নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বাজেটনামা মরার উপর খাড়ার ঘা

০৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৪



নিম্নবিত্তের সংসার চলে টেনে টুনে
তার উপর করের বোঝা টা
চাপিয়ে দিয়েছে মালবাবু আনমনে
যেন তা মরার উপর খাড়ার ঘা ।
কর্মসংস্থান সৃষ্টির নেই কোন প্রয়াস সম্ভাবনা
ব্যবসা সহজ করা নিয়েও নেই কোন পরিকল্পনা।

ব্যবসার অনুকূল পরিবেশ নাই
অর্থনৈতিক নিরাপত্তার আশায়
ব্যাংকে জমা রাখলে টাকা ;
জোকের মত
লাখে ৮০০ নেবে শুষে
ভর্তি না হয়ে জনগণের পকেট
কেবল হবে ফাঁকা।
টাকা এখন সিন্ধুকে ভরে
রাখতে হবে নিজের ঘরে
জানমালের নিরাপত্তা নেই
সুযোগ পেলেই নেবে চোরে।
মানুষদের কি তবে আর্থিক নিরপাত্তার আশায়
এ দেশ ছেড়ে পালাতে হবে?
বাজেট শেষে যাবে বেড়ে
নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম ;
তাই সংসার জীবন কুরুক্ষেত্র হবে
অবিবাহিত যারা আছেন এসব দেখে
আনবেন না মুখে বিয়ের নাম ।

কেবল প্রবৃদ্ধির চাকা সচল রেখে
কাটাচ্ছে দিন মালবাবু আনন্দ চিত্তে ।
উন্নয়নখাতের ৪৪ হাজার ২৯ কোটি
কাদের পকেট করবে ভর্তি?
সরকারি দলের তেলবাজ আর চামচিকের দল
সেসব টাকায় করবে ফূর্তি।

জনগণের দূর্ভোগ কমেনা বাড়ে আরো ;
ভাবখানা এমন মরার উপর খাড়ার ঘা
যত বেশি মারতে পারো।

মালবাবু তারছেড়া জানে তা সকলে,
ভ্যাটবাবু হ্রাসের ভাবনা ভেবোনা কোন কালে।
তিনি এ দেশের রাজ কোষাগার ভরবেন
প্রয়োজনে জনা কয়েক নিম্নবিত্ত মারবেন।
প্রবৃদ্ধি তার কমবে না আর থাকবে ঠিক
বাকী সব ভন্ডুল;
দেশবাসীর দৈন্যতায়ও তিনি তাই
আনন্দে মশগুল ।


ছবি নেট

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার উচিত উনাকে অবসরে পাঠানো

০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: তার বিকল্প বোধ হয় নেই ।

২| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:১১

ঢাকাবাসী বলেছেন: ২০ কোটি মানুষকে বিপদে ফেলার জন্য ওনাকে আমৃত্যু জেলে পাঠানোটাই সর্বোত্তম, কারণ অবসরে গেলেও উপদেশ দিয়ে জ্বালাবে!

০৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

সেলিম আনোয়ার বলেছেন: এরকম অনেকেই ক্ষোভে ফেটে পরছেন মাল সাহেবের ওপর ।

৩| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আকাশ কুসুম বাজেট দিয়ে মানুষকে মিথ্যা উন্নয়নের ধোয়াশায় রাখা বাজেট।

আ,ওি এমন বাজেট বানাতে পারি!

আয় মোটে দুই লাখ- বাজেট বানায় ৪ লাখ কোটি টাকার!!!!!
বলদ কি গাছে ধরে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৫ ই জুন, ২০১৭ রাত ৮:১৫

সেলিম আনোয়ার বলেছেন: বলদ কি গাছে ধরে?

!:#P

৪| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১:১৮

ধ্রুবক আলো বলেছেন: উনার মত একজন মানুষ অর্থমন্ত্রী হয় কিভাবে তা আমার মাথায় ঢুকে না। দেশেতো আরও অনেক বিচক্ষণ ব্যাক্তি আছেন।
দেশের অর্থনীতির বারোটা বাজায়া ফেলছে একেবারে। আর আমরা জনগণ একের পর এক করের বোঝা মাথায় চেপে মেনে নিচ্ছি।

০৫ ই জুন, ২০১৭ রাত ৯:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আমারও নয় । তার ছেড়া পাবলিক ।

৫| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১:৫২

চাঁদগাজী বলেছেন:


"লেখক বলেছেন: তার বিকল্প বোধ হয় নেই । "

-অবশ্যই, অত বড় ডোডো আরেকজন নেই

৬| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ২:০৯

ফেরদৌসা রুহী বলেছেন: যে সিদ্ধান্ত নিয়েছে তা থেকে সরে না এলে সাধারন জনগনের বিরাট সমস্যা।

অবশ্য উনাদের সময় কই আম পাব্লিক নিয়ে ভাবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.