নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তোমার অথৈ সাগরে

২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৪




কবিতাগুলো পাচ্ছে না প্রাণ
নাসিকাতে লেগে থাকে ঘ্রাণ
তোমার, মেয়ে কবিতা থাকে ঐ ঠোঁটে
তোমার উড়না জড়ানো সুউচ্চ প্রতিরক্ষা বাধে
স্নায়ুর উর্দ্ধভাজে _স্কন্ধে।
কবিতা তখনই বৃদ্ধ হয়ে যায় (সে তুমার ভুল অনুমান)
তোমার প্রেমের চোরাগলিতে _ সুদীর্ঘ প্রতীক্ষায়
তোমার ভ্রান্ত অহমিকায় ;
তুমি চাইলে ভরে দিতে পারো তা প্লাবনে
যৌবনের অনুরাগে_ নদী ভরা থাকে যেমন শ্রাবনে।
তোমার ঘন চুল_ যেন বর্ষার মেঘলা আকাশ
এখনই নামবে বুঝি বৃষ্টি _ভাসবে হাসের দল
উত্তল_ চঞ্চল।
প্রিয়া খুলে ফেল কুমারীর আভরণ
লেগেছে এ প্রাণে অনন্ত _যৌবন _শিহরণ।
প্রেমের জ্বরে কাঁপছি থরো থরো
তোমার উষ্ণতায় বেঁচে যাবে প্রাণ _ হয়েছে যা মরোমরো।
তুমি পাবে এক নদী যৌবন ..
ভেসে যাবে তোমার রহস্য উপত্যকা _ মৌবন।
আমি হবো জেগে থাকা দ্বীপ
তোমার অথৈ সাগরে _ কল্পনার রূপনগরে।
তুমি বিস্তৃর্ণ তৃণভূমি_ চির সবুজ
আমি ঘাসফড়িং,
তোমার কমানায় নিতান্তই অবুঝ।

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ২:১৩

বজ্রকুমার বলেছেন: আমি ঘাসফড়িং,
তোমার কমানায় নিতান্তই অবুঝ

বেশ ভালোলাগলো আগামীর জন্য রইল অফুরন্ত শুভকামনা

২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও ভাল লাগায় অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৭

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগা থাকল কবিতায় ।

২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২১

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতায় কেবলি মুগ্ধতা!

২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে প্রেরণা পেলাম । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৪| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৮

সালমান মাহফুজ বলেছেন: আপনার শব্দের স্রোতধারায় ভাসতে ভাসতে শেষে এসে বুঝলাম- আমিও এক ঘাসফড়িং !

কবিতায় ভালোলাগা রইল ।

২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ঘাসফড়িং টু।

নিরন্তর শুভকামনা ।

৫| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৩

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: মোটামুটি লাগাতে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.