নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
গ্রীষ্মের প্রখর রৌদ্রে করেছি নিবিড় অনুসন্ধান
ঘেমে গেছে সারাদেহ তবু প্রাণশক্তি অফুরান ।
সবুজ শ্যামল গিরিতে
দু’চোখে লেগেছে ঘোর;
জুড়িয়েছে প্রাণ যেন
সে মম প্রিয়ার বাহুডোর।
পাহাড়ের ঢাল বেয়ে চলছে পাহাড়ী মেয়ে;
সবুজ আভরনে দেহ ঘেরা তার
বিমুগ্ধ পথিক তাতে অপলক থাকে চেয়ে।
সাঙ্গু কিংবা শঙ্খ নদীর কথা বলছি
পরিশ্রান্ত দেহ নিয়ে
অনুসন্ধানি মনে
দূর পাহাড় থেকে
তারে দেখে দেখে চলছি ছুটে চলছি।
খাড়া গিরিপথ প্রস্তরেতে ঘেরা
পাহাড় শিখরে কত মানুষ
গড়েছে সুখের ডেরা ।
এত যে কঠিন জীবন
তাতেও সুখ আছে
কঠিনেরে তাই বেসো ভাল
তাতে যে সুস্থতা মিশে আছে।
বৃদ্ধ বয়সেও তারা
সুদীর্ঘ পাহাড়ী পথ
চলছে ছোটে
কলার কাঁদি বয়ে
ধরনীর বুকে বাস তাদের
দীর্ঘ আয়ু নিয়ে ।
বেঁচে থাকার বুঝি এটাই স্বস্থসম্মত পথ
এত কিছু দেখে দেখে
এতদূর পথ ছুটে
হয়েছিনু হয়রান;
নীলগিরি রিসোর্টে বসে তাই
জুড়িয়েছি অধরখান।
সুরম্য অবকাঠামো আর সুসজ্জিত স্থান
জুড়োলো মোর দুনয়ন মুগ্ধ হলো প্রাণ ।
স্বর্গের সুখ সেথা ভর করেছিল প্রাণে
চৈত্রে যেন উঠেছে মেতে কোকিল
বাসন্তী কোন গানে।
একটু অবসর যেন সোনার তরীর উপর
সুখে দুলে উঠেছে সেথা হিয়া
ওটুকু বেদনাকাব্য সেথা তুমি ছিলে না প্রিয়া ।
১৮ ই জুন, ২০১৭ রাত ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
পাহাড়ী জীবন ও তার রুপ সুষুমা নিয়ে লেখার চেষ্টা করেছি ।
২| ১৮ ই জুন, ২০১৭ রাত ১০:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পুরো পাহাড়ি জীবনবৃত্তান্ত কাব্যিক ভাষায় সাজিয়েছেন। চমৎকার হয়েছে প্রিয় কবি।
শুভকামনা রইল।
১৮ ই জুন, ২০১৭ রাত ১১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন ।
ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
৩| ১৮ ই জুন, ২০১৭ রাত ১০:৫৬
ওমেরা বলেছেন: কবিতার মতই ছবি গুলো ও খুব সুন্দর হয়েছে ।আোনেক ধন্যবাদ ভাইয়া ।
একটা কথা ভাইয়া অনেক বার বলতে চে্যেও বলি নাই আজকে বলেই ফেলি -------- প্রপিকে হুমায়ুন ফরীদের ছবি ?( আমি বাংলাদেশের নায়ক নায়িকা ভাল চিনি না )তবে যেটা বলতে চে্যেছি আপনার নামের সাথে ছবিটা খুব মানিয়াছে মানে মিলেমিশে একাকার ।( আমার মনে হয় )
১৮ ই জুন, ২০১৭ রাত ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনার মনে হওয়াটা আমার প্রেরণা হয়ে থাক। ভাল থাকবেন নিরন্তর শুভকামনা থাকলো আপনার জন্য। তিনি আমার প্রিয় অভিনেতা । প্রিয় মানুষও বটে ।
৪| ১৮ ই জুন, ২০১৭ রাত ১১:১৫
সুমন কর বলেছেন: পাহাড়ী কবিতা ভালো লাগল।
১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৫| ১৮ ই জুন, ২০১৭ রাত ১১:২২
শূন্যনীড় বলেছেন: সুন্দর লিখেছেন, ভালো লাগলো।
১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৬| ১৮ ই জুন, ২০১৭ রাত ১১:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লাগলো +
১৯ শে জুন, ২০১৭ রাত ১২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৭| ১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৩৪
জাহিদ হাসান বলেছেন: বৃষ্টির মত ঝরঝরে কবিতা!
১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ৩ নম্বর + এ অনেক ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা ।
৮| ১৯ শে জুন, ২০১৭ রাত ১:১৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: কবিতার ব্যাপারে একটু জ্ঞান কমই বলা চলে।তবে,পাহাড়ের মেয়ের কথা ভালো লাগলো।একটু সহজ করে লিখবেন দয়া করে,অন্তত আমার জন্য হলেও
১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: পাহোড়ের মেয়ে ঝরনা আর সাঙ্গু নদী দ্যা ফয়েজ ভাই ।
দেখেন তো পাহাড়েরইএই মেয়ে পছন্দ হয় কিনা ।
৯| ১৯ শে জুন, ২০১৭ রাত ২:৩১
উম্মে সায়মা বলেছেন: পাহাড়ের ঢাল বেয়ে চলছে পাহাড়ী মেয়ে;
সবুজ আভরনে দেহ ঘেরা তার
বিমুদ্ধ পথিক তাতে অপলক থাকে চেয়ে।
খুব সুন্দর লিখেছেন।
১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১০| ১৯ শে জুন, ২০১৭ রাত ২:৩৬
নাগরিক কবি বলেছেন: সেলিম ভাই, আমি কিন্তু একটা স্কিনশট রাখছি, সময়মত সামুতে পেশ করা হইবে
১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:১০
সেলিম আনোয়ার বলেছেন:
ছোট্ট একটা ঘুষ দিলাম। স্কিনশট দিয়েন না। বউ পোলাপান নিয়ে রাস্তায় নামতে হবে। সামু বেতন!!! বন্ধ করে দেবে । উৎকুচের ব্যাপারটা গোপন রাখবেন । মডু সাহেব বহুত খ্রাপ। সে জানলে খবর আছে। জানা আপা জানার আগেই খেল খতম করে দিবে ।
১১| ১৯ শে জুন, ২০১৭ সকাল ৯:১৯
ching বলেছেন: ছবিদিলে পারফ্কেট হত
১৯ শে জুন, ২০১৭ দুপুর ২:১৮
সেলিম আনোয়ার বলেছেন:
এই নেন ছবি । কার ছবি চেয়েছেন বুঝিনি ?
১২| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১:০৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: চমৎকার প্রতিমন্তব্যে ধন্যবাদ,সেলিম আনোয়ার।আসলে,সত্যি বলতে কি কবিতা বুঝতে কেনো জানি পারি না তাই এই অবস্থা।বুঝিয়ে বলার জন্য অসংখ্য ধন্যবাদ।
১৯ শে জুন, ২০১৭ রাত ৯:৪১
সেলিম আনোয়ার বলেছেন:
আরেকটা ছবি। এই ঘরে যে থাকে সে কেমন সাহসী ভাবেন তো? রাজপথেপাশে এই বাড়ি ।
১৩| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বৃদ্ধ বয়সেও তারা
সুদীর্ঘ পাহাড়ী পথ
চলছে ছোটে
কলার কাঁদি বয়ে
ধরনীর বুকে বাস তাদের
দীর্ঘ আয়ু নিয়ে ।
বেঁচে থাকার বুঝি এটাই স্বস্থসম্মত পথ সুন্দর ।
তা সেলিম ভাই আরেকটু মোটা হলেন নাকি?
১৯ শে জুন, ২০১৭ রাত ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: বেশ মুটিয়ে গিয়েছিলাম। এখন কিছুটা শুকিয়েছি। রমজানে ওজন কমার প্রথম ঘটনা ।
১৪| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:১০
ভ্রমরের ডানা বলেছেন:
সবুজ কাব্য! সবুজ কবি!
১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৫| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:০৭
চাঁদগাজী বলেছেন:
বর্ষায় পাহাড়ী মেয়ে আপনাকে বুকে নিয়ে নাচবে!
২০ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: মন্দ বলেন নি গাজী সাব। পাহাড়ী ঝরণাগুলোর আর সাঙ্গু নদীর যেন যৌবন আসে বর্ষাকালে । স্রোতের উথাপাথালি নাচে শুধু গা ডুবালেই হবে । মনে হবে বুকে নিয়ে নাচছে। তা মাল সাব আর ট্রাম্প সাবের খবর কি? তারা কারে নিয়ে নাচতেছে ??
১৬| ২০ শে জুন, ২০১৭ রাত ৩:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন: পাহাড়ের ছবি ও কবিতা সুন্দর হয়েছে।
২০ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২০ শে জুন, ২০১৭ দুপুর ১:১৮
সেলিম আনোয়ার বলেছেন:
আপনার জন্য আরেকটা ছবি । রাবারবাগান বান্দরবানে রাবার সংগ্রহ ।
১৭| ২০ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা হয়েছে +
২০ শে জুন, ২০১৭ দুপুর ১:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১৮| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবির জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
২০ শে জুন, ২০১৭ রাত ৮:০৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্য আরও একটা ছবি আছে
১৯| ২০ শে জুন, ২০১৭ রাত ১০:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন: অপূর্ব।
২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ছবিগুলো আমার ক্যামেরায় তোলা ।
২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:২৭
সেলিম আনোয়ার বলেছেন:
আরেকটি ছবি ।
২০| ২০ শে জুন, ২০১৭ রাত ১১:৫২
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
পাহাড়ের ঢাল বেয়ে চলছে পাহাড়ী মেয়ে;
সবুজ আভরনে দেহ ঘেরা তার.....
চমৎকার কাব্যিক দু'টি লাইন ।
তেমনই কাব্যিক প্রতিমন্তব্যের ছবিগুলো ।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৭ রাত ১০:২৬
নাগরিক কবি বলেছেন: আমি আপনার কবিতা পড়ে প্রতিবারই চোখে মুখে মুগ্ধতা নিয়ে যাই।