নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সারারাত নেই ঘুম
মনে হয় এই বুঝি
যমে নেবে টানিয়া;
যেই সেই জ্বর নয়
এ যে চিকনগুনিয়া।
এত জ্বর জীবনে
কখনো হয় নাই;
একবার হবে যার
তার আর রক্ষা নাই।
হাঁটু ব্যথা মাথা ব্যথা
ব্যথা সারা দেশটায়
বসতে গেলে কোমড় ভাঁজে
জীবন যায় যায়।
মুখে নেই কোন রুচি
যা দেবে তাতে অরুচি
খাওয়া দাওয়া বন্ধ;
ওয়াক ওয়াক বমি কেবল
খাবারে দেই গালমন্দ।
প্যারাসিটামল খাই রোজ জোড়া জোড়া
তাতে ব্যথা কিছু কমে নইলে গা বিষফোঁড়া।
মেয়র আছে কি বা নাই!
তার খোঁজ রাখিনা ;
মশাই ক্ষমতাবান
বাকী কিছু মানিনা ।
এক কামড়ে গায়ে ১০৫ জ্বর
আছে কি কোন প্রাণী এত ক্ষমতাধর?
কত কামান মশা মারতে দাগালো
মশা ঠিকই টিকে আছে
তারে না কেউ ভাগালো??
০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: আমারো । ডাক্তার বলেছে আর মাস খানেক ব্যথা থাকতে পারে ।
২| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
ধুতরার ফুল বলেছেন: চিকন গুনিয়া সংকলন নামে একটা বের করতে হবে। যতগুলা কবিতা লেখা হয়েছে এই চিকন গুনিয়া নিয়ে সেগুলা একসাথে এই সংকলনে পাওয়া যাবে।
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সংকলনের ব্যাপারটি অযৌক্তিক নয় করা যেতে পারে ।
কার এই জ্বরে কতটুকু অভিজ্ঞতা হয়েছে তা জানা হবে।এটি থেকে সাবধান থেকে রোগমুক্তিও লাভ হতে পারে ।
৩| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১১
তারিফুল বলেছেন: দারুন হয়েছে সেলিম আনোয়ার ভাই
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
কস্টেরন কথা শুনলাম; মশা দেখছি কবিদেরও রেহাই দিচ্ছে না।
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: মশা কি কাউকে ছাড়ে?
৫| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
তারিফুল বলেছেন: ডাক্তাদের কাছে যুদি এই রকম, ছন্দ মিলিয়ে রোগের বিবরণ দেওয়া যেত। তাহলে বোধ হয় মন্দ হত না।
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই মন্দ হত না ।তবে ছন্দ মেলানো খুব কঠিন বিশেষ করে চিকনগুনিয়াতে আক্রান্ত অবস্থায় জীবন যখন ত্রাহি ত্রাহি ।
৬| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
প্রামানিক বলেছেন: চিকনগুনিয়ার দারুণ ছড়া। ধন্যবাদ
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ বিশিষ্ট ছড়াকার ।
৭| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:১০
শাহরিয়ার কবীর বলেছেন: চিকনগুনিয়া এখন সবার মাথা ব্যথার কারণ, এ নিয়ে সবসময় ভয়ে থাকি ।
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: ভয়ের মতই ব্যাপার ।
৮| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:১৮
শামচুল হক বলেছেন: দারুণ ছড়া।
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৯| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:২১
সোহানী বলেছেন: একি অবস্ধা সকল ব্লগারকুলের..........চিকনগুনিয়াতো দেখি সামু ব্লগে নাড়া দিয়েছে।.......... এই জন্যইতো বুদ্ধি দিলাম এসে পড়েন.........
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: এ অবস্থা এদেশের সবার । কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১০| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৫৫
ধ্রুবক আলো বলেছেন: ছড়া দারুন। এখনও চিকুনগুনিয়ায় ধরা খাই নাই। আল্লাহ্ রহমত করেছেন।
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহর রহমত বলবৎ থাকুক। অশেষ মঙ্গল লাভ করুন ।
১১| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: দোয়া করি তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে উঠুন ।
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন । ভাল থাকবেন সব সময় এই কামনা থাকলো ।
১২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:১১
সুমন কর বলেছেন: দারুণ হয়েছে। +।
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।
১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১২:০০
খায়রুল আহসান বলেছেন: প্রবল জ্বরেও কবিতা রেহাই পায় নাই!
দ্রুত আরোগ্য কামনা করছি। সেরে উঠুন তাড়াতাড়ি।
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় খায়রুল আহসান । ভাল থাকবেন সবসময় ।
১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:১২
প্রোলার্ড বলেছেন: Napa , Apa যত আছে কিনে রাখো ভাইরে
ব্যথানাশক এর বেশী লিখবে না কেউ রে
পানি খাও বেশী বেশী করবে না এতে ভুল
খাবারে আনবে রুচি দেশী টক ফুল মূল
হাত পা নাড়াবে সদা রাখতে তা সচল
তাতেই রোগটিকে তুমি হবে না অচল
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: দারুন উপদেশ। পাঠকের কাজ লাগবে ।
১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫২
মোঃ তানজিল আলম বলেছেন: ব্রেকিং নিউজঃ
সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন সামহোয়্যারইন ব্লগের সম্মানিত মডারেটর "কাল্পনিক ভালোবাসা"
আজ সকাল ১১ টায় ল্যাব এইডে তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) কিছুদিন ধরে তিনি চিকন গুনিয়ায় আক্রান্ত হয়ে ল্যাব এইডে ভর্তি হন।
গতকাল সন্ধ্যায় তিনি জ্ঞান হারিয়ে ফেললে আজ সকালে ডাক্তার তাকে া৳ত ঘোষণা করেন। বিস্তারিত জানতে ভিজিট করুন
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: তার বয়স অনেক কম। আশা করি খবরটি গুজব । সে দীর্ঘায়ূ লাভ করুক এই কামনা থাকলো ।
১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চিকন যে এই অবস্থা মোটা গুনিয়া হইলে কি অবস্থা হইত!!
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: অবস্থা এর চেয়ে খারাপ হতনা । আমার অভিজ্ঞতায় নেই ।
১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হায় হায় আপনার ও হলো ,তাইতো বলি এমন ছড়া কি আসে এমনিতে!
অনেক ভাল লিখেছেন। ধন্যবাদ।
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। এখ সুস্থ আছি । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
১৮| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: যারা কমেন্ট করেছেন ও পাঠ করেছেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। সবার কমেন্টের উত্তর দেয়া হবে সময় করে । সবার প্রতি রইলো নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৩
বিজন রয় বলেছেন: আপনিও এটা নিয়ে লিখলেন!!
আমার তো হয়েছিল।