নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মায়ের কথা বলতে গেলে মোর চোখে আসে জল
এত বড় ঋনের বোঝা তাঁর কেমনে শোধাই বল!
মা যে আমার জীবনদাতা
মা যে আমার বেহেশত ত্রাতা
ব্যথা তাঁর সহেনা আর
মোর অক্ষি ছলোছল।
মায়ের কোলে বড় হলাম
দু'হাতে তার অন্ন খেলাম
যার কাছে শিখেছি কথা
অনেক দুখে মুখ লুকিয়ে রাখা
তার চারণে কৃতজ্ঞতায়
আজ মোর অক্ষি ছলোছল।
বয়স যে তাঁর অনেক হলো
কাজ কি তাঁর আজও ফুরোলো?
হাতে ব্যথা পায়ে ব্যথা
চোখে মুখে বেশ জড়তা
এখনো আমিই ঋণী তিনি দাতা
কৃতজ্ঞতায় মোর চক্ষু ছলোছল।
মা যে আমার উপাসনা
কাটিয়ে দেন দূর্ভাবনা
দুঃখ সুখে শেষ ভরসাস্থল।
মায়ের বদন মলিন হলে
মোর চক্ষু যে করে ছলোছল ।
.............
মা দিবসে আবারো অঙ্গিকার।মা আমার সবার আগে।মার পরে মোর পৃথিবী জাগে।
১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:১৪
সেলিম আনোয়ার বলেছেন: মা হলো প্রথম কবিতা । মাকে নিয়ে যে কোন লেখাই অসাধারণ। অফিসে কাজের ফাকে মিনিট দুয়েক সময়ে লিখে ফেলেছি । হয়তো ভাল হয়নি । কিন্তু মায়ের ভালবাসা প্রকাশ করতে পেরেছি ।এটিই স্বান্তনা । আজকে অনেকেই মা কে নিয়ে লিখছেন। ব্যাপারটি খুব ভাল লেগেছে । কবিতা লিখার পবিত্রতম বিষয় হলো স্রস্টা আর মা । তারপর অন্য কিছু। ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।
সব মা সুখে থাকুক।সকল সন্তান মায়ের অধিকার পূরণে সচেষ্ট হোক এই প্রত্যাশা ।
২| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:১০
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা +++
মায়ের চেয়ে আপন কেহ ত্রিভুবনে নেই; মা মমতাময়ী মা !! সকল মায়ের প্রতি মা দিবসের শুভেচ্ছা।
সেই সাথে আপনিও ভালো থাকুন ।
১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।পৃথিবীর সব মা যেন সুখে থাকে তাদের সন্তানদের নিয়ে এই কামনা থাকলো ।
৩| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:২০
করুণাধারা বলেছেন: মাকে নিয়ে বলা কথাগুলো ভাল লাগল।
শুধু কি মা দিবসে নাকি বাকি দিনগুলোতেও এই কথাগুলো মনে জাগে?
ভাল থাকুন- মায়ের সাথে।
১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কি যে বলেক করুনা ধারা । মা হলেন মা তার নাই যে তুলনা ।
১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:২৭
সেলিম আনোয়ার বলেছেন: মা কে স্মরণ করিয়ে দিতে হয় না । মা আছে তো আছি
মা নেই তো ভাবতে পারি না ।
৪| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
মায়ের কোলে বড় হলাম
দু'হাতে তার অন্ন খেলাম
যার কাছে শিখেছি কথা
অনেক দুখে মুখ লুকিয়ে রাখা
আজ মোর অক্ষি ছলোছল।"--- প্রতিটি স্টেপ খুব আবেগ আর গভীর ভালোবাসার ছাপ রেখে গেছেন প্রিয় কবি। প্রতিউত্তরে কৃতজ্ঞতা জানাতে না এসে থাকতে পারলাম না। অনেক ভালো লেখছেন আপনি। সবগুলোতে যাওয়ার সময় না হলেও অনেকগুলো পড়েছি আপনার কবিতা, সবগুলোতে আমার অনেক কিছু শিখা জানার মনে করি।
শুভকামনা সবসময় আপনার জন্য।
১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:২৯
সেলিম আনোয়ার বলেছেন: আমার কবিতা ভাল না হলেও মা বিষয়টি ব্যাপক ।একেবারে সব কিছু ছাপিয়ে অনেক বিশাল । একদিন আশা করি মা কে নিয়ে সুন্দর একটি কবিতা লিখে ফেলবো । তাই চেষ্টা করি মা দিবসে লিখতে ।
৫| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:২৩
কানিজ ফাতেমা বলেছেন: কবিতায় ভাললাগা জানাই ।
পৃথিবীর সকল মায়েদের বিনম্র শ্রদ্ধা ।
তাদের আশির্বাদে আমাদের জীবন ধন্য হোক.........।
১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: আম্মু শব্দটি প্রথম বলেছি। তাঁর কাছে খেতে পড়তে ঘুমুতে বসতে দাঁড়াতে হাটতে বলতে শিখেছি। তাকে শেষ আশ্রয় ভেবেছি ।তারে ছাড়া পৃথিবীটা অন্ধকার দেখেছি ।
এমন মায়ের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা ।
৬| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
মা দিবসে শুভেচ্ছা সকল মাকে।
১৪ ই মে, ২০১৭ রাত ৮:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: মা দিবসে শুভেচ্ছা সকল মাকে ।
৭| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
পৃথিবীর সকল মা, প্রতিদিন, প্রতিক্ষণ ভাল থাকুক!
১৪ ই মে, ২০১৭ রাত ৮:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।এবং নিরন্তর শুভকামনা ।
৮| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৪০
ধ্রুবক আলো বলেছেন: পৃথিবীর সকল মাকে জানাই বিনম্র শ্রদ্ধা
১৪ ই মে, ২০১৭ রাত ৯:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৯| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৬
খালিদ১২২ বলেছেন: মা যে আমার উপাসনা- এই কথাটায় একমত নয়।
১৪ ই মে, ২০১৭ রাত ৮:০২
সেলিম আনোয়ার বলেছেন: না ঠিক তা না । সব কথার শাব্দিক অর্থ হবে না । আল্লাহ তায়ালা আদেশ মায়ের সেবা করতে হবে । তার সেবায় স্রস্টা খুশি হবে । শ্রষ্টাকে খুশি করা তো উপাসনার দ্বারা ।
১০| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৭
খালিদ১২২ বলেছেন: অফিসে কাজের ফাকে মিনিট দুয়েক সময়ে লিখে ফেলেছি । হয়তো ভাল হয়নি । কিন্তু মায়ের ভালবাসা প্রকাশ করতে পেরেছি ।এটিই স্বান্তনা। - সুন্দর
১৪ ই মে, ২০১৭ রাত ৯:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১১| ১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১২
সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে। +।
১৪ ই মে, ২০১৭ রাত ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১২| ১৪ ই মে, ২০১৭ রাত ৯:০৩
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
মা'কে ভালোবাসে যে জন , সে জন সেবিছে ঈশ্বর .............
১৪ ই মে, ২০১৭ রাত ৯:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৩| ১৫ ই মে, ২০১৭ রাত ৩:৫৮
সোহানী বলেছেন: মা নিয়ে কোন লিখায় আমি মন্তব্য করিনা কারন আমার সমস্ত পৃথিবী জুড়ে ছিল আমার মা। আমি কিভাবে আমার পৃথিবী ছাড়া বেচেঁ আছি বিশ্বাস করতেই কষ্ট হয়।
১৭ ই মে, ২০১৭ বিকাল ৫:২১
সেলিম আনোয়ার বলেছেন: মায়ের চেয়ে আপন কেহ নাই । একজন মা সন্তানের জন্য কতটুকু করে বিশেষ করে শিশু বেলায় বাবা না হলে কখনই বুঝতাম না । এটলিস্ট প্রসবকালীন ব্যথা বাদে বাকী সব কাছে থেকে দেখছি। আর তাই মা বাবার প্রতি আমার ভালবাসা বহুগুণ বেড়ে গেল নিজে বাবা হওয়ার পর ।
কমেন্টে ধন্যবাদ। মা কাছে নেই তাই গভীর সমবেদনা থাকলো আপনার জন্য ।
১৪| ১৫ ই মে, ২০১৭ রাত ১০:৩৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতা জনাব উপহার দিলেন।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মা'কে নিয়ে আপনার অনুভূতি গুলোয় শ্রদ্ধা মুগ্ধতা।
কবিতা সুন্দর হয়েছে। +++++