নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কনিষ্ঠ প্রেমিকা!

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৩




কনিষ্ঠ প্রেমিকা
রূপের বিলাসিতা।
তোমার কথাতে রূপকথার যাদু।
তোমার চলাতে বসন্ত বাতায়নের ছন্দ মৃদু।
তোমার গায়ে কাঁঠালি চাপার ঘ্রান।
তুমি গ্রীষ্মের দাবদাহে এক পশলা বৃষ্টি
তুমি স্রষ্টার সেরা সৃষ্টি
তোমার পরশে জেগে ওঠে নক্ষত্রের আসমান।
তোমার দর্শনে তৃষিত মম প্রাণ।

কোন অজুহাতে বলবো কথা প্রণয়ের ছলে
জানিনা কোন কথায় প্রিয়া তুমি বেদনা যাবে ভুলে।
আমি আজ এক উদ্ভ্রান্ত পথিক
ভেবে ভেবে তোমায় আমি কবে হারিয়েছি যে দিক।
মুখ ফুটে হয়নি বলা
দূরে থেকে থেকে কেবল সয়েছি বিরহ জ্বালা।
তুমি কি কভু ভালবেসেছো আমায়
অযাচিত কল্পনায়।
বৃষ্টি মুখর দিনে
সারাদেহে বৃষ্টির জল মেখে
রেখেছো কি হাত আমার দুহাতে?
তারপর বিস্তর পথ
আমরা চলেছি হেঁটে
হংসমিথুনের মত
চলে গেছি ঘুঘু ডাকা হিজলের বনে
এমনো কল্পনা কি করেছে ভর কভু তোমার ঐ মনে?
আনমনে!
নাটকের রঙ্গমঞ্চে আমরা কি গাইতে পারি
মিলনের কোন গান।
কনিষ্ঠ প্রেমিকা!
অভিমান করোনা
ক্ষমা করো মো্র অপারগতা যাহা আসমান সমান।

একদিন ভালবেসো জোছনামাখা রাত
একদিন ভালবেসো তটিনীর বুকের সাগরসঙ্গম সাধ।
একদিন ভালবেসো রঙিন সূর্য
একদিন চলে এসো ছায়ানট রবীন্দ্র স্মরণী
একদিন রমনার বটমূলে গেয়ে ওঠো বোশেখী গান।
আমাদের প্রেম অধরাই থেকে গেলো
আমাদের ভালবাসা অভিনয় থেকে গেলো
কনিষ্ঠ প্রেমিকা আর করোনাকো অভিমান।
পারিনি কখনো মুখ ফুটে বলতে
পারিনি তোমায় জোর করে কেড়ে নিতে
আমার ব্যর্থতা তাই আসমান সমান।
এক সাগর কষ্ট বুকে নিয়ে
আমি দূরে ঠেলে দিয়েছি প্রেম
জানিনা কোন মরিচিকায় পড়ে তুমি আমি হতে পারিনি
একটি কমন ফ্রেম।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:১২

ওমেরা বলেছেন: বড়,মেঝকে রেখে কনিষ্ঠকে এত বিশেষণে বিশেষায়িত করলেন তবু তার অভিমান ভাংগাতে পারলেন না--- আহারে---- ভাইয়া ।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: বড়টাতো সাজুগুজো রান্না আকাআকি আর ছন্দ নিয়ে ব্যস্ত । কবিতা কেমন হয়েছে তাই বলেন । :)

২| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:২০

ওমেরা বলেছেন: আমি তো কবিতার ভাল -মন্দ বুঝি না ভাইয়া তবে আমার ভাল লাগছে তাই লাইক দিয়েছি ।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগাতে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রইল প্রিয় কবি।
শুভকামনা সবসময়।

০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট ওর পাঠে ধন্যবাদ

৪| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ২:৩৮

কানিজ রিনা বলেছেন: কনিষ্ট পেম ও বড় পেম মেঝ পেম ছোট পেম
তাহলে ৯০ বছরের কনিষ্ঠ পেম আচ্চা বুজেছি
বুড়ো বয়সে বাল্য পেম। জব্বর কবিতা হয়েচে।
আশীর্বাদ দিলাম।

০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: :((

৫| ০৭ ই জুলাই, ২০১৭ ভোর ৪:৪৭

এম এ কাশেম বলেছেন: এক সাগর কষ্ট বুকে নিয়ে
আমি দূরে ঠেলে দিয়েছি প্রেম
জানিনা কোন মরিচিকায় পড়ে তুমি আমি হতে পারিনি
একটি কমন ফ্রেম। ................... ভাল লেগেছে কবি।

০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ

৬| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কনিষ্ঠ প্রেম সত্যিই মানুষ কে আবেগী করে তোলে।

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৭| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো ভাই + ;)

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৮| ০৯ ই জুলাই, ২০১৭ ভোর ৫:০৮

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা ।

১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.