নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শুদ্ধাচারের সঙ্গে সবার হোক ভালবাসা

২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৩




শুদ্ধাচার,
জেগে ওঠ আবার
মাদার তেরেসার
মহানুভবতা নিয়ে
জনতারে দয়া করো ।
রেগে ওঠো বখতিয়ার খিলজীর
নাঙা তলোয়ার হয়ে;
খন্ড বিখন্ড কর অসততার ধর।

সিঁধ কেটেছে চোর;
আমজনতার ভাগ্য কেড়ে
তারা আনন্দে বিভোর।
শুদ্ধাচার জাগো আবারো
তন্ব তন্ব করে খুঁজে বেড় কর
কে গড়েছে পাহাড়?
অবৈধ টাকার;
জনতার হক মেরে।
অন্যায় করে কেহ পার যেন না পায়
একদিন ধন সম্পদ সবই যাবে ছেড়ে;
মরণের পরে কারো সঙ্গে যাবে না হায়।
পাপের প্রাসাদ ফেল ভেঙে
বিবেকেরে দাও শান;
গাও সততার জয়গান।

ধর্ষিতার আহাজারি আজ আকাশ ছুঁয়েছে
অত্যাচারীর খড়গ কৃপান ভীষণ বেড়েছে ।
গণঅধিকার হরণ করে যে সে যে ভীষণ খুনী
মুখোশ তার উন্মোচন করে
কর প্রকাশ সততার বাণী;
ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া নুতন করে উঠ মাতিয়া
তুলো ধরে অসততার কাহিনী।
১৬ কোটি মানুষের এ দেশ
কোন দলের একার নয়;
আম জনতা সমৃদ্ধ হলে কেবল
দেশ সমৃদ্ধ হয় ।
শুদ্ধাচারের সঙ্গে সবার হোক ভালবাসা
সুশাসন অর্জিত হোক এটাই মনে আশা ।


ছবি নেট

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১:২৮

চাঁদগাজী বলেছেন:


কবিতায় দুস্টদের পরাজিত করার জন্য ডাক দেয়া হয়েছে; সময় খারাপ, মানুষ দুস্টদের অনুসরণ করছে এখনো; মানুষের ক্ষমতা নেই ভালো এবং মন্দকে বুঝার, তারা এখনো সভ্যতার মুখ দেখেনি, তারা নিজের নামটাও লিখতে জানে না, কবিতা পড়তে পারে না; তাদের অনেকে শুনেছে কবিতা পড়াও ঠিক হবে না

২৭ শে মে, ২০১৭ দুপুর ১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক দরকার।

শুদ্ধাচার ছাড়া সুশাসন প্রতিষ্টিত হবে না । আর সুশাসন ছাড়া দেশের সমৃদ্ধি উন্নয়ন অসম্ভব ।

২| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১:৪৮

চাঁদগাজী বলেছেন:


রবি ঠাকুর, নজরুল ইসলাম থেকে শুরু করে আপনি সবাই ডাক দিয়ে গেলেন, বৃটিশ বেনিয়া থেকে শুরু করে আইয়ুব খান, শেখ সাহেব, জেনারেল জিয়া, এরশাদ, কেহই সুশাসন প্রতিষ্ঠা করলো না; এরা কি সমাজের বিবেকদের কথা শুনতে পায় না, এরা কি বধির?

২৭ শে মে, ২০১৭ দুপুর ২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: হয়তো সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন নি । দলের লেজুড়বৃত্তি করে দেশের অমঙ্গল ডেকে এনেছেন । শেখ সাহেব, জেনারেল জিয়া দুইজন অন্যদের থেকে আলাদা ।তারা দুজন অনেক বড় মানের নেতা তবু তাদের অনুসারিদের লালসা তলিয়ে দিয়েছে সব । আর এখন তো সুষ্ঠ নির্বাচন হয়না । এখন কালো টাকার মালিকদের খবর প্রকাশ করলেই আসল খবর বেড় হয়ে আসবে । তারা কিভাবে দেশটা শোষন করে চলছেন । ১/১১ পরে এধরণের খবর গুলো মানুষ গোগ্রাসে গিলেছে ।

৩| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: ১৬ কোটি মানুষের এ দেশ
কোন দলের একার নয়

এই লাইনটি বেশ ভালো লেগেছে।

২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সরকার শুদ্ধাচারের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ।

৫| ২৭ শে মে, ২০১৭ রাত ৮:৪২

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৭ শে মে, ২০১৭ রাত ৮:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শুদ্ধাচারের সঙ্গে সবার হোক ভালবাসা একমত

২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৭ শে মে, ২০১৭ রাত ৯:০৩

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ভাই ।

২৮ শে মে, ২০১৭ দুপুর ২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকমনা ।

৮| ২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
শুদ্ধাচারের সঙ্গে সবার হোক ভালবাসা লাইক ।

কবিতা সুন্দর হয়েছে ।

২৯ শে মে, ২০১৭ রাত ৮:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৯| ২৯ শে মে, ২০১৭ রাত ৮:০০

সোহানী বলেছেন: লাভ নাই কবি ভাই..... দেশ এমন একটা জায়গায় পৈাছেছে সেখান থেকে ফিরে আসা অনেক অনেক কঠিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.