মে, ২০১৭ দুপুর ১২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে
চলবে না।
এবার হৃদয় মাঝে লুকিয়ে বোসো,
কেউ জানবে না, কেউ বলবে না।
বিশ্বে তোমার লুকোচুরি,
দেশ বিদেশে কতই ঘুরি -
এবার বলো আমার মনের কোণে
দেবে ধরা, ছলবে না।
আড়াল দিয়ে লুকিয়ে গেলে
চলবে না। :)

১০ ই মে, ২০১৭ দুপুর ২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কবি গুরুর লিখার আশ্রয় নিলাম ।

১৮| ১১ ই মে, ২০১৭ ভোর ৫:৩৮

এম এ কাশেম বলেছেন: চমৎকার কবিতা।

শুভেচ্ছা আনোয়ার ভাই।

১১ ই মে, ২০১৭ বিকাল ৪:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা । কমেন্ট আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৯| ১২ ই মে, ২০১৭ বিকাল ৪:১০

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগার মতো লিখেছেন তাই ভালো লাগা রেখে গেলাম প্রিয় কবি ভাই।

১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।কবি গুরু অনেক ভাল লাগার একজন কবি । তার কবিতা গান অসাধারণ। আর তার ভাবনা জুড়ে আগামীদিন বিরাজ মান ।

যে দিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে গানটি তে সেই আকুতি সুস্পষ্ট ।

২০| ১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:
গুরু আছেন বেচে চিত্ত মাঝে!


কবিতায় ভাল লাগা সেলিম ভাই!

১৩ ই মে, ২০১৭ রাত ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২১| ১৮ ই মে, ২০১৭ সকাল ১১:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কবিতা পড়লাম। কবিগুরু স্মরণে অমর হয়ে থাকুক।

থাকুক আমার প্রিয় তালিকাতে মুগ্ধতা ভরে।

শুভকামনা রইল প্রিয় কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.