নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ঘরের শত্রু বিভীষণ
করছে ক্ষতি ভীষণ।
ঘরের খবর পরের কাছে
পাঠিয়ে দিবে অনায়াসে
থাকবেনা আর গোপনীয়তা
আনবে টেনে বিষন্নতা
করবে নিষ্ঠুর প্রহসন।
তারে যায়না দূরে রাখা
হৃদয়পটে তার কড়া প্রহরার
নীল নকশা আঁকা।
সে জানে কোন খানে
বৃহৎ বিচ্যুতি
কোন সে গৃহকোনে।
সেখান দিয়ে কাটবে রে সিঁধ
ধ্বসিয়ে দেবে গৃহের ভীত।
পরের কি আর সাধ্য আছে
আসবে চলে এত কাছে!
যতই সে হোকনা বড়ো;
ঘরের মানুষ থাকলে এক
ক্ষমতা তাদের নড়োবড়ো।
মিথ্যে ম্যুহে হয়ে সে পর
ঘরের শত্রুই ভাঙছে রে ঘর।
ঘরের শত্রুকে তাই আসল ভয়
পরেরে নেই পরোয়া করুক যতই দিকবিজয়।
ছবি: নেট
উৎসর্গ: প্রয়াত কিংবদন্তীর অভিনেতা হুমায়ূন ফরীদি। আগামাী কাল ২৯ মে তার জন্মদিন। ১৯৫২ সনের এই দিনে মহেন্দ্র ক্ষনে তার জন্ম। তার অভিনয় খুব মিস করি। কিছু শূন্যস্থান বোধ হয় পূরণ হবার নয়। ফরীদির স্থান কেউ দখল করতে পারে নি। অত বড় মাপের অভিনেতা হয়তো কোন দেশে সর্বসাকুল্যে একজনই জন্মায় । সুপ্রিয় ফরীদির আত্না শান্তি লাভ করুক না ফেরার দেশে।
২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।ফরীদিকে মাস পিপল জানে খল অভিনেতা হিসেবে । আদতে তার তুল্য একটর একটিও নেই। একটা চরিত্র লেখা বা সৃষ্টি করা কঠিন ।কিন্তু অভিনয়ের মাধ্যমে বাস্তবে রূপ দেয়া কঠিনতর । এই কঠিনতর কাজটিই সবচেয়ে ভাল করতেন ফরীদি ।
নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:১৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: কবিতা টা ভালো লেগেছে।হুমায়ন ফরীদি সত্যিই একজন বড় মাপের অভিনেতা ছিলো।
তার ভিলেন মার্কা কথাবার্তা,অভিনয়,হাসিই তার অভিনয়ের পরিচয় জানিয়ে দিতো।
২৯ শে মে, ২০১৭ সকাল ১০:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: আজ সেই বিখ্যাত অভিনেতার জন্মদিন ।
তিনি ছিলেন চৌকস অভিনেতা । নায়ক, প্রতিনায়ক , কমেডি সবচরিত্রে সমান দক্ষতার সঙ্গে অভিনয় করে অভিনয় জগতের মুকুটহীন সম্রাট তিনি ।
২৯ শে মে, ২০১৭ সকাল ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা ।
৩| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:৩১
বিজন রয় বলেছেন: যেহেতু অভিনয় নিয়ে অল্প বিস্তর চর্চা করি, তাই ফরীদি সম্পর্কে আমিও অনেক ধারনা রাখি। খল নায়ক বড় কথা নয়, বড় কথা হলো চরিত্র ফুটিয়ে তোলা।
এব্যাপারে, সম্ভবত বাংলাদেশে তার সমতুল্য আর কেহ নাই।
২৯ শে মে, ২০১৭ সকাল ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: হা তিনি বিশ্বমানের অভিনেতা ছিলেন । আমরা বাংলাদেশের মানুষ গর্ব করে বলতে পারতাম। আমাদের ফরীদি আছেন । দেশের জন্য যিনি মুক্তিযুদ্ধ করেছেন । আর কোন দিন বলে বেড়াননি আমি মুক্তিযুদ্ধ করেছি। কি পেলাম ।
আমিও বলি ফরীদি কি পেলেন? সামান্য একুশে পদকও পাননি ।জীবনে একবার জাতীয় চলচিত্রে সেরা অভিনেতার পুরস্খার পেয়েছেন । এসব রেকর্ড ঘাটলে মানুষ ভাববে এই দেশে বড় অভিনেতার ছড়াছড়ি। কয়েকজন নিয়মিত চলচ্চিত্রে সেরা অভিনেতার পুরষ্কার পেয়েছেন । যারা ফরীদির তুলনায় নস্যি । লজ্জাজনক ব্যাপার ।
৪| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতা। সত্য কথাগুলোই বলে গেছেন অকপটচিত্তে। মুগ্ধতা।
ফরীদি নামটা স্মরণীয় হয়ে থাকুক। নামটি আমারও খুব প্রিয় তালিকার।
২৯ শে মে, ২০১৭ সকাল ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: হ্যা ঘরের শত্রু ডেনজারাস। ফরীদির বলতে গেলে অকাল প্রয়ানের জন্য অনেকেই তার বিবাহবিচ্ছেদের কথা বলবেন।
ঘরের শত্রু আপনার মৃত্যুর কারণ হতে পারে ।
ফরীদি ভিলেইন চরিত্রকে নায়ক চরিত্রের জনপ্রিয়তা দিয়েছেন ।খল চরিত্রে বাংলাদেশের ভিলেইনদের সম্মান বাড়িয়েছেন ।তিনি টিভি নাটকে নায়ক চরিত্রে আনপ্যারালাল ছিলেন । কবিতায় রবীন্দ্রনাথ যেমন অভিনয়ে ফরীদির অবস্থান তেমন । একটুও বাড়িয়ে বলছিনা ।
৫| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৪:০০
মোস্তফা সোহেল বলেছেন: হুমায়ূন ফরীদি আমারও খুব প্রিয় ছিল । তাকে নিয়ে কিছু সপ্নও দেখতাম।
২৯ শে মে, ২০১৭ সকাল ১১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: তিনি অনেককেই স্বপ্ন দেখাতেন । অস্কার বিজয়ী অভিনেতা হওয়ার যোগ্যতা তার ছিল । এই ভারত উপমহাদেশে তার মত সম্পূর্ণ অভিনেতা আর নেই । অনেকে অমিতাভ নাসিরউদ্দিন শাহ কমলহাসান আমিরখান,পরেশ রাওয়াল সৌমিত্র প্রমুখের কথা বলবেন। ফরীদি তাদেরকে ছাপিয়ে যাওয়ার যোগ্যতার রাখতেন ।তার ইউনিক ভয়েস,অভিনেতা চেহারা মেধা সত্যি ব্যতিক্রমী ।
৬| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৫
বে-খেয়াল বলেছেন: অসাধারন শব্দের মিতালী, লেখায় ভালবাসা রইল।
২৯ শে মে, ২০১৭ সকাল ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন ।
ঘরের শত্রু নিজের লাভের জন্য সমূহ ক্ষতি ডেকে আনতে পারে। সুতরাং সাবধান ।
৭| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৯
শায়মা বলেছেন: হুমায়ুন ফরিদী এই শক্তিশালী অভিনেতাকে দুনিয়ার সবাই ভুললেও তুমি ভুলোনি ভাইয়া!
এটা খুবি মু্গ্ধ করা।
হুমায়ুন ফরিদীর জন্য শ্রদ্ধা।
২৯ শে মে, ২০১৭ সকাল ১১:১১
সেলিম আনোয়ার বলেছেন: হা ভুলিনি । তাকে নিয়ে কবিতা লেখার চেষ্টা চালিয়েছিলাম । নিচে দেয়া হল
হুমায়ূন ফরীদি
তোমার তুল্য অভিনেতা বঙ্গেতে নাই
বড্ড অসময়ে তুমি চলে গেলে হায়।
তোমার শূন্য স্থান হলোনা পূরণ;
তাই অন্যের ব্যর্থতায় কেবল তোমার স্মরণ।
প্রণয়ের মালা তুমি গলে দিয়েছিলে যারে
তুমি কী প্রয়োজনে প্রিয় পেয়েছিলে তারে ?
ভুলে ভুলে ভরা জানি সে মানব জীবন
তুমিতো মানুষ বুঝোনি কে পর কে আপন ।
মানুষেরে হাসালে আনন্দে ভাসালে
বুকের গভীরে ব্যথা তব
নিরবে সহিলে;
অকাতরে করে গেছো দান
আর্ত পীড়িতের সেবায়
কতজনে গেলো বেঁচে
তোমার দানে হায় ।
অভিনয়ের মানদণ্ডে অনন্য ছিলে তুমি
তোমায় নিয়ে গর্বিত বঙ্গমাতৃভূমি।
২৯ শে মে, ২০১৭ সকাল ১১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: তোমায় নিয়ে গর্বিত মম বঙ্গমাতৃভূমি। হবে
কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৮| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
হুমায়ুন ফরিদী দাগ কেটেছিলেন অনেকের মনে।
২৯ শে মে, ২০১৭ সকাল ১১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: অভিনয় ক্যারিয়ারে ফরীদি কয়ফোটা চোখের জল ফেলেছেন । তিনি চোখের পাতায় পানি আটকে রাখতেন । আর তার অভিনয় দেখে দর্শকরা কাঁদতেন কাঁদতেন পর্দার পেছনের লোকজন । এটা বোধ হয় শুধু তিনিই করতেন।
৯| ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
সুমন কর বলেছেন: ঘরের মানুষ থাকলে এক
ক্ষমতা তাদের নড়োবড়ো। -- লাইন ২টি কি ঠিক আছে?
শ্রদ্ধাঞ্জলি।
২৯ শে মে, ২০১৭ দুপুর ১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক আছে । ঘরের সবাই মিলে মিশে কঠিন প্রতিপক্ষ মোকাবেলা করা সম্ভব । কিন্তু ঘরের শত্রু বেশি ক্ষতি কর ।
১০| ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
হুমায়ুন ফরিদীর প্রতি শ্রদ্ধা ও ভালবাসা।
২৯ শে মে, ২০১৭ রাত ৮:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১১| ২৮ শে মে, ২০১৭ রাত ৯:০১
শাহরিয়ার কবীর বলেছেন:
হুমায়ূন ফরীদি আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন ছিলেন !!
শ্রদ্ধাঞ্জলি।
২৯ শে মে, ২০১৭ রাত ৯:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১২| ২৮ শে মে, ২০১৭ রাত ৯:২৭
জগতারন বলেছেন:
কবিতায় মুগ্ধতা জানিয়ে গেলাম।
কবিতার ভাষা যেন বাঙ্গালীদের জীবনের কথা।
কবির প্রতি সশ্রদ্ধ অভিন্দন।
৩১ শে মে, ২০১৭ দুপুর ২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তন শুভকামনা ।
১৩| ২৯ শে মে, ২০১৭ সকাল ৮:৪২
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর।
ভালোলাগা+
৩১ শে মে, ২০১৭ দুপুর ২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৪| ২৯ শে মে, ২০১৭ বিকাল ৫:১৫
নাগরিক কবি বলেছেন: প্রিয় অভিনেতা ভাল থাকুক যেখানেই থাকুক। কবিতা সুন্দর হয়েছে ভাই।
৩১ শে মে, ২০১৭ দুপুর ২:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টেও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৫| ২৯ শে মে, ২০১৭ রাত ৯:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার 'হুমায়ূন ফরীদি' কবিতাও অনেক সুন্দর গড়েছেন। অনেক মুগ্ধকর কথামালায় সত্যাসত্য, এটা শুধু আমি ফরীদি ভক্ত বলে না, সবাই বিশ্বাস করেন। বাংলা চিত্রজগতে উজ্জল নক্ষত্ররাজ ছিলেন, আমার কাছে। আপনার কবিতাপাঠে মুগ্ধতা জানিয়ে গেলাম।
প্রতিউত্তরে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা আপনার জন্য।
০২ রা জুন, ২০১৭ সকাল ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।
সন্দেহ নেই বাংলা চিত্রজগতে উজ্জল নক্ষত্ররাজ ছিলেন হুমায়ূন ফরীদি ্
১৬| ৩০ শে মে, ২০১৭ সকাল ১০:৫৯
নীলপরি বলেছেন: ভালো লাগলো।
শ্রদ্ধা রইলো।
০২ রা জুন, ২০১৭ সকাল ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৭| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:২৭
বে-খেয়াল বলেছেন: ঘরের শত্রু নিজের লাভের জন্য সমূহ ক্ষতি ডেকে আনতে পারে। সুতরাং সাবধান । ভাই বলেছেন বেশ আপনার লেখা বরাবরই ভাল লাগ তাই আবারও আপনাকে খুজে নেয়া।
০২ রা জুন, ২০১৭ সকাল ১০:৩০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৮| ৩১ শে মে, ২০১৭ রাত ২:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
ফরিদী স্যারের জন্য শ্রদ্ধা! আপনার কবিতার প্রতিটি চরণ বাস্তব! অনেক উপকারী কবিতা!
০২ রা জুন, ২০১৭ সকাল ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ভ্রমরের ডানা । ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।
১৯| ০৩ রা জুন, ২০১৭ রাত ১:৪৮
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর।
০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ স্বপ্নবাজ অভি । ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:১৫
বিজন রয় বলেছেন: সুন্দর।
শ্রদ্ধাঞ্জলি।