নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সুবিবেচনা

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫২


সুবিবেচনা,
অবিবেচকের মত করে যাও ছলনা!
সময় থেমে থাকেনা,
তটিনীর মতন;
প্রশ্ন করো মনের কাছে— দেহের কাছে
প্রশ্নের জবাব সেইখানে আছে;
কেন এত রূপ করেছো ধারণ?
কেন সাজিয়েছো কোমলদুঠোঁট, চঞ্চল দুনয়ন
বক্ষে কেন করেছো ধারণ সুরম্য উপঢৌকন?
কেনই বা স্বর্র্গীয় উপত্যকা উষ্ণ প্রস্রবণ?
কেন বৃষ্টি হয়ে ঝরো মরুভূমি এই বুকে
কেন রাজ্যের ব্যবস্থাপনা;
আমাদের দুজনার মাঝে।
কেনই বা এত আয়োজন মিলনসঙ্গীতের
তারাখসার মত কেনই বা তা খসে পড়ে
সময়ের ডানায় ভর করে
ক্ষণস্হায়ী যৌবন।
তবু কেন দূরে থেকে করছো অযাচিত কালক্ষেপন?
কাব্য সুধা জানি গো তোমার আছে
আমার আছে ঝর্ণার চলার ছন্দ— নূপুরের নিক্কণ।
আমাদের মাঝে জীবন আছে
কবিগুরুর কবিতার মতন।
প্রশস্ত হও অবনী
আর রুদ্ধদ্বার থেকোনা স্বজনী
মায়াবী পেখম তুলো
এসো করি মিলন কাব্য বিরচন ।

ছবি : নেট

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৮

বিজন রয় বলেছেন: কেন, কেন, কেন?

এত কের তো উত্তর জানা নেই।
তবু মিলনের স্বপ্ন দেখি।

০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +

০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৯

বিজন রয় বলেছেন: এত কের তো উত্তর জানা নেই।

............. কেনর হবে।

০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৮

সেলিম আনোয়ার বলেছেন: জানা নেই জানা আছে
টু মেক লাভ এন্ড নাথিং ইলস ।

৪| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কেন? কেন? কেন?
'প্রশ্ন গুলি সহজ, এর উত্তর নেই জানা''

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫১

সেলিম আনোয়ার বলেছেন: মনে করেন নেই জানা ।

কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৭

খায়রুল আহসান বলেছেন: বুঝতে পারছি, আপনি এখন সুখানুভূতিতে আচ্ছন্ন!
সুখ আর দুঃখই মানুষের মনোভূমে আবেগের প্রস্রবন সৃষ্টি করে, আর সে আবেগ থেকে কবিতার ফল্গুধারা প্রবাহিত হয় কবির ঝরনা কলম দিয়ে (পড়ুন কী বোর্ড দিয়ে)। বিশ্বের সব ভাল ভাল কবিতার পেছনে এই দুই অনুভূতি নিয়ন্ত্রকের ভূমিকা পালন করেছে।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।

আপনার যুক্তি ফেলার মত নয়।

যথার্থই বলেছেন ।

৬| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রশস্ত হও অবনী
আর রুদ্ধদ্বার থেকোনা স্বজনী
মায়াবী পেখম তুলো
এসো করি মিলন কাব্য বিরচন ।

এরকম দারুন আহবানে কি আর দূরে থাকতে পারে!!!! ;)

ভাললাগা ++++++

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: না পারে না । :)

৭| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৫

নিতাই পাল বলেছেন: বহুদিন পড় একটা সুন্দর কবিতা পড়লাম। লেখককে অনেক অনেক ধন্যবাদ, সাথে রইল শুভকামনা।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।নিরন্তর শুভকামনা ।

৮| ০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৮

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কাব্য।

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: দারুণ কথামালায় চমৎকার কাব্য!

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর ব্লগে সুস্বাগতম।

কমেন্টে অশেষ ধন্যবাদ।

কবিতা ভাললেগেছে জেনে ভাল লাগলো ।

১০| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৬

সনেট কবি বলেছেন:



কবি সেলিম আনোয়ার

সুবিবেচনা লাগবে সকল বেলায়
প্রেমের ভেলায় ভেসে জীবন কাটাতে।
অবিবেচকের সাথে সম্পর্ক ঘুছিয়ে
চলুক সুবিবেচনা মনের আনন্দে।
অচল অবিবেচনা পোকার আদার
মনুষ্যে এ নয় কোন কাজের বিষয়
সুবিবেচনা নির্মল মিলন সঙ্গিতে
কবি মন প্রীত করে করুন উদ্দমী।

হে সেলিম আনোয়ার হে প্রেমের কবি
লিখেছেন যতনেতে প্রেমের কবিতা
অনন্য প্রেমের বানী ঝরনার জল।
টলমল সে জলের শীতল পরশ
পাঠকের জ্ঞান ফিরে উদ্দেপিত হয়
আনন্দে পাঠক ছুটে কর্মের ভুবনে।

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আবরো সনেট কবির সনেট।

লিখেছেন ভাল।
শুভকামনায় ধন্যবাদ।

১১| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১২| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


কবিতায় 'শরীর' অনেক বড় ভুমিকায় চলে গেছে?

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাতো প্রিয়া উদাম শরীর । মন রহস্যের আধার। শরীর মিথ্যে বলে না। ভালবাসার চূড়ান্ত পরিণতি শরীর । :)

১৩| ০৯ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:১৩

এম এ কাশেম বলেছেন: আমি আর কিছু বলিব না,

তবে ভাল লেগেছে আনোয়ার ভাই।

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কিছু না বলিলেন । ভাললাগাতে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৪| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৬

নীলপরি বলেছেন: মায়াবী পেখম তুলো
এসো করি মিলন কাব্য বিরচন ।


অনবদ্য লাগলো ।

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.