নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

নস্টালজিক ভালবাসা

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৮



এই ক্ষণিকালয়ে ক্ষণিকের তরে
আমায় কি গো প্রিয়া মনে পড়ে?
মনটা আমার দ্রোনে চড়ে ; স্বপ্নসুখের বাসর গড়ে;
তোমার কাছে যেতে চায় উড়ে।

অলিক সব কল্পনা কর্নফুলির স্রোতের মত
যায় ছোটে যেন বঙ্গোপসাগরে।
যেথায় তুমি আমি ঢেউয়ের তালে
আছড়ে পড়ি যেন সব বেদনা ভুলে।

রাঙামাটির অপরূপ শোভা আঁকতে গিয়ে
হয়েছে কি কভু ব্যাকুল?
তোমার কোমল হাতের আঙুল;
কভু ভেবেছো সেথা কি আমায় নিয়ে?
মাথায় খোঁপা বাঁধতে গিয়ে;
দিতাম যদি গুঁজে কয়েকটি গন্ধরাজ ফুল।

দর্পনে তোমার অবয়ব দর্শনে
ঠোঁট দুটিতে কি গো তৃষ্ণা জাগে?
চোখের কাজলে কি ভালবাসা রাগে?

কখনো কি কামনা জাগে নতুন কোন রান্নার আগে?
রেধে আমায় কেবল একটু খাওয়াবে।
চলছি আমি রাঙামাটির পথে
তবু স্মৃতি তব কেবল মনে বাজে
কোন সে পথে ছিল তোমার চলা!
অনেক মধুর কথা বলা।
রাঙামাটি লেকের বুকে স্মৃতি তোমার নেইগো শুঁকে
মনগড়া কোন অট্টালিকায়
তোমার বাস কেবল আমার বুকে
ভালবাসার রঙিন মোড়কে ।


মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:১২

নাগরিক কবি বলেছেন: সেলিম ভাই আছেন কেমন ;)

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: আছি ব্যস্ত মেঘ বৃষ্টি ঝড়ে কাদায়। এই কবিতা ফেললাম লিখে স্রষ্টা বোধ হয় কবিতা লিখায় । আমি তার আজ্ঞা পালন করি। :)

২| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:২১

ওমেরা বলেছেন: প্রশ্ন গুলোর উত্তর তো জানি না তবে কবিতা ভাল লেগেছে । ধন্যবাদ ভাইয়া

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। লাইক পাইনি ।

৩| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩০

ওমেরা বলেছেন: আসলে আমার লাইক দেওয়ার খেয়াল থাকে না মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া ।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: লাইকে ধন্যবাদ। এবার লাইক ফিরিয়ে নেবার অনুরোধ করা হলো। !:#P

৪| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৬

ওমেরা বলেছেন: ফিরিয়ে কি ভাবে নেয়া হয় তা তো জানি না ভাইয়া তা ছারা কাউকে কিছু দিলে সেটা আমি অন্তর থেকেই দেই ফিরিয়ে নেই না ভাইয়া ।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনার অন্তর তো দারুন সুন্দর !

৫| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৭

সুমন কর বলেছেন: ইদানিং রাঙামাটি নিয়ে কবিতা লিখছেন।

ভালো হয়েছে। +।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: রাঙামাটিতে আছি তাই রাঙামাটি চলছে ।

কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৯

উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল....

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর হয়েছে এবারো আপনার রাঙামাটি প্রেম। মুগ্ধতা রইল আপনার রাঙামাটি প্রেমে। কবিতায় +++++

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদনিরন্তর শুভকামনা ।

৮| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:



রাংগামাটির মেয়েরা মানুষকে কি কাছে টানে?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সব জায়গার মেয়েরা টানার কথা ।

৯| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমার রাঙামাটি যাওয়া হয়নি।।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: একবার সুযোগ করে ঘুরে আসতে পারেন ।

১০| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তবে রাঙামাটির কিছু পাহাড়ি আমাদের সাথে জব করে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

সেলিম আনোয়ার বলেছেন: দারুন তো। পাহাড়ীদের অনেক মেয়ে জব করে আর পুরুষরা ঘরের কাজে ব্যস্ত সন্তান নিয়ে ব্যস্ত ।

১১| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঈদ কি রাঙামাটি করেছেন?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: না কোন ঈদ রাঙামাটি করা হয়নি ।

১২| ০৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৮

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.