নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
ইলিশের তরকারি আজকে রেধেছি
সুঘ্রাণে বোধ হয় জিভে জল এসেছে
রাঁধতে গিয়ে দেখি কোন পেঁয়াজ নেই
কাঁচা বাজারে গেলাম বিরক্তি নিয়েই।
অতঃপর বাবুর্চির ভূমিকায় আমি
বটিদা দিয়ে করতে গিয়ে কাটাকাটি
একটুখানি ভেবেছি তোমাকেই নিয়ে
রাজ্যের আয়োজনে একলা সব খেলে
এসব দেখে দেখে জিভে জল আসলো;
তোমার দিলে হয়নিতো কোন মমতা
সারাজীবন দেখালে রান্নার ক্ষমতা।
পেঁয়াজ কাটতে দুচোখে জল ঝরলো।
তোমার প্রেমের আজ এই প্রতিফল
রাঁধতে গিয়ে ফেলি কেবল অশ্রুজল।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: ভাল ই রান্না করে ছি । ইলিশের উপরে কোন মাছ স্বাদে অতুলনীয় । এটা কিন্তু আংশিক ইচ্ছাবৃত্ত।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৪
সুমন কর বলেছেন: মজার হইছে.....
তা, ভাবী বাসায় নেই?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩১
সেলিম আনোয়ার বলেছেন: মজার হৈছে ।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৬
জাহিদ অনিক বলেছেন: ইলিশের দাম কমেছে আগের থেকে, বেশি বেশি কিনে রান্না অব্যাহত রাখুন।
ভাবী এলেই তাকে সারপ্রাইজ দেয়া যাবে।
আপনাদের সালমান এর বয়স কত হল ? সে কি ইলিশ খেতে পারে ?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সালমানের বয়স ৭ মাস। পারে ।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ইলিশ খেতে ইচ্ছে করছে, চলে আসবো না কি ?
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩
শামছুল ইসলাম বলেছেন: হা..হা.. বেশ লাগলো !!!
পেঁয়াজ কাটতে দুচোখে জল ঝরলো।
তোমার প্রেমের আজ এই প্রতিফল
রাঁধতে গিয়ে ফেলি কেবল অশ্রুজল।
নিজের রান্না ইলিশের স্বাদটা কেমন হয়ে ছিল, তা তো বললেন না?
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৮
খায়রুল আহসান বলেছেন: অশ্রুজল পতন কি কোন পুরনো স্মৃতির কারণে, নাকি পেঁয়াজের ঝাঁজে?
রান্নার পর, পরিবেশন/ভোজন এর আগে আগে কয়েকটা ছবি এখানে দিলে পাঠকদেরও দর্শনে অর্ধভোজন হয়ে যেত।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৩
শুভ্র বিকেল বলেছেন: অনেক ভাল লিখেছেন ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩০
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা । উপস্থিত কাব্য !
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৯
তারেক ফাহিম বলেছেন: শেষমেষে খাওয়া হলোতো?
পিয়াজের জন্যেইতো কাঁদলেন
প্রেমের জন্যতো না!!