নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রেমের ধ্রুবতারা

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১২



মম প্রেমের আহবানে তব কপট মিষ্টি রাগে
হৃদয়ে ভালবাসার পূর্ণিমা চাঁদ যেন জাগে
সঙ্গম সাধনা লজ্জা হারায়
বগালেকের অচিন তলায়।

আমাদের প্রেম যেন কর্ণফুলী
পাহাড়ী
নদী,
ভালবাসার রাঙামাটি লেক থেকে
কামনার জল টেনে
চলছে ছোটে
নিরবধী।

বঙ্গোপসাগরের সোয়াস অব নো গ্রাউন্ডে
যেথা প্রেম উছলে উঠে
ফেনিল সফেদ অথৈ তরঙ্গে;
মোদের ভালবাসা যেন সেজেছে সেথা
রামধনুর সাতটি রঙ্গে।

ঘনকেশী,
মায়াবতীর ছদ্মবেশী
কথা দিলাম
তোমায় দেব মানিক রতন
পাতালপুরীর গল্পের মতন;
কল্পলোকের রাজ্য থেকে
ছিনিয়ে এনে;
নেব তোমায় কাছে টেনে।

তুমি যে মম হৃদাকাশের ধ্রুবতারা
প্রেমে তোমার

মন
বাঁধনহারা।
সকল সীমা যায় পেরিয়ে
বিভীষণের দু’চোখ এড়িয়ে;
করবো জয় সকল বাঁধা
ছড়াবো জট সকল ধাঁধাঁর।

তোমার রূপের আধার থেকে
করবো লেহন প্রেরণাধারা
আনন্দলোকের সুখের ছোঁয়ায়
মিলন কাব্য গড়বো মোরা

উৎসর্গ ঃ তুমি
ছবি নেট

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: তোমার রূপের আধার থেকে
করবো লেহন প্রেরণাধারা

বাহ চমৎকার।
আরো লিখুন। ধন্যবাদ।

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই। মুগ্ধতা রইল কথামালায় +++++

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


কেহ কবিতার ১ লাইন, কেহ ২ লাইন পছন্দ করলে, পুরো কবিতার অবস্হা কি?

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনি বলেন চাঁদগাজী ।পুরো কবিতার অবস্থা কি?

৪| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম ঘুরে এসেছেন। বগা লেক, কর্ণফুলি, বঙ্গোপসাগর, সবই উঠে এসেছে সেই অভিজ্ঞতা থেকে।

আমাদের প্রেম যেন কর্ণফুলী
পাহাড়ী
নদী,
ভালবাসার রাঙামাটি লেক থেকে
কামনার জল টেনে
চলছে ছোটে
নিরবধী।


'উৎসর্গ' ভালো লেগেছে। কবিতা তো অবশ্যই।

শুভকামনা প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনার প্রতিও শুভকামনা। ভালথাকবেন সবসময় ।

৫| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +++++

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাঙামাটি আমি কখনো যাইনি। সেখানে নাকি পাহাড় এবং পাহাড়ি মানুষ বসবাস করে।।।
খনো যাইনি। সেখানে নাকি পাহাড় এবং পাহাড়ি মানুষ বসবাস করে।।।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা পাহাড়ে পাহাড়ী এবং বাঙালী বাস করে ।

৭| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১:০৭

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে
ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বগালেক থেকে কর্ণফুলি হয়ে বঙ্গোপসাগরে পূর্নতা ভালবাসার :)

++++

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লাগলো ++

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১০| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১০

প্রাইমারি স্কুল বলেছেন: শেষের অংশ ভালো লেগেছে বেশি

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১১| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১২| ১২ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.