নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের গহীনে নির্বাক অভিমান

১০ ই জুন, ২০১৭ রাত ১:১৪



মায়াবন বাসীনি কামিনী
মোর বেদনার সমাহার দামিনী,
এসোনা হেথা
দাওনা দেখা
বলনা কথা গোপনে
হৃ



রি
নী;

থাকো যে কোথায়?
বাঁধো কারে মায়ায়?
মধুর কথায়
মা
য়া
বি
নী।

আসলেনা প্রেমের ডালি নিয়ে
কাল কাটালে মিথ্যে অহং নিয়ে
ভালবাসার গণিতে তব অলিক বুঝাপড়া
হৃদয়ের আহবানে তাই দাওনিগো সারা ।

এই কথা রেখো মনে
সময় থাকে না থেমে
সময়ের প্রয়োজনে কোকিল আসে বসন্ত বাতায়নে;
নশ্বর বসুন্ধরায়
ক্ষণিকের এই জীবনে
ফল ছাড়া বৃক্ষ যেমন
ভালবাসা ছাড়া জীবন তেমন ।



ছবি নেট

মন্তব্য ৬৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৭ রাত ১:৪০

কল্লোল পথিক বলেছেন:



বাহ!চমৎকার হয়েছে।

১০ ই জুন, ২০১৭ রাত ১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তন শুভকামনা ।

২| ১০ ই জুন, ২০১৭ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:


বিচিত্র ফরমেট; ফরমেট কি নতুন কিছু বহন করে?

১০ ই জুন, ২০১৭ রাত ১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: বিচিত্র ফরমেট বিচিত্রতা বহন করে।

যখন কবিতার মান ভাল নয় তখন তার সাজ সজ্জায় নজর দেয়া লাগে ।যদি দয়া করে কার নজর কারতে সক্ষম হয় । :)

৩| ১০ ই জুন, ২০১৭ রাত ১:৪৮

গেম চেঞ্জার বলেছেন: সুন্দর (+)

;)

১০ ই জুন, ২০১৭ রাত ২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ । B-)

৪| ১০ ই জুন, ২০১৭ রাত ১:৫৩

অর্ক বলেছেন: ভাল লাগলো! একটা, বোধহয় রবীন্দ্র সংগীতই হয়ে থাকবে 'মায়াবন বিহারিণী হরিণী/গহন স্বপন সঞ্চারিণী/কেন তারে ধরিবার করি পণ/অকারণ...' গানের কথা মনে করিয়ে দিল শুরুর কটি লাইন।

'সময় থাকে না থেমে'

যাক যা গেছে তা যাক।

১০ ই জুন, ২০১৭ রাত ২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: যেভাবে বাচি বেচে তো আছি
জীবন আর মরণের মাঝামাঝি ।

৫| ১০ ই জুন, ২০১৭ রাত ২:১৭

নাগরিক কবি বলেছেন: আপনার কাব্য প্রতিভা সম্পর্কে আমার বলার মত দুঃসাহস নেই। B-) সুন্দর ও +

১০ ই জুন, ২০১৭ রাত ২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ১০ ই জুন, ২০১৭ রাত ২:৩৯

ওমেরা বলেছেন: সুন্দর কবিতা !

১০ ই জুন, ২০১৭ সকাল ৯:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৭| ১০ ই জুন, ২০১৭ রাত ২:৪৬

স্বতু সাঁই বলেছেন: ভাইজান কি বাংলা সাহিত্যে লিখাপড়া করেছিলেন নিশ্চয়। তবে আমি অনেকদিন থেকে কাকের কন্ঠে কোকিলে ডাক শুনতে চেয়েছিলাম। গাছপালা কেটে বন উজাড় করে দিচ্ছি আমরা, কোকিল কোথায় পাই দেখতে। তাই কাকের কন্ঠে যে ডাক শুনি তাই কোকিলের ডাক বলেই মনে হয় সর্বদায়। জয়তু বায়স-বায়সী।

১০ ই জুন, ২০১৭ সকাল ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কাক কোনদিনও কোকিলের সুরে ডাকতে পারবে না । আপনার চাওয়াতে গন্ডগুল আছে । তাই চাওয়া অপূর্ণ থাকবে ।

কাকা কাকা ডাকে প্রেম ভালবাসা ঘৃণা সব মিন করে ।

৮| ১০ ই জুন, ২০১৭ ভোর ৪:২২

ক্লে ডল বলেছেন: বিচিত্রতা আমার ভাল লাগে। গান গান মনে হল।

১০ ই জুন, ২০১৭ সকাল ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: বিচিত্রতা আমারও ভাল লাগে । গান হলে হতেও পারে । এটা কোন দৃশ্যের গান হতে পারে সেটি নিয়ে ভাবনায় পড়ে গেলাম ।

৯| ১০ ই জুন, ২০১৭ সকাল ৯:৩৩

কুঁড়ের_বাদশা বলেছেন: দারুণ আহবান ! আপনার হৃদয় বেঁজে উঠুক কোন সুমুধুর সুরে । :-P


আপনার এ লেখাটা পড়ে একটু ব্যতিক্রম মনে হলেও, লেখাটা খুব সুন্দর হয়েছে +

১০ ই জুন, ২০১৭ সকাল ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: এত সকালে কুঁড়ের_বাদশা !! এইবার জাতির উন্নয়ন সুনিশ্চিত । আমার কাছে এই কমেন্টের দাম লাখ টাকা । কুঁড়ের_বাদশা
আরও কমেন্ট চাই আমার পোস্টে ।

১০| ১০ ই জুন, ২০১৭ সকাল ৯:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকটা বিদ্যাপতি ঠাকুরের মতো লেখা কথার ধরণ, রবীন্দ্রসঙ্গীত লিখে ফেলেছেন প্রিয় কবি।
ভালো লাগা জানিয়ে গেলাম গানে।

শুভকামনা জানবেন।

১০ ই জুন, ২০১৭ সকাল ১০:২৬

সেলিম আনোয়ার বলেছেন: রবীন্দ্রসংগীত !!

খুশিতে ৮ জন হলাম । রবীন্দ্র সংগীত শিল্পীদের অপেক্ষায় থাকলাম ।

১১| ১০ ই জুন, ২০১৭ সকাল ১১:০২

নীলপরি বলেছেন: কবিতা ও ছবি দুটোই খুব সুন্দর লাগলো ।

শুভকামনা ।

১০ ই জুন, ২০১৭ সকাল ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে দুটোতেই ধন্যবাদ ।

নীলপরি কেমন আছেন?
পরির দেশে কি রোজা রাখার ব্যাপার স্যাপার আছে ??

১২| ১০ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৩

স্বতু সাঁই বলেছেন: সেই, দুধের স্বাদ কি আর ঘোলে পাওয়া যায়!

১০ ই জুন, ২০১৭ সকাল ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: একেবারে খাঁটি কথা । হক কথা ।

১৩| ১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর কবিতা+

কেমন আছেন ?

১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি শাহরিয়ার কবির । আপনি কেমন আছেন ?


কবিতা ভাললেগেছে জেনে ভাল লাগলো ।

১৪| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ধ্রুবক আলো ।


ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

১৫| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩১

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে। ধন্যবাদ।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৬| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৭

স্বতু সাঁই বলেছেন: তাই সব সময় ঘোল খেতে অরুচি ধরে, মাঝে মাঝে দুধ পানেরও সাধ জাগে।

১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: দুধে অতটা স্বোয়াদ নাই। ঘোল আমার বেশি ভাল লাগে ।

১৭| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৯

বিজন রয় বলেছেন: শেষ দু'লাইনে হাসলাম।

কোন কিছু নশ্বর নয়, সবই প্রত্যাবর্তন।

১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনি হাসছেন তাতেই আমি খুশি ।

১৮| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো আছেন জেনে খুব ভালো লাগলো,আর আমিও ভাল আছি।
ধন্যবাদ। ভালো থাকুন সবসময়....

১০ ই জুন, ২০১৭ রাত ৮:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে এবং ভাল থাকাতে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৯| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:২২

উম্মে সায়মা বলেছেন: সুন্দর কবিতা। প্রথম অংশ আর পরের অংশের ছন্দের মিল নেই। তবু ভালোই লেগেছে পড়তে।

১০ ই জুন, ২০১৭ রাত ৯:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।

এই কবিতার স্টাইলই এমন ।

ভাল লাগাটাই আসল ।

২০| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫২

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন:
এই কথা রেখো মনে
সময় থাকে না থেমে
সময়ের প্রয়োজনে কোকিল আসে বসন্ত বাতায়নে;
নশ্বর বসুন্ধরায়
ক্ষণিকের এই জীবনে
ফল ছাড়া বৃক্ষ যেমন
ভালবাসা ছাড়া জীবন তেমন ।


কবিতা ও ছবি দু’টিই ভালো লেগেছে।

১০ ই জুন, ২০১৭ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২১| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃ



রি
.
.
.সু
ন্দ

কা
ব্যে

+
+
+
;)

১০ ই জুন, ২০১৭ রাত ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২২| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর কবিতা।

সময় চলে সময়ের গতিতে, কারো জন্যই থেমে থাকেনা।

১১ ই জুন, ২০১৭ সকাল ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তন শুভকামনা ।

২৩| ১০ ই জুন, ২০১৭ রাত ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন:
ক্ষণিকের এই জীবনে
ফল ছাড়া বৃক্ষ যেমন
ভালবাসা ছাড়া জীবন তেমন ।


.............এক্কেরে খাসা লিখছেন, ভালোলাগা।

১১ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৪| ১০ ই জুন, ২০১৭ রাত ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন:

১১ ই জুন, ২০১৭ সকাল ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ইফতারি হিসেবে বেশ উপাদেয়। অনেক ধন্যবাদ সাদা মনের মানুষ ।

২৫| ১০ ই জুন, ২০১৭ রাত ৯:০৩

তারছেড়া লিমন বলেছেন: সুন্দর. সুন্দর................

১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২৬| ১০ ই জুন, ২০১৭ রাত ৯:১৩

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




আসলেই সময় থাকে না থেমে । সময় বয়ে চলে তার নিয়মে । +

১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ানেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৭| ১০ ই জুন, ২০১৭ রাত ১০:২৪

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতার সত্যবচন ভাল লেগেছে!

১১ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তন শুভকামনা ।

২৮| ১০ ই জুন, ২০১৭ রাত ১০:৪৬

এডওয়ার্ড মায়া বলেছেন: আপনার বিরহ ভালবাসার কথা ভাবি জানে ত ????

১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: জানে না বোধ হয় ।আবার জানতেও পারে ।

২৯| ১০ ই জুন, ২০১৭ রাত ১১:৫৮

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩০| ১১ ই জুন, ২০১৭ রাত ১:৪২

ডঃ এম এ আলী বলেছেন: বা: সুন্দর হয়েছে

১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ডঃ এম এ আলী । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৩১| ১১ ই জুন, ২০১৭ রাত ৩:১৭

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: অনেক সুন্দর কবিতা +++++

৩২| ১১ ই জুন, ২০১৭ সকাল ১১:৩০

মৌমুমু বলেছেন: লিখার স্টাইলটা আনকমন। ভালো লাগলো।
ভালো থাকবেন ভাইয়া।

৩৩| ১১ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৬

স্বতু সাঁই বলেছেন: উদর দূর্বল যাদের তাদের দুধ হজম হয় না, তাই দুধের উচ্ছিষ্ট ঘোলেই পছন্দ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.