নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

জ্বালানি নিরাপত্তা

০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫২



রান্নাঘরে গাড়ীর সিলিন্ডারে
শিল্পকারখানায় ব্যবহারে;
জ্বালানি অপচয় রুখতে হবে,
সম্পদ তো অশেষ নয়
করলে অপচয়;
দ্রুত তা ফুরিয়ে যাবে।
সাশ্রয় করলে জ্বালানি
সম্পদ বাঁচবে— বাঁচবে অবনী।
জলে —স্থলে
নতুন শক্তির উৎস অনুসন্ধান
অব্যাহত রাখলে;
তবেই নতুন সম্ভাবনার দ্বার
উ্ন্মুচিত হবে।
দেশতো নয় কোন ব্যক্তি বা দলের,
লাখো শহীদের রক্তে অর্জিত
এই দেশ; আমাদের সকলের।
দেশের চাহিদা মেটানোর জন্য
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে
সকলে মিলে কাজ করতে হবে;
তবেই এই দেশ অদূর ভবিষ্যতে
উন্নতির শিখরে পৌঁছে যাবে ।


আজ জ্বালানি নিরাপত্তা দিবস। বঙ্গবন্ধু ১৯৭৫ সালে এই তারিখে (৯ আগস্ট) পাঁচটি গ্যাসফিল্ড ক্রয়ের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করা লক্ষ্যে প্রথম পদক্ষেপ নেন। সেই সূত্র ধরেই আজ জ্বালানি নিরাপত্তা দিবস। এই দিবসে প্রতিবাদ্য “ সাশ্রয় করলে জ্বালানি সম্পদ বাঁচবে বাঁচবে ধরনী”। অপচয়কারী শয়তানের বন্ধু । তাই চলুন সবাই প্রতিজ্ঞা করি আর জ্বালানি অপচয় করবো না ।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


"অপচয়কারী শয়তানের বন্ধু । "

-অপচয়কারী মানে অপচয়কারী, সেজন শয়তানের বন্ধু, নাকি আদম (আ: )'এর বন্ধু সেটা কিভাবে নির্ণয় হচ্ছে?

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১২

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্টে ধন্যবাদ। নিন্দনীয় বা ক্ষতিকর কাজ করা শয়তানের বন্ধু হওয়াই স্বাভাবিক। কি বলেন চাঁদগাজী?

২| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো দিক তুলে ধরেছেন কবি, এ তো অবশ্যকরণীয় বিষয়।
লিখেছেন সুন্দর।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: জ্বালানি নিরাপত্তা দিবস সম্পর্কে অনেকেই সচেতন নন।অথচ জ্বালানি হলো একটা দেশের অর্থনীতির জন্য শরীরে জন্য ব্লাড যেমন গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ। তাই আমার কবিতা প্রতিপাদ্য জ্বালানি নিরাপত্তা দিবস

৩| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪

সুমন কর বলেছেন: আজ জ্বালানি নিরাপত্তা দিবস, জানতাম না।

কবিতা ভালো হয়েছে।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: এই বিশেষ দিনটি সম্পর্কে ব্লগারবৃন্দ্ ও জনগনের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করা এই কবিতার উদ্দেশ্য ।

৪| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫০

চিটাগং এক্সপ্রেস বলেছেন: বাংলাদেশের জ্বালানি মজুদ শেষ হয়ে আসছে। মজার ব্যাপার হল, সরকার এই দিবসটি পালন করে আবার সরকারই জ্বালানি ডাকাতদের নিরাপত্তা দিয়ে থাকে ।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আরও ম জার বিষয় হলো এই দিবসের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর অনুপস্থিতি । তিনি সচরাচর জ্বালানী উপদেষ্টাকে এই অনষ্ঠানে পাঠান। আ জকে ডিপ্লোমা প্রকৌশলীদের একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অথচ বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ তার অধিনস্ত একটি মন্ত্রনালয়।একটি অতীবগুরুত্বপূর্ণ বিষয় প্রধান মন্ত্রীর কাছে গুরুত্ব পায়না ।

৫| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন:
লাখো শহীদের রক্তে অর্জিত
এই দেশ; আমাদের সকলের।
দেশের চাহিদা মেটানোর জন্য
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে


জ্বালানি অপচয় রোধ করতে হবে .....
কবিতা ভালো লাগলো +

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ভাল লাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৫

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




জ্বালানি নিরাপত্তা দিবসে আপনার যথোচিত ও সুন্দর কবিতাখানি সচেতনতা জাগাবে নিঃসন্দেহে ।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৩

সনেট কবি বলেছেন:



কবি সেলিম আনোয়ার ও জ্বালানী নিরাপত্তা

অবুজের দল সব বুঝেনা মঙ্গল
নিজ জাতি স্বদেশের অথবা বিশ্বের
সে সবের জন্য কবি কাব্যে আছে খাঁটি
উপদেশ অনবদ্য পালনে উত্তম।
জ্বালানির অপচয় রোধের বেলায়
কবি কথা অনুপম সকলের জন্য।
ঠিক বলেছেন কবি সম্পদ সসীম
হিসেবে করলে ব্যায় কমবে বিপদ।

হে সেলিম আনোয়ার যথার্থ বিষয়
উপস্থাপনের জন্য ধন্যবাদ দেব,
এমনটাই ভাবলে উন্নতি সম্ভব।
জনগন মিলে মিশে গড়ে তোলে দেশ
সরকার সহায়ক ভূমিকায় থাকে
তবেতো জাতির সুখ সুনিশ্চিত হয়।

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: অবুঝের দল সব বুঝেনা মঙ্গল
নিজ জাতি স্বদেশের অথবা বিশ্বের

ঠিকই বলেছেন ।

৮| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২১

তারছেড়া লিমন বলেছেন: দারুন...++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১০ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৪

ব্লগ মাস্টার বলেছেন: অপচয় রোধ হোক।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১০| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৮

মৌমুমু বলেছেন: চমৎকার বক্তব্য লিখেছেন ভাইয়া।+++
সব কিছুর ক্ষেত্রেই মিতব্যয়ী হওয়া উচিত।
আশা করি ভালো আছেন।
শুভকামনা আপনার জন্য।

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ‍ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.