নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কর্মব্যস্তততা ছেড়ে প্রেমের নীড়ে

২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:১৪




ঘর্মাক্ত দেহ ক্লান্ত মন
পৃথিবীটা লাগছে কেমন?
ধুধু মরুভূমিতে
ক্লান্ত পথিক থাকে যেমন।
এমনতর জটিল ক্ষণে
কাজের বনে
ভাবছি বসে আনমনে
কি যায় করা?
কর্তৃত্ব যখন পাগলা ঘোড়া
নগ্ন পায় গাড়ী চড়া!

লিফ্ট বন্ধ বিদ্যুৎ নাই
চারিদিকে যখন একই ধ্বনি
পানি নাই পানি চাই।

কাজ কি চলে বিদ্যুৎ ছাড়া?

কম্পিউটার গেছে অকেজো হয়ে
প্রিন্টারে একসেস নাই।
তবু কর্তৃপক্ষের সময়মত কাজ করা চাই
কাজ কি তার দুলাভাই?

জৈষ্ঠ্যের দাবদাহ অতিরিক্ত আর্দ্রতায়
যেন সুস্থ থাকাই হয়েছে দায়।
তবু মহাশয় নাছোরবান্দা
সময়মত কাজ সমাপন করতে হবে
এর কোন অন্যথা নাই।

ট্রাফিক জ্যাম আর লোড শেডিং এ
কর্মজীবন ভীষণ অসহায়।
ঘর্মাক্ত দেহ ক্লান্ত মন
তবু আনমনে ভাবছি এখন।
থাকতো যদি প্রিয়া মম বাহুডোরে
ফেলতাম লিখে একটি কবিতা
কষ্টের তীব্রতা ভুলে নিয়ে তারে
ভালবাসার বেলীফুলের মালা গেঁথে
উপহার দিতাম তারে।

মনে মনে যেতাম চলে
আমাদের ছোট্ট নীড়ে...কোন সুদূরে?










বর্ষিকা


সময়ের আহবানে নতুনের সন্ধানে
জীবনের ছুটে চলা;
সময়ের ছলনায় কেটে গেছে হায়
কত না মধুর বেলা ।

জীবন মায়াবী নদী বইবো কতদিন
কোন খানে তার থামবে চলা
ভেবে ভেবে কাটিয়েছি বেলা অমলিন।

জীবন থেকে
আরো বারো মাস গেল কেটে;
থাকলো আরো কত বারো.?
চলার সাথীরা কেউ কি তা আজিকে বলতে পারো?

তবু আনন্দ কোলাহলে কর্পূরের মত ফুরিয়ে যাবে দিন
হয়তো ফুলেল উৎসব মুখরতায় বেদনারা হবে লীন।
আজকের এই দিনে
অভিপ্রায় মম প্রাণে
নতুন করে হোক না শুরু জীবন পথ চলা
অতীতের কালিমা ধূয়ে মুছে করে সাফ
নব উদ্যমে তুলুক পাল জীবন কাফেলা।

শুভাকাঙ্খিদের জানিয়ে দিলাম অশেষ কৃতজ্ঞতা
সমৃদ্ধি লাভ করুক সবে কাটিয়ে অপূর্ণতা ।
মোর জনম কাটুক সনম সবার মঙ্গল সাধনায়
উপকার করতে না পারি যদি কারো
সাফল্যে তাদের যেন না হই অন্তরায়।



ছবি নেট

মন্তব্য ২৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
গরমে ফরমালিন ছাড়া নিজেই পেকে যাচ্ছি ... ;)



কবিতা সুন্দর হয়েছে ভাই।

২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: আর বলবেন না। কি যে করি। গরমে ঝালাপালা জীবন। এর মধ্যে অফিসে নাই লিফট ।এই ৭ তলা ১৫ তলার সমান । :(
বলিতে গেলে মহা বিবদ ।

২| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগা রইল কবিতা

২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার কবিতা

২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


গরম আসবে যাবে, শীত আসবে যাবে; সমস্যা সময় চলে গেছে ফিরবে না। ২য় কবিতাটি পড়ে মন খারাপ হলো, সময় চলে যাচ্ছে!

২৪ শে মে, ২০১৭ রাত ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সময় চলে যাচ্ছে ।
কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৫| ২৪ শে মে, ২০১৭ রাত ৮:১৬

তারছেড়া লিমন বলেছেন: দারুন.............

২৫ শে মে, ২০১৭ রাত ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৬| ২৪ শে মে, ২০১৭ রাত ১০:২৫

নাগরিক কবি বলেছেন: ভাই আমি কিন্তু আপনেরে হিংসা করা শুরু করছি। কাপাট্টা যাই করুক আমি আপনেরে হিংসা করমু ;)

২৫ শে মে, ২০১৭ রাত ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: হিংসা কেন ভাই । #:-S

৭| ২৪ শে মে, ২০১৭ রাত ১০:২৬

নীলপরি বলেছেন: দুটো কবিতাই ভালো লাগলো । ++++

২৫ শে মে, ২০১৭ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৮| ২৫ শে মে, ২০১৭ রাত ১২:৩৬

নাগরিক কবি বলেছেন: এত সুন্দর কেনো লিখেন। আমি পারি না। :-0

২৫ শে মে, ২০১৭ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: না ঠিক তা না ।

আপনি ভাল লিখেন ।

৯| ২৫ শে মে, ২০১৭ রাত ১২:৫৩

কল্লোল পথিক বলেছেন:


বাহ!বাহ!দারুণ হয়েছে

২৫ শে মে, ২০১৭ রাত ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১০| ২৫ শে মে, ২০১৭ ভোর ৫:৫৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভালই লাগলো
অনেক ভালো
সাথে শুভকামনা রইলো...

২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ২৫ শে মে, ২০১৭ দুপুর ২:১৩

আনোয়ার কামাল বলেছেন: ভালো লাগলো।

২৫ শে মে, ২০১৭ রাত ৯:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আরপাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

১২| ২৬ শে মে, ২০১৭ সকাল ৯:৪৩

ওমর আল হাসান বলেছেন: দারুন । আপনার জন্যে শুভ কামনা ।

২৬ শে মে, ২০১৭ সকাল ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৩| ২৬ শে মে, ২০১৭ দুপুর ১:৪৫

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: উপকার করতে না পারি যদি কারো
সাফল্যে তাদের যেন না হই অন্তরায়।


এক ক্লিকে দুই কবিতা। অনেক অনেক ভালোলাগা।

২৬ শে মে, ২০১৭ রাত ৯:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৪| ২৬ শে মে, ২০১৭ রাত ৮:১৫

সুমন কর বলেছেন: দু'টোই ভালো লাগল।

২৬ শে মে, ২০১৭ রাত ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৫| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো দুটিই তবে বর্ষিকা বেশি ভালো লাগলো।+++++

শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.