নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ইদ মোবারক ইদ

২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৪০



কাছে কিংবা দূরে
যে যেখানে থাকো;
মহান আল্লাহকে
প্রাণ খোলে ডাকো।

সফলতা, সমৃদ্ধি .
ধরা দিক সবার করে;
যুলুম অত্যাচার
বন্ধ হোক ধরণীর পরে।
পবিত্র ইদের রাতে
এই হোক সবার কামনা ;
দূর হোক সব মানুষের
মনের সব বিরহ যাতনা।

ইদ মোবারক ইদ
সবার মাঝে গড়ে দিক ;
সৌহার্দ আর সম্প্রীতির ভিত।

মন্তব্য ৫৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৪৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানববেন প্রিয় কবি ভাই.......... ঈদ মোবারক...!

২৫ শে জুন, ২০১৭ রাত ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা । ঈদ মোবারক...!

২| ২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৪৯

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
ভাল থাকুন।

২৫ শে জুন, ২০১৭ রাত ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আপনিও ভাল থাকুন ।খুশি থাকুন ।

৩| ২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:
ইদের শুভেচ্ছা রইল সুপ্রিয় কবি!

২৫ শে জুন, ২০১৭ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ইদের শুভেচ্ছা সুপ্রিয় ভ্রমরের ডানা ।

৪| ২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক ঈদ
সবার তরে গড়ে দিক ;
সৌহার্দ আর সম্প্রীতির ভিত।

দারুন বলেছেন।

ঈদের শুভেচ্ছা

২৫ শে জুন, ২০১৭ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: বিদ্রোহী ভৃগু সৌহার্দের জায়গায় সমৃদ্ধি লিখতে চেয়েছিলাম । আর তরে স্থলে মাঝে শ্রেয়তর মনে হয়েছে ।

কমেন্টে অনেক কৃতজ্ঞতা জানবেন । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৫| ২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৫৬

তোমার জন্য মিনতি বলেছেন: মুগ্ধতা রইল +++++

২৫ শে জুন, ২০১৭ রাত ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৫ শে জুন, ২০১৭ রাত ১০:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ঈদ মোবারক সেলিম ভাই। !:#P

২৬ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ইদ মোবারক বঙ্গভূমির রঙ্গমেলায় ভাই ।

ইদ কেমন কাটলো ?

৭| ২৫ শে জুন, ২০১৭ রাত ১০:১২

সচেতনহ্যাপী বলেছেন: শুভ ঈদের প্রাক্কালে এর চেয়ে ভাল কামনা আর হতে পারে না।।
ঈদ মুবারক।।

২৬ শে জুন, ২০১৭ দুপুর ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে শুভকামনা । কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ২৫ শে জুন, ২০১৭ রাত ১০:১৭

হয়ত তোমারই জন্য বলেছেন: পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা রইল ভাই ! ঈদ মোবারক ঈদ
সবার তরে গড়ে দিক ;
সৌহার্দ আর সম্প্রীতির ভিত।
খুব ভাল লেগেছে কথাগুলো ৷ভাই এটা কপি করলম উয়িশ ম্যাসেজ এর জন্য ৷
ধন্যবাদ শুভকামনা নিরন্তর ৷

২৫ শে জুন, ২০১৭ রাত ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: ইদ মোবারক ইদ
সবার মাঝে গড়ে দিক ;
সৌহার্দ আর সম্প্রীতির ভিত।

একটু চেঞ্জ আনলাম।
তরে স্থলে মাঝে দিলাম ।

৯| ২৫ শে জুন, ২০১৭ রাত ১০:৩৮

দীপঙ্কর বেরা বলেছেন: ঈদ মোবারক

২৬ শে জুন, ২০১৭ দুপুর ১:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ইদ মোবারক । শুভকামনা নিরন্তর । অশেষ কৃতজ্ঞতা জানবেন।

১০| ২৫ শে জুন, ২০১৭ রাত ১০:৫৫

ওমেরা বলেছেন:

২৬ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: থ্যাংক ইউ ওমেরা ।

১১| ২৫ শে জুন, ২০১৭ রাত ১০:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ মোবারক! ভাই।

২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: ইদ মোবারক ।


নিরন্তর শুভকামনা । :)

১২| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:০০

জোকস বলেছেন: "ঈদ মোবারক"

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৩:১১

সেলিম আনোয়ার বলেছেন: ইদ মুবারক । :)

১৩| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:



ঈদের সুভেচ্ছা

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ইদের শুভেচ্ছা ।

১৪| ২৬ শে জুন, ২০১৭ রাত ১:২৯

ডঃ এম এ আলী বলেছেন:

কবিতার কথাগুলি খুবই মুল্যবান


কাছে কিংবা দূরে
যে যেখানে থাকো;
মহান আল্লাহকে
প্রাণ খোলে ডাকো।


কৃতজ্ঞতা জানবেন ।

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ইদ মোবারক ।অশেষ কৃতজ্ঞতা জানবেন কমেন্টে ও পাঠে । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

১৫| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:০৪

নাগরিক কবি বলেছেন: সুন্দর
ঈদ মুবারক B-) তাড়াতাড়ি আসুন সেলিম ভাই, সেমাই ঠান্ডা হয়ে যাচ্ছে ;)

২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২১

সেলিম আনোয়ার বলেছেন: সেমাই বোধ হয় শেষ হয়ে গেছে ।

ইদ মুবারক নাগরিক কবি ।

১৬| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:৩২

নতুন নকিব বলেছেন:



কাছে কিংবা দূরে
যে যেখানে থাকো;
মহান আল্লাহকে
প্রাণ খোলে ডাকো।


-দারুন কথামালা।
ঈদ মুবারাক প্রিয় কবি ভাই।

২৬ শে জুন, ২০১৭ রাত ৮:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

ইদ মোবারক নতুন নকিব ।

১৭| ২৬ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: eid Mubarak!

২৬ শে জুন, ২০১৭ রাত ৯:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ইদ মোবারক । শুভকামনা নিরন্তর ।

১৮| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫১

নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো ।

ঈদের শুভেচ্ছা রইলো ।

২৬ শে জুন, ২০১৭ রাত ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

ইদ মোবারক নীলপরি ।

১৯| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


ঈদ মোবারক।

সুন্দর কবিতা +++++

২৭ শে জুন, ২০১৭ সকাল ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ইদমোবারক ।

কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

২০| ২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২০

ধ্রুবক আলো বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো, ঈদ মোবারক।

২৭ শে জুন, ২০১৭ সকাল ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ইদ মুবারক ধ্রুবক আলো ।

কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা । ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।

২১| ২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি কবিতা খুব ভাল লাগল। আপনি যা চেয়েছেন তাই যেন হয-ঈদ মোবারক।

২৭ শে জুন, ২০১৭ সকাল ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ইদমোবারক ফরিদ আহমেদ চৌধুরী । শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা ।

২২| ২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঈদ মোবারক ভাই ---- সালামী দেন

২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ইদ মোবারক বোন । সালামী দেন ।



২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সালামী নেন।

২৩| ২৬ শে জুন, ২০১৭ রাত ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা নিন সেলিম ভাই।

২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা গিয়াস উদ্দিন লিটন ।

২৪| ২৬ শে জুন, ২০১৭ রাত ১১:০৪

সুমন কর বলেছেন: ঈদ মোবারক। !:#P সুন্দর হয়েছে।

২৭ শে জুন, ২০১৭ দুপুর ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ইদ মোবারক ।

কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২৫| ২৬ শে জুন, ২০১৭ রাত ১১:৪৪

তপোবণ বলেছেন: কবিতার কথাগুলো সত্য হোক অন্তর থেকে বললাম। মানুষের অন্তর বিকশিত হোক আর মানুষের তরে। ঈদের শুভ্চ্ছো জানবেন সেলিম ভাই। ভালো থাকুন।

২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ইদের শুভেচ্ছা ।

২৬| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:২১

খায়রুল আহসান বলেছেন: ঈদ উপলক্ষে সুন্দর কবিতা লিখেছেন। শেষের স্তবকটা অনবদ্য হয়েছে। + +
ঈদ মুবারক!

২৮ শে জুন, ২০১৭ রাত ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ইদ মুবারক ।

কমেন্টে ও পাঠে অসংখ্যা ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২৭| ২৮ শে জুন, ২০১৭ রাত ৩:২০

শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা মিস করেছিলাম। পড়ে কৃতজ্ঞতা জানিয়ে গেলাম কবির প্রতি।

২৮ শে জুন, ২০১৭ রাত ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা পাঠে এবং কমেন্টে ।


ইদ মুবারক ।

২৮| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৯

মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

২৯ শে জুন, ২০১৭ রাত ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: পরীর দেশের রাজন্য আমি নয়।

কমেন্টে ওপাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.