নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সরোবর

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৪



ভেবে ভেবে কত বেলা গেলো!
ভালবাসা এক জটিল ধাঁধা ,
বড্ড এলোমেলো ।


ও মন, সরল কর কষে তার উত্তর বেড় করো
বেশি হিসেব কষলে পাকবে চুল
বুড়িয়ে গিয়ে হবে মরো মরো— তবু মিলবে না সমাধান
যদি হয় ভুল তিল পরিমান।

তিলে তিলে যাবে ক্ষয়ে সাধের যৌবন
একদিন সাঙ্গ হবে সকল খেলা —শান্তি নিকেতন।
গণিত কষা সবার কাছে হয়তো সহজ নয়;
নিজের মনে থাকলে দ্বিধা করোনা আর সময় অপচয়।

তোমার প্রেম শিকেয় তুলো ; যে তোমাকে বাসে ভালো
তার সাথে মন করো বিনিময় ।

মন্তব্য ৩৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবা।নিরন্তর শুভকামনা ।

২| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪০

জাহিদ অনিক বলেছেন: তোমার প্রেম শিকেয় তুলো ; যে তোমাকে বাসে ভালো
তার সাথে মন করো বিনিময়
- কিভাবে বুঝব কে আমাকে ভালবাসে ?,

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: চোখ কান খোলা রাখেন । বুঝার চেষ্টা করেন। কেউ যদি কয়েকশ কবিতা লিখে ফেলে কাউকে নিয়ে ওটা সহজেই বুঝা যায় । নাহলে কবিতার পরাজয় সুনিশ্চিত। কবিরা হারতে জানে না ।অপরাজিত। খরস্রোতা নদীর মতো ঝরনার মত...।

সরোবর যত সুন্দর হোক সমৃদ্ধ হোক সেটি তটিনী নয়।

তটিনী প্রবাহিত হয়ে গৃহের পাশ দিয়ে প্রবাহিত হতে পারে।

আর সরোবর দূরে কোথাও রুদ্ধকপাট অবনী। তার কাছে গিয়ে দেখে আসতে হয়।

আর সরোবরের ঠিকানা না জানলে নাই টেলিফোন নাইরে পিয়ন হলে সেটির দর্শনলাভ কিংবা সেখানে পৌছানো অসম্ভব ।

ক্রমাগত আশেপাশের ধূলো জমে মেঘবৃষ্টিকাদায় খরায় কচুরী পানায় ভরে একসময় সকল আকর্ষণ হারিয়ে ফেলে ।তখন তা চোখের সামনে পরলেও মানুষ নাক সিটকায়।
তাই সময় মূল্যবান।

ভালবাসা বুঝার চেষ্টা করেন। নিজের ক্যারিয়ার বিল্ড আপ করেন ।অনেক পরিশ্রম করেন। প্রেম না জুটুক লোভী নারীতো একটা জুটবে। যার থাকবে শুধু হিসাব ।

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: বি দ্রষ্টব্য সব নারী লোভী নয়।
সবচেয়ে মন্দ অবস্থা হলে কি হতে পারে তাই বললাম আর কি।

৩| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ লিখেছেন প্রিয় কবি। ভালো লাগলো কথাগুলো
কবিতা/গানে মুগ্ধতা জানিয়ে গেলাম।

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ২:৩২

এম এ কাশেম বলেছেন: তোমার প্রেম শিকেয় তুলো ; যে তোমাকে বাসে ভালো
তার সাথে মন করো বিনিময় ............ তাই করতে হবে কবি।

সুন্দর
ও শুভ কামনা । ঈদ মোবারক।

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও নিরন্তর শুভকামনা ।

ঈদ মোবারক । :)

৫| ৩১ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:২৫

শুভ্র বিকেল বলেছেন: অনেক অনেক সুন্দর, শুভ কামনা সেলিম ভাই।

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৬| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন ++


ঈদের অগ্রিম শুভেচ্ছা ভাই।

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: এইটা কিন্তু রবীন্দ্র সরোবর। আমার প্রিয় একটা জায়গা। আজকাল আর কাজের চাপে যাওয়া হয় না ।

৭| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫২

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,





গণিত কষা সবার কাছে সহজ নয় , অনেকের কাছেই তা বড্ড এলোমেলো । ফল মেলেনা কোনও দিন ।

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জিএস আমি গণিতে মন্দ নই ।

কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সময়য় থাকতে সাধন করিতে হয়।

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট। সম্পূর্ণ একমত । :)

৯| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১১

ওমেরা বলেছেন: কবিতাটা ভালই লাগছে ।

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১০| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৯

জাহিদ অনিক বলেছেন: চোখ কান খোলা রেখে যা মনে হয় তা অতি ভয়ংকর। আমি তো মনে হয় আমার আশেপাশের সব নারীই আমার প্রেমে পড়ে।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সব নারী প্রেম পড়ুক। সবাইকে বিয়ে করা যাবে না :P

আর জনপ্রিয়তা আর ক্রাশ ধরে রাখতে গিয়ে বুড়া হওয়া যাবে না ।
তাহলে আর বংশবৃদ্ধি হবে না । #:-S

১১| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সরোবরের স্বচ্ছ জলের মতো কাব্যে ++++

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: এইটা রবীন্দ্র সরোবর। সন্ধ্যার পর বোধ হয় সেখানে স্বর্গ নেমে আসে

১২| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৭

জেন রসি বলেছেন: পাঁচ বছর পূর্ন করে ফেললেন ব্লগে। অভিনন্দন এবং শুভকামনা। :)

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। হ্যা ৫ বছর গেলো চলে ।

অশেষ কৃতজ্ঞতা । :)

১৩| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২১

রায়হানুল এফ রাজ বলেছেন: সময় গেলে সাধন হবে না।
কবিতা অনেক প্রাণবন্ত হয়েছে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৭

ভ্রমরের ডানা বলেছেন:



সামুতে পাঁচটি বছর............




অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় কবি.....

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪১

মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাইয়া।
সামু ব্লগের পাঁচ বছর পূর্তিতে আপনাকে অনেক শুভেচ্ছা ।
ভালো থাকবেন ভাইয়া।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা ।নিরন্তর শুভকামনা ।

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪

জুন বলেছেন: আপনার কবিতা ভালোলাগলো সেলিম আনোয়ার ।
+

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.