নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

রাঙামাটির পথে ; যাবো এবার ছুটে

২৯ শে জুন, ২০১৭ রাত ১২:০৯






রাঙামাটির পথে ; যাবো এবার ছুটে ।

বাংলার ভূস্বর্গটি হারিয়েছে তার অনেকখানি রূপ
সে যে এখন মরণউপত্যকা ,
মানুষ সেথা মৃত্যু ভয়ে ভীত হয়ে রয়েছে নিশ্চুপ।
প্রিয়া তোমায় ছেড়ে
যাচ্ছি বহুদূরে ;
সুদৃঢ় শপথে
রাঙামাটির পথে।
এখনো বর্ষাকাল
মেঘ বৃষ্টি আলোর সেথা
ভরা যৌবন কাল ।!!
ভূতত্ত্ববিদ মোরা
প্রাকৃতিক দূর্যোগে করিনাকো ভয় !
ভূমিধ্বসের কড়াল থাবা করবো এবার জয় ।


সেথা রাস্তা ঘাট গেছে ভেঙে
গিরিনিবাসও তাই;
শতজনার মরণ হলো
প্রকৃতির বিভীষিকায়।

রাঙামাটি ভূস্বর্গটি আজ যেন নরক হয়েছে।
সেই নরক থেকে ছিনিয়ে নেব বিজয়মন্ত্র যে!

তাই রাঙামাটির পথে যাচ্ছি এবার ছুটে
তোমায় হেথা ফেলে ;
শুনো গো মোর প্রিয়া করো গো আশীর্বাদ
ফিরি যেন ঢাকা
সেথা মঙ্গল দীপ জেলে ।




ছবি নেট ।

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৭ রাত ১:১৫

ওমেরা বলেছেন: যাত্রা শুভ হোক ও ভাল ভাবে আপনার প্রিয়ার কাছে ফিরে আসেন কামনা রইল ।

২৯ শে জুন, ২০১৭ সকাল ৮:১০

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ২৯ শে জুন, ২০১৭ রাত ১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

মঙ্গল দীপ জ্বেলে আসুন। অনেক অনেক প্রার্থনা রইল!

০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ও পাঠে ।

৩| ২৯ শে জুন, ২০১৭ রাত ১:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কষ্ট লুকিয়ে রেখে আলোকিত করে তুলেছেন কবিতাটি মুগ্ধকর কথামালা সাজিয়ে।

মুগ্ধতা জানিয়ে গেলাম ভাই। চমৎকার লিখেছেন।
শুভকামনা আপনার জন্য, ভ্রমণ সুখে হোক প্রত্যাশা রইল।

০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ২৯ শে জুন, ২০১৭ সকাল ১০:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার অভিযাত্রা নিরাপদ সুন্দর এবং সফল হোক!

মঙ্গলােলােক আলোকিত হোক সকল হৃদয়...

+++++

০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ্

৫| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমরা আশায় আছি, সেলিম ভাইএর মত ভুতত্ববিদ ভূমিধ্বস লাঘবে আশানুরূপ সফল হবেন।

১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: চেষ্টায় আছি গিয়াস উদ্দিন লিটন ভাই । সম্মিলিত প্রচষ্টা লাগবে । ওখানে গিয়ে অনেকেরে অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছি। সেগুলো দিয়ে একটা পোস্ট হতে পারে ।

কমেন্টে ও শুভকামনা য় ধন্যবাদ ।

৬| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ২:২০

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর আহ্বান। ভাল লাগল।

১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ প্রথমকথা ।

৭| ০১ লা জুলাই, ২০১৭ সকাল ১১:৫১

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

শুভকামনা ।

১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নীলপরি ।

নিরন্তর শুভকাম না ।

৮| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৩

খায়রুল আহসান বলেছেন: ভূতত্ত্ববিদ মোরা
প্রাকৃতিক দূর্যোগে করিনাকো ভয় !
ভূমিধ্বসের কড়াল থাবা করবো এবার জয়
- প্রকৃতিকে জয় করার লক্ষ্যে নির্ভয়ে এগিয়ে চলুন, সাফল্য আপনাদেও করতলে এসে ধরা দিক!
কবিতা ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.