নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সোনালী উৎসব

১৮ ই মে, ২০১৭ রাত ১০:০৪



সবুজ ধানক্ষেত, সোনালী ধানক্ষেত
বাংলাদেশের নয়ন জুড়ায় অন্ন যোগায়
সে যেন গ্রাম বাংলার নিত্য অভিপ্রেত।

ধানের আঁটি বাঁধে কৃষক মনের হরষে
গাঁয়ের বধুর মুখে হাসি যেন সোনার পরশে।

মাথায় গামছা বেঁধে
এক সাথে দলবেঁধে
কৃষকের দল ছড়াবে ধান আছড়ে ধানের আঁটি
আর মনের সুখে ধরবে গান
“এ ধান সোনার চেয়ে খাঁটি “।

গ্রাম বংলার ঘরে
পাকা ধানের মলন চলে
আনন্দ উৎসবে।
খড়ের পালা বেঁধে
কৃষকপ্রাণে
আনন্দ ধরে না যে।

মেঘ বৃষ্টি খড়া আর কাল বোশেখী ঝড়
জয় করেছে সোনার ধান থেকেছে অবিনশ্বর ।
সোনালী সম্ভাবনার সপ্নিল এই দিন;
জৈষ্ঠ্য দিনের প্রখর রৌদ্র
করতে পারেনি লীন ।

সোনালী ধানের দোলে আনন্দে এ মন দোলে
রাখালীর বাঁশি যেন তাই আনন্দ সুর তোলে ।

........................
এখন গ্রাম বাংলায় চলছে ধান কাটার মৌসুম। তাই নিয়ে এ কবিতা প্রচেষ্টা ।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৭ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


রাখালরা কি আজকাল বাঁশী বাজায়; আপনি মনে হয়, ধান গাছের তক্তা দিয়ে তৈরি খাট কিনেছেন?

১৮ ই মে, ২০১৭ রাত ১০:২২

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্টে ধন্যুবাদ। তান গাছের তক্তা পেলেন কোথায়। রাখালরা কি বাশি বাজাতে জানে না ? কবিতায় জানে ।

২| ১৮ ই মে, ২০১৭ রাত ১০:৪১

জেন রসি বলেছেন: একই সাথে উৎসব এবং উৎকণ্ঠা। আপনার কবিতায় উৎসবের ব্যাপারটা খুব সহজ সরল ভাবে উঠে এসেছে।

++

১৮ ই মে, ২০১৭ রাত ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ জেন রেসি । ভাল থাকবেন সব সময় এই শুভকামনা থাকলো ।

৩| ১৯ শে মে, ২০১৭ রাত ১২:০৯

নাদিম আহসান তুহিন বলেছেন: আমাদের এই দিকে এটা এখন বিলুপ্ত প্রায়। ছোট বেলায় খুব উপভোগ করতাম।এখন অনেক মিস করি।

১৯ শে মে, ২০১৭ দুপুর ২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: দেশের শতকরা ৮০ভাগ মানুষ কৃষক আর আমাদের প্রধান খাবার ভাত । তাই কৃষিজীবিতা বাংলাদেশের পেক্ষাপটে গুরুত্বপূর্ণ ।
এই কৃষকদের বঞ্চনার শেষ নেই। অথচ তাদের পরিশ্রমের উপর আমাদের প্রতিদিনের অন্ন ।

৪| ১৯ শে মে, ২০১৭ রাত ১২:২১

নাগরিক কবি বলেছেন: আপনার কবিতার মধ্যে একটা জিনস আমি লক্ষ করেছি, সুন্দর ও সাবলীলতা। :)

১৯ শে মে, ২০১৭ দুপুর ২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । আপনি বেশ ভাল লিখেন ।

ভাল থাকবেন ।

৫| ১৯ শে মে, ২০১৭ রাত ১২:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন প্রিয় কবি। কবিতায় কৃষাণ-কৃষাণি সোনার ফসলের চিত্র ফুটিয়ে তুলতে পেরেছেন। অনেক অনেক ভালো লাগা রইল কবিতায়।

শুভকামনা আপনার জন্য সবসময়।

দেশকে বড় ভালোবাসি ,
ভালোবাসি এর মাটি ,
কৃষক শ্রমিকের আত্মায় আমি
তৃপ্তি সুখের স্বপ্ন দেখি।
জন্মেছিলাম এই মাটিতে
মন মাতালাম সুখের ঘ্রাণে,
সবুজ শ্যামল মাঠেঘাটে
ধুলোবালি কত মাখলাম গায়ে।
হল না শেষ কভু তৃষ্ণা
বাংলা মায়ের মুখটি দেখা,
রাজার উপর মহারাজা
প্রকৃতি-রূপে সবার সেরা।

১৯ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট আর কবিতায় ভাল লাগা ।

৬| ১৯ শে মে, ২০১৭ রাত ১২:৪৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা, ভালো লাগলো +

১৯ শে মে, ২০১৭ বিকাল ৪:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৭| ১৯ শে মে, ২০১৭ সকাল ৭:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
মাথায় গামছা বেঁধে
এক সাথে দলবেঁধে
কৃষকের দল ছড়াবে ধান আছড়ে ধানের আঁটি
আর মনের সুখে ধরবে গান
“এ ধান সোনার চেয়ে খাঁটি “।



খুব সুন্দর লিখেছেন+

শুভ কামনা রইল ভাই ।

১৯ শে মে, ২০১৭ বিকাল ৪:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৮| ১৯ শে মে, ২০১৭ সকাল ১১:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন কবি।

১৯ শে মে, ২০১৭ রাত ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৯| ১৯ শে মে, ২০১৭ দুপুর ১:১৫

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
খুব সুন্দর কবিতা।

১৯ শে মে, ২০১৭ রাত ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১০| ১৯ শে মে, ২০১৭ দুপুর ২:৩৮

করুণাধারা বলেছেন: কৃষকদের কথা মনে করে কবিতা লিখেছেন - ভাল লাগল।সাথের ছবিটাও ভাল লাগল।

২০ শে মে, ২০১৭ রাত ৩:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১১| ১৯ শে মে, ২০১৭ বিকাল ৩:২০

জীবন সাগর বলেছেন: খুব সুন্দর কবিতা +++++

২০ শে মে, ২০১৭ রাত ৩:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১২| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২০

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২০ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুপ্রিয় সুমন কর ।

১৩| ২০ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৪

নীলপরি বলেছেন: সোনালী ধানের দোলে আনন্দে এ মন দোলে
রাখালীর বাঁশি যেন তাই আনন্দ সুর তোলে ।


সুন্দর লাগলো ।

২২ শে মে, ২০১৭ রাত ২:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.