নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বহিরংগন কর্মশালা

০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:৩০



আকাশ থেকে বৃষ্টি ঝরে শরীর থেকে ঘাম;
রৌদ বৃষ্টির নিঠুর খেলার কি যে দেই নাম।

পাহাড়ীপথে উপত্যকার গহবরে
দূর পাহাড়ের ঐ শিখরে
খুব সকালে দ্বিপ্রহরে
মরনঘাতি ভূমিধ্বস অন্বেষণে
চলছি ছুটে গহীন বনে।
সূর্য ডুবা সন্ধ্যা বেলায়
গৃহে ফিরে
সংগৃহীত উপাত্তগুলো নিয়ে
কাটে রাত পর্যালোচনায়।

পরিবারের কি হাল হাকিকত
খবর নেবার মিলেনা ফুরসত।

মুঠোফোনের টাওয়ারখানা
কোথাও মেলে কোথাও মেলেনা ।

এসব নিয়েই সারাবেলা
ভূতত্ত্ববিদের বহিরংগন কর্মশালা।

এমনি করে
দেশের দশের ঘোর অমানিশায়
ভূতত্ত্ববিদ মোরা কাজ করে যাই।

মন্তব্য ১৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:৩৩

ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগল কবিতা।

০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: আজকে পাহাড়ে ভূমিধ্বস খুজতে গিয়ে প্রখর রৌদ্রে ঘেমে ভিজেছি যেহেতু আর্দ্রতা ছিল অনেক বেশি। পরক্ষণেই বৃষ্টি হচ্ছিল ।দশ মিনিট বৃষ্টি দশমিনিট কড়া রোদ। বৃষ্টিতেও ভিজলাম রৌদ্রেও ভিজলাম ।

২| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই।

০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

৩| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো নিজের কর্ম ও দৈনিন্দন বরণীয় কবিতা পড়ে।

শুভকামনা আপনার প্রতি।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ কমেন্টে ও শুভকামনায় ।

৪| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:১৯

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। ভালো লাগা রইলো।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:১৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য। ভালো লাগা থাকল।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৩ রা জুলাই, ২০১৭ রাত ১:৫২

ভ্রমরের ডানা বলেছেন:


রাঙামাটিতে কি এখনো ধস নামছে কবি ভাই?

৭| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৫৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +

৮| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার বহিরাঙ্গন কর্মশালা নিয়ে লেখা কবিতা ভালো লাগলো। জনহিতকর কাজে নেমেছেন দেখে আরো ভালো লাগছে। চালিয়ে যান।

শুভেচ্ছা থাকলো।

৯| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৯

নীলপরি বলেছেন: কবিতা খুব ভালো লাগলো ।

আপনার কাজের জন্য অনেক শুভকামনা রইলো ।

১০| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৪

খায়রুল আহসান বলেছেন: ভাল কাজ করে চলেছেন, চালিয়ে যান। আর কবিতায় কবিতায় আমাদের জানিয়ে যান।
টাইপোঃ
ছোটে < ছুটে
ফুসরত < ফুরসত
অনামিশায় < অমানিশায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.