নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কোন সে কবি নামটি যদি জানতে চাও
যার উপস্থিতি এই সময়ের আবদার
একটি নামের পক্ষে সবচে বেশি লোকে বলবে
চেতনা ও সাম্যের গান গেয়ে
ঐক্যের মন্ত্রে যিনি সবাইকে উদ্বুদ্ধু করতেন
তাকেই সবচেয়ে বেশি দরকার।
আর একটি নাম আলোচনায় থাকবে
অসত্যের প্রতিবাদে যার কলম
তলোয়ারের মতন চলবে।
ভন্ড প্রভুদের বুকে অনায়াসে যে পদাঘাত করবে
বুকের গভীরে যিনি লালন করেছেন
একটি শব্দ ‘স্বাধীনতা’
তার নামটি কি আর বাদ পড়বে?
এত বিবেচনার পাপড়ী ঘিরে সৃষ্টি হবে কেবল একটি ফুল
নামটি তার কিছু নয় আর তিনি যে বাংলার বুলবুল;
আমাদের প্রিয় জাতীয় কবি
তিনি যে অনবদ্য কবিতা
বিদ্রোহী কবি কাজী নজরুল।
..........................
আর মাত্র কয়দিন পর বিদ্রোহী কবির জন্মদিন । তার নাম দেয়া যায় স্বাধীনতা । বৃটিশ বিরুধী আন্দোলনের সবচে শক্তি শালী পুরুষ। “আনন্দময়ীর আগমনে” তার অসামান্য সৃষ্টি।আমার লেখা কবিতাটি ভাল না হলেও এই সময়ে সব সময়ে বাংলাদেশের মানুষ বিদ্রোহী কবিকেই চাইবেন অন্য সবার আগে ।
দ্রোহে প্রেমে ঐক্যে তিনি অনন্য । ছবি নেট ।
১৪ ই মে, ২০১৭ রাত ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: আর মাত্র ১০দিন পর জাতীয় কবির জন্মদিন । দশটা দিন তাকে নিয়ে মেতে থাকা যায় ।
২| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
বল বীর, বল চির উন্নত মম শীর,
শীর নেহারি নত শীর ও শিখর হিমাদ্রীর.....
কবি বেচে থাকুক তার প্রতিটি কাব্য পেয়ালায়...
১৪ ই মে, ২০১৭ রাত ২:০০
সেলিম আনোয়ার বলেছেন: আনন্দময়ীর আগমনে
কাজী নজরুল ইসলাম
আর কতকাল থাকবি বেটী মাটির ঢেলার মূর্তি আড়াল?
স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল।
দেব–শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি,
ভূ-ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী?
মাদীগুলোর আদি দোষ ঐ অহিংসা বোল নাকি-নাকি
খাঁড়ায় কেটে কর মা বিনাশ নপুংসকের প্রেমের ফাঁকি।
ঢাল তরবার, আন মা সমর, অমর হবার মন্ত্র শেখা,
মাদীগুলোয় কর মা পুরুষ, রক্ত দে মা রক্ত দেখা।
তুই একা আয় পাগলী বেটী তাথৈ তাথৈ নৃত্য করে
রক্ত-তৃষার 'ময়-ভুখা-হু'র কাঁদন-কেতন কণ্বে ধরে।-
অনেক পাঁঠা-মোষ খেয়েছিস, রাক্ষসী তোর যায়নি ক্ষুধা,
আয় পাষাণী এবার নিবি আপন ছেলের রক্ত-সুধা।
দুর্বলেরে বলি দিয়ে ভীরুর এ হীন শক্তি-পূজা
দূর করে দে, বল মা, ছেলের রক্ত মাগে দশভুজা।..
'ময় ভুখা হুঁ মায়ি' বলে আয় এবার আনন্দময়ী
কৈলাশ হতে গিরি-রাণীর মা দুলালী কন্যা অয়ি!
৩| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:৫৬
কল্লোল পথিক বলেছেন: কবিতা চমৎকার হয়েছে
+++++
১৪ ই মে, ২০১৭ দুপুর ১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগের অনেক দিন পর ব্লগে এলেন। সুস্বাগতম ।
কবি নজরুলকে নিয়ে একটি কবিতা লিখেছি। এটি সেটি নয় ।
এটি জাতীয় কবির জন্মদিনের আগাম প্রচারণা ।
কবি জেলে গেলেন কবি বিশ্বযদ্ধ করলেন কবি লিখলেন ধারালো সব লিখা ।
কবি স্বাধীনতা শব্দটি ধারণ করলেন লালক করলেন ।আর পৌছে দিলেন পরবর্তী প্রজন্মের কাছে ।
অনেক পাঁঠা-মোষ খেয়েছিস, রাক্ষসী তোর যায়নি ক্ষুধা,
আয় পাষাণী এবার নিবি আপন ছেলের রক্ত-সুধা।
এটাই কি পরবর্তীতে রক্ত যখন দিয়েছি আরও রক্ত দিবো তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো হয়ে গেল । আর এভাবে মাহান একাত্তর হলো ? তিনি শক্তি ছড়ালেন বাঙালীর হৃদয়ে কবিতা দিয়ে । যুদ্ধাদের অনুপ্রাণিত করলেন নিজের জীবনী দিয়ে ??
৪| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:১০
ধ্রুবক আলো বলেছেন: জাতীয় কবির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ।
খুব সুন্দর লিখেছেন কবিতাখানি +++
১৪ ই মে, ২০১৭ রাত ৯:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।
এত বড় কবি অথচ কত বিনয় !
পরোয়া করি না, বাঁচি বা না-বাঁচি যুগের হুজুগ কেটে গেলে,
মাথায় উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে।
আর অন্যায়ের প্রতিবাদকারী ।
প্রার্থনা ক’রো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস,
যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ!
৫| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:২০
চাঁদগাজী বলেছেন:
কবি দারিদ্রতায় কস্ট পেয়েছেন, এবং জাতির বেশীর ভাগই মানুষই দরিদ্র রয়ে গেলো।
১৪ ই মে, ২০১৭ রাত ৯:৩০
সেলিম আনোয়ার বলেছেন: হে দারিদ্র তুমি মোরে করেছ মহান
তুমি মোরে দানিয়াছ খ্রিস্ট্রের সম্মান
কন্টক-মুকুট শোভা।দিয়াছ তাপস,
অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস;
উদ্ধত উলঙ্গ দৃষ্টি; বাণী ক্ষুরধার
বীণা মোর শাপে তব হল তরবার।
দুঃসহ দাহনে তব, হে দর্পী তাপস
অম্লান স্বর্গেরে মোর করিলে বিরস
অকালে শুকালে মোর রূপরস প্রাণ।
শীর্ণ করপুট ভরি সুন্দরের দান
যতবার নিহে চাই হে বুভুক্ষু তুমি
অগ্রে আসি কর পান! শূণ্য মরুভুমি
হেরি মম কল্পলোক।
৬| ১৪ ই মে, ২০১৭ রাত ১:০০
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।
১৪ ই মে, ২০১৭ রাত ৯:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
৭| ১৪ ই মে, ২০১৭ ভোর ৪:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো জানতে পেরে।
অমর কবি'র আগত জন্মদিনের অগ্রিম শ্রদ্ধাঞ্জলি রেখে গেলাম।
শুভকামনা আপনার জন্য।
১৪ ই মে, ২০১৭ রাত ৯:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: News Feed
কাজী নজরুল ইসলাম - Kazi Nazrul Islam
October 31, 2013 ·
চল চল চল!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।
ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল!
চল রে নও-জোয়ান,
শোন রে পাতিয়া কা-
মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে
জীবনের আহবান।
ভাঙ রে ভাঙ আগল,
চল রে চল রে চল
চল চল চল।।
ঊর্ধ্ব আদেশ হানিছে বাজ,
শহীদী-ঈদের সেনারা সাজ,
দিকে দিকে চলে কুচ-কাওয়াজ-
খোল রে নিদ-মহল!
কবে সে খেয়ালী বাদশাহী,
সেই সে অতীতে আজো চাহি'
যাস মুসাফির গান গাহি'
ফেলিস অশ্রুজল।
যাক রে তখত-তাউস
জাগ রে জাগ বেহুঁস।
ডুবিল রে দেখ কত পারস্য
কত রোম গ্রীক রুশ,
জাগিল তা'রা সকল,
জেগে ওঠ হীনবল!
আমরা গড়িব নতুন করিয়া
ধুলায় তাজমহল!
চল চল চল।।
কবি আমাদের প্রেরণা দিলেন চলার ।
৮| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১:৪৬
ছায়াহরিণ বলেছেন: চমৎকার লিখেছেন।
১৭ ই মে, ২০১৭ বিকাল ৫:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কবি নজরুল কবিতায় লিখেছেন,
'জাগো নারী জাগো বহ্নি শিখা'
আরও লিখেছেন
'নারীরে প্রথমে দিয়েছি মুক্তি
নয় সম অধিকার
মানুষ গড়া প্রাচীর ভঙ্গিয়া
করিয়াছি একাকার।
'সাম্যের গান গাই
আমার চক্ষে পুরুষ রমণী
কোন ভেদাভেদ নাই'
কবি বলেছেন,
হাতে রুলি, পায়ে মল
মাথার ঘোমটা ছিড়ে ফেল নারী;
ভেঙ্গে ফেল ও শিকল
যে ঘোমটা তোমায় করিয়াছে ভীরু
ওড়াও সে আবরণ,
দূর করে দাও দাসীর চিহ্ন
যত আভরণ”।
তিনি বলেছেন,
'বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।'
প্রিয় নারীদের ব্যাপারে এমনই শ্রদ্ধা ও সম্মান পোষণ করতেন ।
সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।
৯| ১৭ ই মে, ২০১৭ সকাল ১০:৪৬
নীলপরি বলেছেন: তিনি যে অনবদ্য কবিতা
বিদ্রোহী কবি কাজী নজরুল।
ভালো লাগলো ।
২৫ শে মে, ২০১৭ রাত ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । আজ জাতীয় কবির জন্মদিন ।
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
জাতীয় কবির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ।
খুব সুন্দর লিখেছেন ++
শুভ কামনা রইলো ভাই।