নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রিন্স

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৪১




প্রিন্স মাটি চাপা পড়েছে
জন্মদিনের রেশ কাটার আগে ।
চার বছরের ফুটফুটে প্রিন্স
মরে গেছে ; দেবে গেছে
ভূমিধ্বসের কড়াল গ্রাসে ।
প্রিন্সের ব্যথাতুর জননী রাধছিল
অন্তষ্টি ক্রিয়া অনুষ্ঠানে
বিরহ ভরা প্রাণে।

কন্যাকে পাঠিয়েছিলেন প্রতিবেশির ঘরে
যেন বেঁচে থাকে প্রিয়তমা আশু মরণ তান্ডবে।
প্রিন্স খেতে চেয়েছিল ভাত মার হাতে
জননী দিয়েছিলেন চিপস তার সাথে।

আকস্মাৎ জননী দেখলেন তার শরীর কোমর অবধি গেছে দেবে
তবু ভুমিধ্বসের কড়াল গ্রাসে বেঁচে গেছে তারা
কেবল বেঁচে নেই ছোট্ট প্রিন্স তাই কেঁদে পাগলপারা।

যে গৃহে রেখেছিল তারা তাদের দুনয়নের মনি
সেটি আগের স্থানে টিকে থাকেনি।
পরের দিন বিকেল পাচটায় পাওয়া গেছে তার লাশ
মৃত প্রতিবেশির কোলে শুয়ে মৃত শিশু তার।

জন্মোৎসবের পরদিনই মরে গেছে প্রিন্স
জননী তার রাধছিলেন অন্ন অন্তুষ্টিক্রিয়ার
প্রিন্সের ব্যথাতুর জননী করছিলো আহবান
বসুন খেয়ে যান....
প্রিন্সের অন্তুষ্টিক্রিয়ার খাবার ।

প্রিন্স ছোট্ট সে শিশু...
ভূমি ধ্বসের নিষ্পাপ ক্রুশবিদ্ধ যিশু ।


ছবি (প্রয়াত প্রিন্স আর তার জননী) নেট


মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:


জন্মেছিল শিশুটি ভুল দেশে!

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: এটিও হতে পারে মরেছিল ভুল দেশে ।

২| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:০৫

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

২৫ শে জুন, ২০১৭ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:৪০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: সমসাময়িক বিষয় নিয়ে লেখা।ভালো লাগলো।

২৫ শে জুন, ২০১৭ রাত ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিররন্তর শুভকামনা ।

৪| ২৫ শে জুন, ২০১৭ ভোর ৪:৪৩

জগতারন বলেছেন:
কি সুন্দর ছবি!
মা ও শিশু, যেন স্বর্গ নেমে এসেছে ধরায়।

কবিতা ও ছবি পড়ে মুগ্ধ আমি।

২৫ শে জুন, ২০১৭ রাত ৮:১২

সেলিম আনোয়ার বলেছেন: এই স্বর্গীয় শিশুটি পাহাড় ধ্বসে মুত্যুবরণ করেছে ।

৫| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব কষ্ট কবিতায়। ভালো লিখেছেন। মুগ্ধতা রইল। +++

তবুও খুব কষ্ট কবিতায়। ভালো লিখেছেন। মুগ্ধতা রইল। +++

তবুও

২৫ শে জুন, ২০১৭ রাত ৮:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আনন্দে ভরে উঠুক মন । ঈদমোবারাক নয়ন । শুভকামনা নিরন্তর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.