নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মঙ্গল দীপশিখা

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৫


নিজেকে ভেবো না প্রভু
তোমার চেয়ে ঢের বেশি বড় আরোতো আছে
ভেবে দেখেছো কি কভু ?

তুমি যা খুশি তাই করো।

অধঃস্তন কাহারো
এমন কর্ম
তুমি কি কভু মানতে পারো?

তবে কেন এমন করো?

তোমার চেয়ে ছোট যারা
তোমায় দেখে শিখবে তারা।
কর্মক্ষেত্রে মানবে না তোমার কথা
তোমারই মত।

তোমার দৃষ্টান্ত টেনে
লাগামছাড়া ইচ্ছ্বে ঘুড়ি
স্বেচ্ছাচারিতার আকাশে দেবে উড়িয়ে।
মগের মুল্লুকের মত
যত্রতত্র নৈরাজ্য আর বিশৃঙ্খলা হবে অবিরত ।

সভ্যতা হবে যে লীন;
স্বৈরাচারের আনাগোনায়
সুশাসনের সম্ভাবনা দিনে দিনে হবে ক্ষীণতর।

পরের ভোগান্তি কেন তার
কৃতকর্মের প্রতিফল বুঝো;
একচোখা দৃষ্টি দিয়ে
অন্যের দোষ কেন খুঁজো।

এমনো তো হতে পারে
তোমার দোষে ভুগছে সবাই
তোমার করা জুলুম থেকে
সকল সৃষ্টি চাচ্ছে রেহাই।

নিজের দোষ আর পরের গুণ
অন্বেষণে নিয়োজিত যদি হতে পারো
তবেই কেবল সাফল্য সোপানে
নিজের অবস্থান সুনিশ্চিত করতে পারো।

তাই বলি নিজের ভুল শোধরিয়ে
নির্ভুল তুমি হতে পারো
পরের গুণাবলি থেকে শিক্ষা নিয়ে
সমৃদ্ধির আলোকিত পথে
ভাল অবদান রাখতে পারো ।

এমনি করেই অবতার হয়ে
এ সমাজের মঙ্গল দীপশিখা
অনায়াসে জ্বালতে পারো।।




ছবি নেট

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর এবং বার্তাধর্মী।।।

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: হঠাৎ করে এমন কবিতা লিখে ফেললাম । কি লিখতে চাইলাম আর কি লিখলাম !! :)

নিজেকেই বোধ হয় কবিতাটি পাঠ করে শুনালাম ।

৩| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৫

চেংকু প্যাঁক বলেছেন: ধুর মিয়া, আমি ভাবলাম কোন গুরুগম্ভীর প্রবন্ধ হবে, এখন দেখি কবিতা

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৯

সেলিম আনোয়ার বলেছেন: চেংকু প্যাঁক কেমন হয়েছে কবিতা সেই টি বলেন । প্রবন্ধ গল্প আর উপন্যাস কবিতার তুলনায় সাধারনত দীর্ঘতর হয়। অনেকে অধৈর্য্য হয়ে পড়ে না ।তাই ম্যাসেজ হিসেবে কবিতা শ্রেয়তর ।

৪| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৭

চেংকু প্যাঁক বলেছেন: এনিওয়েজ, কবিতা ভাল হয়েছে

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল হয়েছে জেনে ভাল লাগলো চেংকু।

৫| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও ভাল লাগায় অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৯

নীলপরি বলেছেন: খুব সুন্দর ভাবনার কবিতা ।

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে সরকারের প্রশাসন, ব্যুরোক্রেট, সরকারী কর্মচারীদের ট্রেনিং পুস্তিকায় যোগ করলে ভালো হবে, ফল দেবে।

১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১১

সেলিম আনোয়ার বলেছেন: এটি ছোটদেরও পড়া উচিৎ। ব্লগের মডুর ও মেগা ব্লগারদের ও পড়া উচিৎ । প্রত্যেক মানুষের একচোখা প্রবণতা বেড়ে গেছে। অপরে দোষ খুজা আর নিজের গুনখুজা এসব নিয়েই মানুষ আছে ।

ধন্যবাদ কমেন্টে ।

৮| ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে সরকারের প্রশাসন, ব্যুরোক্রেট, সরকারী কর্মচারীদের ট্রেনিং পুস্তিকায় যোগ করলে ভালো হবে, ফল দেবে।

তবে, পদ্যের সাহিত্য মান নিয়ে আমার সন্দেহ আছে।

১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

সেলিম আনোয়ার বলেছেন: পদ্যের সহিত্যমান নিয়ে সন্দেহ কোন কোন অংশে। নাকি পুরোটাই ??

১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশে সরকারের প্রশাসন, ব্যুরোক্রেট, সরকারী কর্মচারীদের ট্রেনিং পুস্তিকায় যোগ করলে ভালো হবে, ফল দেবে।

সাহিত্য মান ভাল না হলে তারা তো দুয়ো ধ্বনি দেবে । ;)

১১ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতার নাম পরিবর্তন ও সাহিত্য মান উন্নয়নের প্রচেষ্টা হিসেবে কিছু পরিবর্তন আনা হলো ।

৯| ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

জীবন সাগর বলেছেন: সুন্দর পরামর্শ আর উপদেশে ভরা কাব্যরসিক লেখনি। মুগ্ধতা রইল +++++

১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ জীবনরসিক ।

১০| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩০

সুমন কর বলেছেন: কবিতার বক্তব্য ভালো।

১১ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা সুমন কর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.