নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
নিনাদে আলোড়িত হয় ধরনী
ভেঙে ফেলে তা বৃক্ষরাজি
জীবনের রং বদলায়
থেমে যায় গৃহস্থালী— পথিকের পথ চলা।
বিশ্বাসী দু’ঠোঁটে তখন কেবল প্রার্থনা
জীবন—জীবিকার নিরাপত্তা কামনা;
তখনো প্রেমিক মনের সুগভীর জিজ্ঞাসা
কোথায় আছে ? কেমন আছে?
চাতক মনের মরুর পিয়াসা
স্বপ্নের আকাশে ভেসে থাকে চাতক—চাতিকা
অবয়ব জুড়ে তার —কামনার স্বর্ণকমল;
রূপকথার রূপে
নিভু নিভু প্রদীপের আলো।
নিনাদ সাময়িক প্রতিবন্ধকতা
এক সময় মেঘ কেটে যায়
সূর্য দেবতা উদ্ভাসিত হয়
অথবা রাতের ধ্রুবতারা হেসে ওঠে আকাশের গায়।
সাময়িক নিনাদে কম্পিত মন
ঠিকই দু’নয়ন মেলে তাকায় তখন;
নক্ষত্রের আগুন জ্বলা রাতে।
প্রেম সে তো নিনাদ নয়
শাশ্বত চিরন্তন;
যেন ধ্রুবতারা অথবা রবির কিরণ
আমাদের ভালবাসা আবশ্যিক ঘটনা
ইচ্ছ্বে করলেই ফিরিয়ে নেয়া যায় না।
পাখির দুটি ডানা যেমন
দূর আকাশে উড়ে;
আমাদের মিথোজীবিতা ঠিক তেমনি
অবনীর স্নেহ মমতা ঘিরে,
যেন বাবুই পাখির নীড়ে ।
ছবি : নেট
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও ১ম কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৮
নাগরিক কবি বলেছেন: বাহ! সুন্দর, সুন্দর ও সুন্দর।
তা সেলিম ভাই বয়সতো বাড়ছে ভীষণ
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৬
সেলিম আনোয়ার বলেছেন: হ্যা তাতো বাড়ছেই । বাড়লেও মনের বনে কোকিল ডাকে।
পুরুষের আবার বয়স কি?
৩| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৫
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লাগলো +++
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাললাগায় অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় এই শুভকামনা ।
৪| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৬
বিজন রয় বলেছেন: আপনার যতগুলো কবিতা পড়েছি এপর্যন্ত এটাই সবচেয়ে ভাল মনে হয়েছে আমার।
মুখস্থ কথা বলতে আসিনি, তাই চুপ থাকলাম।
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাল লেগেছে যেনে খুশি হলাম।
ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।
৫| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪২
সোহাইল বিন জয়নুল বলেছেন: ভাল লাগল,,,,,
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তন শুভকামনা ।
৬| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৩
শায়মা বলেছেন: বাহ বাহ !!!!!!!
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৬
সেলিম আনোয়ার বলেছেন:
কমেন্টে ও ভাল লাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা শায়মা ।
১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০২
সেলিম আনোয়ার বলেছেন: তোমার জন্য ফুল আর প্রজাপতি ।
৭| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
সহজ সরল ভাষায় সুন্দর লিখেছেন।
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৮| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতায় ডুবিয়ে রাখলেন
মিথোজীবিতির মতোই আবিষ্টতায়
+++++++++
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ভাললেগেছে জেনে ভাল লাগলো ।
ভাল থাকুন সবসময় ।
৯| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২২
সনেট কবি বলেছেন:
আপনি আমার পোষ্টে যে মন্তব্য করেছেন তার প্রতি মন্তব্য হিসেবে যা লিখলাম-
কবি সেলিম আনোয়ারের মন্তব্যে মন্তব্য
এখানে মিলছে কবি মিলন মেলায়
এখানে বসেছে এক সনেটের হাট
যে হাঁটের উদ্বোধক আপনি হে কবি
হে মাননীয় সেলিম আনোয়ার প্রিয়।
মনেকি পড়েছে কবি দিয়েছিলেন ফু
কাটাতে শনির দশা? তা’ হোক সে যেটা
শনির আছর কিছু উপশম হয়ে
এখন কিছুটা শান্তি এসেছে মনেতে।
প্রিয় কবি এসেছেন অনুপ্রেরনায়
আমরা দারুণ খুশী পদধুলি পেয়ে
স্বাগতম আগমনে শুভেচ্ছা হাজার।
আপনার মোহনীয় কবিতার মোহে
অনুজের মন দোলে উচ্ছসীত হয়ে
সে কারণে আপনার চাই ভাল হোক।
১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০১
সেলিম আনোয়ার বলেছেন: বেশ হয়েছে সনেট কবি। পোস্টটি সৌন্দর্য অনেকখানি বেড়ে গেল আপনার সনেট প্রচেস্টায় ।
আপনানে ফুলেল শুভেচ্ছা ।
১০| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০
সনেট কবি বলেছেন:
কবি সেলিম আনোয়ারের প্রত্যয় কবিতায় মন্তব্য-
কবিতার মোহনায় মোহনীয় রূপে
প্রেমকে দারুণ ভাবে তুলেছেন কবি
মুগ্ধ না হয়ে উপায় রাখেননি কারো
মুগ্ধ করা কবিতায় মুগ্ধ তাই মন।
কথারা হারিয়ে সব এসেছে হেথায়
দারুণ দারূণ সব অতিথি কথন
কোথা কোন দূরে লোকে কথা ছিল পড়ে
আপনি তাদের সবে এনেছেন ধরে।
চাকত- চাতিকা দুই স্বপ্নের আকাশে
ঝাপটায় ডানা যেন প্রেম বারি পেতে
প্রেমাস্পদে এযে হাল নিদারুণ বেশ।
আত্মার গভীর থেকে দেখেছেন প্রেম
প্রকাশে মহিমা তার কবিতার ছত্রে
আপনি হেথায় যেন উচ্ছল ভাস্বর।
১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: আবারও ধন্যবাদ। সনেট কবি । দারুন হয়েছে ।
১১| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৪
চাঁদগাজী বলেছেন:
যাক, ১ম বার কবিকে বিরহমুক্ত দেখলাম।
১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৩
সেলিম আনোয়ার বলেছেন: বিরহমুক্ত হলাম ১৫ আগষ্ট বিরহ নিয়ে এলো । আর বিরহ নিয়ে এল বন্যা । বন্যা নিয়ে আপনার পোস্টের অপেক্ষায় আছি ।
১২| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩২
করুণাধারা বলেছেন: ভাল, খুব ভাল।
১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৩
সেলিম আনোয়ার বলেছেন: করুনাধারা আপনার কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৩| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২১
অর্ক বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার সেলিম ভাই, চার নাম্বার মন্তব্যে বিজন রয় ঠিক কি বলতে চাচ্ছেন!
মুখস্থ কথা বলতে আসিনি, তাই চুপ থাকলাম।
এখানে তাঁর আগে আমি ও আরও দুজন মন্তব্য করেছি। আমরা কি মুখস্থ কথা বললাম! মন্তব্য নিঃসন্দেহে তির্যক ও ব্যক্তি উস্কানিমূলক। অন্যকে অহেতুক তুচ্ছতাচ্ছিল্য করার প্রবণতা আশু পরিহার করা দরকার বিজন রয়ের।
১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৫
সেলিম আনোয়ার বলেছেন: আমি এতটুকু বলতে পারি আপনারা মুখস্ত বলেন না । সবাই কমেন্ট করতে পারে না । আবার অন্যের কমেন্ট দেখে অনেকের মনে হয় যে মুখস্ত কমেন্ট । সবই উপরওয়ালার ইচ্ছ্বা ।
১৪| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে । যেন জীবনের সত্য কথা বলে ।
১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৮
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধন্যবাদ। জীবন এক রহস্য ।তার চালচলন কথাবার্তাও রহস্যময়। কথা গুলো সত্য হওয়া অবাঞ্চনীয় নয় ।
১৫| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:০০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাহ... অনেক দিন পর!
ছন্দ রাখার সূক্ষ চেষ্টাটি ভালো লেগেছে। ছন্দ কবিতার সৌন্দর্য্যে অবদান রাখে...
কবিকে অনেক শুভেচ্ছা...
১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: অনেকদিন পর? আপনি না আমি?
অনেকদিন পর ব্লগে পেয়ে ভাল লাগলো ।
ব্লগ সঞ্চালনায় এখন সরকারী ছুটি আছে।
কি আর বলবো ও আমার পগলা ঘোড়ারে কই থেকে কই লইয়া যাস এই অবস্থা ।
জানা আপুকে দেখা যায়না বহুদিন । আই মিন তার মন্তব্য ।
১৬| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৯
জাহিদ অনিক বলেছেন: চাঁদগাজী বলেছেন:
যাক, ১ম বার কবিকে বিরহমুক্ত দেখলাম। - ২য় স্তবকে বিরহ আছে না ?
১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৪
সেলিম আনোয়ার বলেছেন: অনিক ভাই ঐটা এক ধরণের ঢং ।
বিরহ ছাড়া প্রিয়তমা কাছে টেনে নেয় না ।
তাই ২য়স্তবকে । বিরহের ছায়া ।তাও যৎসামান্য ।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৬
অর্ক বলেছেন: অসাধারণ! কবিতাপাঠে একরাশ মুগ্ধতা। শুভকামনা।