নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অপরাজিতা

১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩২



বাঁধনে জড়াতে চেয়েছি
দাসত্ব শৃঙ্খল পরাতে নয়;
অনেক ভালবাসা থাকলে
এভাবেই জড়াতে হয়।

খুব কাছে যেতে চেয়েছি
কোন অনিষ্ট করতে নয়;
অনেক বেশি পড়লে প্রেমে
এত কাছে যেতে হয়।

গড়তে চেয়েছি সুরম্য অট্টালিকা
ভালবাসার ইট_ বালি_ সুড়কি দিয়ে
নয়ন জুড়ানো সমাধি গড়তে চাইনি কোনো;
সঙ্গে থাকতে চেয়েছি আমরণ,
ক্ষণিকালয়ের জীবনচক্রে
তোমার কোলে মাথা রেখে
ক্রমাগত নিঃশেষ হতে চেয়েছি প্রেমে


শুষে নিতে চেয়েছি বেঁচে থাকার সবটুকু নির্জাস
তোমার দেহের সুবাসিত ফাটল থেকে ;
বর্ষা এলে বৃষ্টির পর মিষ্টি রোদে
আকাশ যেমন সাজে
ছয়টি ঋতুর সবক’টিতে ঠিক তেমনি
রঙধনুর সাতরঙে সাজাতে চেয়েছি তোমাকে


নিয়নের আলোয়
শুধু তুমি আর আমি
হংসমিথুনের জলে ভাসার মত
রিকশায় চড়ে ঘুরে বেড়াতে চেয়েছি
পুরোটা শহর ।

ফুলশয্যা গড়তে চেয়েছি বারোটিমাস
কন্টকিত করতে চাইনি তোমার জীবন
চেয়েছি অলস প্রহরে
তোমার প্রেমে আমার সর্বনাশ।
তুমি হতে আমার দৈনন্দিন প্রথম কবিতা পাঠ
পড়ন্ত বিকেল, অমবস্যার নক্ষত্ররাজি
ভরা পূর্নিমার চাঁদ , বটের শেকড়
ব্যবেলিয়নের ঝুলন্ত উদ্যান।

তোমাকে বুকে নিয়ে অনায়াসে
পারি দিতাম কষ্টের নীলসাগর,
পৌঁছে যেতাম ভালবাসার দারুচিনি দ্বীপে।
তুমি হতে আমার হৃদাকাশে মুক্তবিহঙ্গ
দূরন্ত বলাকা, লালসবুজ পতাকা।
আমি হতাম সবুজ ঘাস, খোলা মাঠ
বৃষ্টি হয়ে ভালবাসা ঝরাতে এই অন্তরায়;
আমি জলীয়বস্প করে কামনার জলতরঙ্গ
পাঠিয়ে দিতাম তোমার অনুভূতি প্রবণ এলাকায় …।





মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৩

রিএ্যাক্ট বিডি বলেছেন: হা দাসত্ব শৃঙ্খল পরাতে নয়

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে এবং ভাললাগায় অনেক ধন্যবাদ।

প্রেমের বাধন দাসত্ব নয় । মুক্তি ।পূর্ণতা ।

২| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবি ও কবিতা ভাল লাগলো। কেমন আছেন ?

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১০

সেলিম আনোয়ার বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি ।

৩| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৭

নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর লাগলো । ++++

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২২

মৌমুমু বলেছেন: সুন্দর লিখেছেন ।
খুব কাছে যেতে চেয়েছি
কোন অনিষ্ট করতে নয়;
অনেক বেশি পড়লে প্রেমে
এত কাছে যেতে হয়।


উপরের লাইনগুলোতে++++
ভালো থাকবেন ভাইয়া।

১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, সবকিছু পরিস্কার করা হয়েছে কাব্যিক ভাষায়

১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা পরিস্কার। যাকে নিয়ে লিখেছি সেও বুঝেছে..........

৬| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৯

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ++++

১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩২

সোহানী বলেছেন: ভালোলাগলো...............

১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:০২

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর লিখেছেন

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১০| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:



কবি সেলিম আনোয়ার

কবিতার ক্যানভাসে হৃদয় কথন
ফুটেউঠে। মায়াময় বিচিত্র রঙের
মুগ্ধতায় সম্মোহন বিস্তৃত; আকাশে
বিদ্যমাণ তারাদের মতন সুন্দর।
বর্তমান পাড়িদেয় অতীত স্মরণে
ভবিষ্যৎ ডাকে আয় কোলের কিনারে,
স্বপ্নচুঁড়ে পৃথিবীর এপ্রান্ত ও প্রান্ত
কবিতায় আলপনা, অদ্ভুত সর্বত্র।

মোহময় কথামালা হে কবি সেলিম
আপনার কবিতায়, সাজানো গুঁছানো
পরিপাটি সে আঙ্গিনা দৃষ্টির প্রশান্তি।
অনন্তর মনভাবে রুচির বৈচিত্র
অফুরন্ত। পরিহারে কপট চরিত্র
অনুরূপ বাস্তবতা দেখিনি অনেক।

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আমার মত সামান্য মানুষকে নিয়ে এত প্রশংসামূখর ১৪মাত্রার সনেট ???
লজ্জায় পড়ে গেলাম ।
এ আপনি কি করলেন!!

অশেষ কৃতজ্ঞতা জানবেন সুপ্রিয় সনেট রচয়িতা । ভাল থাকবেন এই শুভকামনা থাকলো ।

১১| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মনকে বলি
কে বেসেছে ভালো!
আর কে করেছে ঘৃণা!
এসব কেবল সময় নষ্ট
ভেবে দেখেছো কি না?


এটা আপনর কবিতা! যে কথা সবার জানা দরকার। আমাদের এখানে কবির কদর নেই। প্রতিভার কদর নেই। সেজন্যই প্রতিভা বিকাশের মাধ্যমে আমরা আমাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করতে পারছিনা। আমার এ প্রচেষ্টা প্রতিভার স্বীকৃতিতে ক’ফোটা জলের বিন্দু মাত্র। অথচ দরকার ছিল সিন্দু।

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার এটি আহামরি কিছু নয় ব্লগের নির্বাচিততেই স্থান পায়নি ।

সনেট লিখার মধ্যে ক্যারিশমা আছে।

আপনি সেটা অনায়াসে করে যাচ্ছেন ।

আমাকে নিয়ে কোন কবি সনেট লিখবে এমনটি কখনো ভাবিনি । আমি বিস্ময়াভূত ।

১২| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সনেটটি এখনো পোষ্ট করিনি। আপাতত আপনার দেখার জন্য উপস্থাপন করলাম। দেখছি কোন এডিটিং করার দরকার পড়ে কিনা। কারণ সনেট বিধিতে আঁষ্টে-পিষ্ঠে বাঁধা। আপনাকে নিয়ে লেখার চিন্তা অনেক আগে থেকেই ছিল। কবি হিসেবেতো অবশ্যই বুঝেন কবিতার ভাব আসতে হয়। তাই দেরী হলো। অবশ্য অনেকে আমার কবিতার ভাব ধুয়ে-মুছে সাফ করতে অনবরত প্রচেষ্টা রত রয়েছে। আমাদের এখানে সাহিত্যিক জন্মায় আগাছার মতো অনাদরে। কেউ কেউ স্বীকৃতি পায় মরার পর যখন সে আর তার অনুভুতি জানাতে পারে না।

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০১

সেলিম আনোয়ার বলেছেন: কথা ভালই বলেছেন । আমাদের দেশে সাহিত্যিক জন্ময় আগাছার মত অনাদরে মন্দ বলেন নি ।

অনেক প্রতিভাবান কবি যোগ্যতা অনুযায়ী স্বীকৃতি পান না ।

আপনার জন্য অনেক শুভকামনা থাকলো ।

১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: দারুন লিখেছেন ।

১৩| ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৫

প্রাইমারি স্কুল বলেছেন: খুব ভাল কবিতা ।

১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: প্রাইমারি স্কুল লেভেলের না কি?

একটু মজা করলাম । :P

কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১৪| ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩২

প্রাইমারি স্কুল বলেছেন: ভাই আমি ছোট মাত্র ৬ মাস থেকে লেখি । লজ্জা দিবেন না। আপনার প্রোফাইলের ছবির লোকটা কে ভালবাসি

১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: প্রফাইলের লোকটা ভালবাসার মত । আপনার লেখারউত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করি ।

১৫| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

নীল-দর্পণ বলেছেন: ভাললাগা রেখে গেলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.