নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অগ্রিম জন্মজয়ন্তী ( আগামী দিন যদি না লিখতে পারি কবিতা !!!)

১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৬


আকাশের ধ্রুবতারা কানে কানে বলে গেলো
কেমন করে ধরনীতে কল্লোলিনী সৃষ্টি হলো।
আগামীকালের অস্তরবি
মোমের আলোয়
জনে জনে বলে দেবে সবই।

কেমন করে এসেছো ; মায়াজাল মেখেছো
আলোকিত করেছো ক্ষণিকের ধরণী।
তোমার ক্রন্দনে জীবনের জয়গানে
হেসেছিলো অবনী;
খুশির প্লাবনে তাই মেতেছিল মেদিনী।

সেদিনের সমীরণে
উৎকলিকা মেখেছে ঘ্রাণ,
ভ্রমরের গুঞ্জনে প্রকৃতি হয়েছে মুখরিত— অম্লান।

উৎসব কলরব করেছে ভর
নতুনের আগমনে তোমাদের গৃহকোণে
এসেছে আনন্দ প্রহর ।

তুমিও নেই আর শিশুটি এখন
যৌবনের রাগে ময়ূরীর মতন
কামনার সাতরঙে— তুলেছো পেখম।

গুণের সমাহার— কত আয়োজনে
কত জনের সুপ্তি নিয়েছো কেড়ে
তাদের অনেকে এখন গিয়েছে হারিয়ে
আমাদের ভালবাসা কেবল
দিনে দিনে গিয়েছে বেড়ে।

আগামী দিনটি স্মরনীয় হয়ে থাক
আমাদের পরিণয়ে বসুধা গেয়ে যাক
বসন্তের আগমনি গান— সুমধুর তানে।

অতঃপর আমরা দুজনে যেন
অঘোর বর্ষায় আষাঢ়— শ্রাবণ
মরুভূমির তপ্তবুকে আনবো ফাগুন।

আমাদের প্রেম হোক পাখির কলতানে
ফুলেরা প্রস্ফুটিত হোক কুসুম— কাননে।

উৎসব— কলরব আগামীর দিনটায়
সাফল্য করুক ভর পাখির দু’ডানায় ।

আর নয় কোন শোক; কোন দিন— কোন ক্ষণ
আমাদের ঘিরে থাক— কেবল আনন্দ আয়োজন ।


উৎসর্গ: অপসরা, শায়মা, বরুণা,.......

মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০০

আখেনাটেন বলেছেন: উৎসব— কলরব আগামীর দিনটায়
সাফল্য করুক ভর পাখির দু’ডানায় ।
-- অাশার এই বাণীই এখন দেশের পোড় খাওয়া মানুষগুলোর বেঁচে থাকার সঞ্জীবনী।

ভালোলাগা কবিতায়।

১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: অনেক দূর্যোগ হলো এই বছর। আগামীর দিন গুলো মানুষগুলোর জন্য আনন্দদায়ক হোক ।


১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । :)

২| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


আগাম জন্মদিনের শুভেচ্ছা রলো শায়েমার জন্য।

জন্মদিনের সন্মানে অনবদ্য পদ্য !

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে । শায়মার জন্য জন্মদিন আনন্দের হোক। সপ্নিল হোক । আরও দারুন কিছু পোস্ট তিনি উপহার দিবেন এই প্রত্যাশা থাকলো ।

৩| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৬

শায়মা বলেছেন: থ্যাংকস আ লট ভাইয়া! :)

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আরেকটি কবিতা প্রচেষ্টা !:#P

সুকেশা সুনয়না ওগো মনোহরিণি
অপরূপ রূপের আধার অবরোধ বাসিনী।
মধুর স্বরে বল কথা ; গাইতে পারো গান
সাজতে পারো পরীর মতো; হৃদয় কাড়ো জান।
রাধতে পারো দক্ষ হাতে
কবিতা লিখো ছন্দ তাতে —ভরিয়ে দেয় প্রাণ।
গল্প লিখো ,ছবি আঁকো
অনুপ্রেরণায় সিদ্ধহস্ত।
আদরিনী,
অবনীর বুকে তুমি যে কলতান!
নক্ষত্রের আগুনে কিগো তাই পোড়ালে এই প্রাণ।
পূর্ণিমার জোছনায় রূপকথার মতন
তোমার তরে বিধাতা যেন সপেছেন —এই মন।
জন্মেছিলে তুমি আজকের এই দিনে;
শুভজন্মদিন ,ওগো মোর প্রিয়তমা,
নিরন্তর শুভকামনা মায়াবী এই ক্ষণে ।

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: নতুন জন্ম হোক মোদের
হোক নতুন পরিচয়
তোমার জন্মদিনে নতুন করে
মোদের ভালবাসা
যেন আরও প্রগাঢ় হয়।

৪| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৪

বিদগ্ধ বলেছেন:


দুঃখিত হয়ে বলতে হয়, আজকাল কবিতার চেয়ে উৎসর্গ লাইনে মনযোগ আটকে যায়।

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: উৎসর্গ কম গুরত্বপূর্ণ নয় ।

বিদগ্ধ কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। উৎসর্গের সঙ্গে সঙ্গে লেখা যেন আরো ভাল হয় । :)

৫| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫১

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। ;)

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। কবিতা ভাল হয়েছে জেনে ভাল লাগলো ।

আপনার জন্য নিরন্তর শুভকামনা থাকলো ।

৬| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +

শুভ জন্মদিন শায়মা আপু !

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ কমেন্টে , পাঠে এবং শুভকামনায় ।


ভালথাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৭| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩২

এফ.কে আশিক বলেছেন: অসাধারণ লিখেছেন
কবিতায় ভালো লাগা...

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা । ভাল থাকবেন সব সময় ।নিরন্তর শুভকামনা ।

৮| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০২

ওমেরা বলেছেন: কবিতা পড়ে একটা ধারনা হল,জানিনা আমার ধারনা সত্য কিনা !যাইহোক কবি ও সায়মা আপু দুইজনের জন্য শুভ কামনা রইল ।

১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো আপনার জন্য ।

৯| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।







ধন্যবাদ। ভাল থাকবেন।

১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

১০| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৯

জাহিদ অনিক বলেছেন: আগামী দিন যদি না লিখতে পারি কবিতা ! - বেশ তীব্রতা প্রকাশ পাচ্ছে ।

১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১১| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সায়মাপুর জন্মদিনে এতো সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে অফুরান ধন্যবাদ।

১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য । কমেন্ট করে এই পোস্টের অংশ হওয়ার জন্য ।

১২| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৮

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা।

১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: শুভ্র বিকেল সুস্বাগতম । :)

অনেক ধন্যবাদ কমেন্টে ।

আপনার জন্যও রইলো শুভকামনা ।

১৩| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৯

মৌমুমু বলেছেন: অনেক চমৎকার লিখেছেন সেলিম ভাইয়া! খুব ভালো লাগলো সহব্লগারের প্রতি এত শ্রদ্ধা আর সম্মান দেখে।
আমার পক্ষ থেকেও শায়মা আপুকে জন্মদিনের শুভেচ্ছা।
ভালো থাকবেন ভাইয়া।

১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১২

সেলিম আনোয়ার বলেছেন: তেমন কিছু করিনি। আমি একটু সময় দিলাম সুপ্রিয় শায়মার জন্য ব্যস্ততার মধ্যেও তার জন্য অবসর হলাম ।


আপনার সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । :)

১৪| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৬

নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো কবিতা ।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৫| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৬| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নির্ঘাত শায়মাপু কবিতা বুঝেনা................নাইলে এ অগ্রাহ্য করা অসম্ভব

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আমিও তাই বলি ...
সে বুঝলো না কি হায়...!!!!!!!

১৭| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৯

শায়মা বলেছেন: ১৭. ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৬ ১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নির্ঘাত শায়মাপু কবিতা বুঝেনা................নাইলে এ অগ্রাহ্য করা অসম্ভব


কে বলছে বুঝিনা!!!!!!!! X(


বুঝে বুজে তো নির্বাক হয়ে গেছি!!!!!!!

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: তোমায় ঘিরে আরেকটি কবিতা প্রচেষ্টা

রূপে তোমার সূর্য ডুবে গেলো
এবার না হয় সান্ধ্য প্রদীপ জ্বালো।
তোমায় দেখে রাতের তারার তৃষ্ণা মেটেনা;
আদর মেখে দেয় তোমায় চাঁদের জোছনা।
হারাতে চাই আমি তোমার দেহের ভাঁজে
সাগর বুকে অস্তরবি যেমনে ডুবে যায়
এমন সাধে তুমি মরছো কি গো লাজে ?
এখন বুঝি মন আর দেহ কিছুই আমার নাই।
মন সপেছি তোমার তরে সে তো অনেক আগে
এখন দেখি কায়াও চলে যায়
রূপসাগরে ডুববে তোমায় তাই
মুমূর্ষূ এ প্রাণ নিদারুন পিপাসায়
মনের বনে একই প্রশ্ন সদাই
তোমার অধরে আমার তরে
কি একটু জলও নাই ?
অপার ভালবাসায়!
আঙুলে আঙুলে খেলা
হয়ে যাক এই বেলা
আজ ভীষণ তৃষ্ণা মম বুকে;
পণ করেছি বেশ
প্রিয়ার তনু থেকে
এবার কাঁঠালচাপার
গন্ধ নেব শুঁকে ।

১৮| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩১

কথাকথিকেথিকথন বলেছেন:


আবেগ, ভালবাসা, প্রেমগুলো হোক এমনি উদার । তবেই তো তার সৌন্দর্য্য চারদিক বিমোহিত করে তোলে ।

উনি আরো অজস্র বছর কাটিয়ে দিক সুন্দরের মাঝে । রইলো সবার জন্য শুভ কামনা ।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৯| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩২

সনেট কবি বলেছেন:




শায়মার জন্ম দিন সংক্রান্ত কবি সেলিমের কবিতায় মন্তব্য

‘শায়মার জন্মদিন’ হয়েছে কি তাতে?
শোকের এ মাসে জন্ম অপরাধ সেকি
বলে দিতে হবে তাকে? সেথায় উল্লাস?
তার প্রিয়জন দেখি সে রকম সব।
সত্য বল্লে দোষ হয় এদেশে সে জানি
তবুও না বলে থাকি কিভাবে কেমন?
পেট উৎরে বলেই ফেলেছি সে কথা
লোকে মন্দ বল্লে তবে কেয়ার করিনা।

‘শায়মা জন্মেছে তার মায়ের কোলেতে
এখন গুনেতে আলো ছড়ায় সর্বত্র’
একথা গোপন থাক বলিনা সে কথা।
শায়মা শুনলে ফুলে ঢোল হবে জানি
সেজন্য গোপন রাখা প্রচেষ্টা চালাই
কি বলেন করেছি কি সঠিক তাহলে?

১৬ নং মন্তব্য মুছে দিয়েন।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: ১৬ নং মন্তব্য মুছে দেয়া হলো ।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: বেশ হয়েছে।

ঠিক করেছেন। তা না হলে সে আরও ভাল করতে পারবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.