নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রিয়া তুমি কোথায় গেলে?

২০ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৭







প্রিয়া তুমি কোথায় গেলে?
দেখছিনা কতদিন!
তুমিহীনা জীবনটা মোর
লাগে যে অর্থহীন।

একটু কাছো এসো
মোর হিয়ার মাঝে বসো;

একটু কথা কও
বসন্ত বাতাসে বও।

তুমি মম প্রাণের মাঝে প্রাণ
সকল গানের সেরা তুমি রবিঠাকুরের গান।

ফুলবাগানের সেরা তুমি রক্তগোলাপ ফুল
কোথায় গেলে আছো কোথায় পাইনা ভেবে কূল।

আকাশলীনা তোমায় না পেয়ে
আমি খুঁজে খুঁজে হয়রান
তোমায় পেলেই যাবে যে বেঁচে
মূমুর্ষূ এই প্রাণ ।

মন্তব্য ২৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৭ দুপুর ১২:৫০

সেলিনা জাহান প্রিয়া বলেছেন: একটু কথা কও
বসন্ত বাতাসে বও।

২০ শে মে, ২০১৭ দুপুর ১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কোথায় হারালো তাকে যে দেখছিনা ।
তাকে ছাড়া কেমনে বাজাই ভালবাসার বীনা । :(


ধন্যবাদ। কমেন্টে ও পাঠে ।

২| ২০ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৫

আহমাদ সালেহ বলেছেন: ভালো লাগলো ভাই।

২০ শে মে, ২০১৭ দুপুর ১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩| ২০ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৫

মানবী বলেছেন: "ফুলবাগানের সেরা তুমি রক্তগোলপ ফুল"

- আমার কাছে বেলী ফুল সেরা মনে হয় :-)

কবিতা ভালো লেগেছে পড়ে।
ধন্যবাদ সেলিম আনোয়ার।

২০ শে মে, ২০১৭ দুপুর ২:০০

সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসয় রক্তগোলাপ
পরিণয়ে বেলী........

কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৪| ২০ শে মে, ২০১৭ দুপুর ১:০৩

নীলপরি বলেছেন: আকাশলীনা তোমায় না পেয়ে
আমি খুঁজে খুঁজে হয়রান
তোমায় পেলেই যাবে যে বেঁচে
মূমুর্ষূ এই প্রাণ ।


ভালো লাগলো ।

২০ শে মে, ২০১৭ বিকাল ৩:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৫| ২০ শে মে, ২০১৭ দুপুর ১:১৬

হাতুড়ে লেখক বলেছেন: পেয়ে গেলেই ভালবাসা ফুরিয়ে যায়।

২০ শে মে, ২০১৭ বিকাল ৩:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসার নেইকো
যাবে কেবল বেড়ে
কেউ থাকতে পারে না দূরে
ভালবাসা ছেড়ে । :)

কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ২০ শে মে, ২০১৭ দুপুর ২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল।

২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

যাক বাবা প্রাণে বাঁচা গেল তিনি এসেছেন।

৭| ২০ শে মে, ২০১৭ বিকাল ৩:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বিরহ প্রকাশ। ভালো লাগলো ভাই। +++++

২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৮| ২০ শে মে, ২০১৭ বিকাল ৩:০১

আমি চির-দুরন্ত বলেছেন: মুল্যায়ন করার যোগ্যতা আমার নেই। তাই শুধু ভালো লাগা দিয়ে গেলাম।

২২ শে মে, ২০১৭ রাত ১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

আমিও আবেগ আপ্লুত হয়ে কবিতা লিখেছি । আসলে হৃদয়ের গহীন থেকে যে প্রেম সেটিতো স্বতস্ফুর্ত কবিতা ।

৯| ২০ শে মে, ২০১৭ বিকাল ৩:১৪

ওমেরা বলেছেন: আমার জন্য এই কবিতাটা পারফেক্ট মানে এই কবিতার ভাষাটা আমি বুঝেছি ! ধন্যবাদ ভাইয়া ।

২২ শে মে, ২০১৭ রাত ১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

১০| ২০ শে মে, ২০১৭ বিকাল ৪:১৮

জেন রসি বলেছেন: চার্মিং! ;) :P

++

২২ শে মে, ২০১৭ রাত ২:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ জনরেসি । নিরন্তর শুভকামনা থাকলো ।

১১| ২০ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
ফেরত আসুক সে,..... :((


খুব সুন্দর লিখেছেন।

২২ শে মে, ২০১৭ রাত ২:০২

সেলিম আনোয়ার বলেছেন: আপনার মুখে ফুলচন্দন পড়ুক ।পাষাণী আমাকে একটু ভাল বাসুক ।

ওকে আসতেই হবে। ভালবাসার আহবানে সকল বাধা ঠেলে ।

১২| ২০ শে মে, ২০১৭ রাত ৯:১৯

সুমন কর বলেছেন: আশা রাখি, পেয়ে যাবেন..... ;)
ভালো লাগল।

২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আরপাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৩| ২১ শে মে, ২০১৭ দুপুর ১২:৩১

দীপান্বিতা বলেছেন: +++

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৪| ২৩ শে মে, ২০১৭ সকাল ১১:১৫

সিনবাদ জাহাজি বলেছেন: ভালো লেগেছে
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.