নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
রবীন্দ্র আলোয় একদা
আলোকিত হয়েছিল ধরা
কত যুগ পেরিয়ে গেল !
কবিতা - গানে তিনি যে আজও অম্লান;
কীর্তি তাঁর রয়ে গেল অধরা।
বাংলা সাহিত্যের মুকুট তাই
তাঁর মাথায় শোভা পায় ।
শ্রাবণের বৃষ্টির মতই অফুরান কবিত্ব নিয়ে
সৃজেছেন অসামান্য সব সৃষ্টি;
গ্রীষ্মের দাবদাহে যেন তা অঘোর বৃষ্টি ।
তিনি রয়েছেন সোনার বাংলায় লাখো ভক্তের হৃদয়ে
ধানের শীষে গ্রাম বাংলায়;
নদীর বুকে পাল তোলা নৌকায়;
এদেশের মাটি –জলে- জঙ্গলে, ভরা জোছনায়
নদী নারী বটের ছায়ায় ; তিনি নেই কোথায়?
তারে কি ভুলা যায় ?
তিনি আজও মিশে আছেন ৫৬ হাজার বর্গমাইল জুড়ে
নদীমাতৃক সোনার বাংলা অববাহিকায় ।
( আজ ২২ শে শ্রাবণ গুরুদেবের মহাপ্রয়াণ দিবস। তিনি আজও আছেন আমাদের অন্তরে রবির মতই প্রকান্ডতা নিয়ে। তাঁর মহাপ্রয়াণ দিবসে তার কীর্তির প্রতি রইলো শ্রদ্ধাঞ্জলী)
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪১
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০
সেলিম আনোয়ার বলেছেন: এই আবেগের সঙ্গে একজনের ভালবাসা মিশে আছে ।
২| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা - গানে তিনি যে আজও অম্লান;
কীর্তি তাঁর রয়ে গেল অধরা।
বাংলা সাহিত্যের মুকুট তাই
তাঁর মাথায় শোভা পায় ।
খুব সুন্দর লিখেছেন ভাই +
কবিগুরুর মহাপ্রয়াণ দিবসে তার প্রতি রইলো শ্রদ্ধাঞ্জলী....।
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫০
সেলিম আনোয়ার বলেছেন: আজ কাকতালীয় ভাবে বন্ধু দিবস। বন্ধু দিবসে কবি গুরুকে শ্রদ্ধাঞ্জলী জানালাম আর বন্ধুদের ও শুভেচ্ছা জানালাম ।
বন্ধু দিবসে বন্ধু নিয়ে একটি কবিতা লিখলে মন্দ হত না । সময়ের স্বল্পতায় পারা গেলনা ।
৩| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫২
শাহরিয়ার কবীর বলেছেন: বন্ধু দিবসে কবি গুরুকে শ্রদ্ধাঞ্জলী জানালাম আর বন্ধুদের ও শুভেচ্ছা জানালাম ।
আপনি ব্লগে কবিতা লেখেন, তাই ব্লগে কবিগুরুর প্রয়াণ দিবসে আগে।
ধন্যবাদ ভাই ।
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৩
সেলিম আনোয়ার বলেছেন: আবারো ধন্যবাদ কমেন্টে ।
৪| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তিনি আজও মিশে আছেন ৫৬ হাজার বর্গমাইল জুড়ে
নদীমাতৃক সোনার বাংলা অববাহিকায় ।
ভালো লাগলো প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। শুভেচ্ছা।
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা প্রিয় কবি সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ।
ভাল থাকবেন সবসময় । এই শুভকামনা থাকলো ।
৫| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫
সেলিম আনোয়ার বলেছেন: বন্ধু তোমাদের সাহচার্য না পেলে
জীবনটা যেত বিফলে
ছোট্ট বেলার বন্ধু আমার
একমাত্র সহায় স্কুলে যাবার
প্রিয় বন্ধুর উপস্থিতি; গড়েছে
কিশোর বেলার মধুর স্মৃতি।
পিতা মাতা আত্নীয় স্বজন
তাদেরও পেয়েছি বন্ধুর মতন।
যৌবনের মধ্যগগণে
বন্ধুত্ব আমার প্রিয়ার সনে।
কত কথা কত গান
কবিতার ছন্দে প্রেমের ভান
কত আনন্দ কত বেদনা
সখির ভিতরেই কত দ্যুতনা!
ভাঙলো গড়লো —কত খেলা খেললো
হৃদয়টা নিয়ে —শূণ্যতা দিলো ।
আজো বসে থাকি
প্রিয়তমা বন্ধু আমার
আমাকে কি ভাসাবে না যৌবনের রাগে
বর্ষার জলের মত
দেহে নেই মিথ্যে কোনো
প্রিয়ার দেহে তবে হবে না কি অবস্থান
নাকফুলের মত আমার এই ক্ষুদ্রদেহ
বন্ধু দিবেসে নিরন্তর শুভকামনা
দূর হোক সকল বেদনা
ঘুচে যাক সকল ব্যবধান ।
৬| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১
বিজন রয় বলেছেন: কবিগুরুর প্রয়াণ দিবসে এবার ব্লগে কোন লেখা এখনো চোখে পড়েনি।
আপনার পড়লাম।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: হয়ত এখনো লেখা হয়ে ওঠেনি । লিখবে ।
৭| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৩
সনেট কবি বলেছেন:
কবি সেলিম আনোয়ার ও রবীন্দ্র নাথ
বঙ্গ গগন দেখেছে রবীর প্রকাশ
সাহিত্যের সমুজ্জ্বল দীপ্তির আভায়
কি কাব্য গল্প নাটক উপন্যাস গান
রবীন্দ্রের বিচরণ সর্বক্ষেত্রে আছে।
মুকুট পড়েছি ঢের মজায় মজায়
সমাপ্তি পাঠক মন পরিতৃপ্ত করে
রবীর গানেতে হয়ে নিদ্রায় কাতর
বলাকার রূপ দেখি অনিন্দ সুন্দর।
হে সেলিম আনোয়ার হে কবি বিস্ময়
রবীর প্রকাশে কাব্য উপযুক্ত বটে
আপনার লেখনিতে প্রস্ফুটিত হলো।
কবিবর উপহারে আমোদীত জন
ভুলেনি কবিকে মোটে এখনো ভাস্বর
সে নক্ষত্র বিশ্বজোড়া সাহিত্য আকাশে।
০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: বঙ্গ গগন দেখেছে রবীর প্রকাশ
সাহিত্যের সমুজ্জ্বল দীপ্তির আভায়
কি কাব্য গল্প নাটক উপন্যাস গান
রবীন্দ্রের বিচরণ সর্বক্ষেত্রে আছে।
সুন্দর । গুরুদেবের অবস্থান বাংলা সাহিত্যে ধ্রুবতারার মত।
৮| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৬
নীলপরি বলেছেন: নদী নারী বটের ছায়ায় ; তিনি নেই কোথায়?
তারে কি ভুলা যায় ?
ভালো লাগলো অনেক । ++++++
শ্রদ্ধাঞ্জলী
০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। কবিগুরু অস্বীকার করার কোন সুযোগ নেই। বাংলা সাহিত্যকে তিনি ৩০০ বছর এগিয়ে নিয়েছেন।
ভাল থাকবেন সবসময় সেই কামনা থাকলো।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৭
সালমান মাহফুজ বলেছেন: রবিবাবুকে নিয়ে চমৎকার সাবলীল আবেগ । এ আবেগ শুধু এ প্রজন্মের একজন কবির নয়, আজন্ম চিরায়ত বাঙালির আবেগ । এ আবেগ অশেষ অফুরান ।
ভালোলাগা জানবেন ।