নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অতঃপর অধিকার চাই,
ভালোবাসার চূড়ান্ত অধিকার ...
শরতের আকাশে
শাদা মেঘের ভেলার মতো
ভেসে বেড়ানোর ..
বঙ্গোপসাগরের শুভ্র ফেনিল ঢেউয়ের
উপকূলে আছড়ে পড়ার অধিকার।
মুক্ত বলাকার মতো নীলাকাশে উড়ার ..
তোমার ভেজা চঞ্চুর লেহনাধিকার চাই ।
চাই তোমার মনোরম ম্যাগনেলিয়ায় ভ্রমনের অধিকার।
সাদা কাগজে কলমের লেখকাধিকার।
অধোঃভাঁজ ও উর্ধবভাঁজে ভ্রুমরাধিকার।
অতঃপর অধিকার চাই,
কবিতা লিখার একচ্ছত্র অধিকার।
ছবি: নেট
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
চাঁদগাজী বলেছেন:
"তোমার ভেজা চঞ্চুর লেহনাধিকার।"
-পর্ণ পর্ণ ভাব
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: এই তো ছিলাম শিশু
- হুমায়ুন আজাদ
এই তো ছিলাম শিশু এই তো ছিলাম বালক
এই তো ইস্কুল থেকে ফিরলাম এই তো পাখির পালক
কুড়িয়ে আনলাম এই তো মাঘের দুপুরে
বাসা ভাঙলাম শালিকের সাঁতরিয়ে এলাম পুকুরে
এই তো পাড়লাম কুল এই তো ফিরলাম মেলা থেকে
এই তো পেলাম ভয় তেঁতুলতলায় এক সাদাবউ দেখে
এই তো নবম থেকে উঠলাম দশম শ্রেণীতে
এই তো রাখলাম হাত কিশোরীর দীঘল বেণীতে
এই তো নিলাম তার ঠোঁট থেকে রজনীগন্ধা ।
এইটা কি?????
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমরা সবাই এই অধিকারের দাবিদার।
কবিতা ভালো লাগলো। শুভকামনা রইল শ্রদ্ধেয় প্রিয়
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
সুমন কর বলেছেন: সুন্দর।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মন ছুঁয়ে যাওয়া লেখা-------- খুব খুব ভাল্লাগছে
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।
আপনার মন ছুঁয়ে যাওয়াতে ভীষণ ভালো লাগছে ।
ভাল থাকবেন সবসময় আর মনে রাখবেন এই আমাকে ।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
খায়রুল আহসান বলেছেন: একেবারে শেষের অধিকারটাই সবচেয়ে বড় অধিকার।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কোন সন্দেহ নেই। কবিতা হলো পরিপূর্ণ অধিকার। ওটা দিতেই হবে ।
অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ও পাঠে । ভালো থাকবেন সবসময়। আর নিরন্তর শুভকামনা ।
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
যথারীতি সুন্দর কবিতা। শেষেরটি থাকলেই তো সব হয়
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক কৃতজ্ঞতা। আপনার কমেন্ট অবশ্যেই গুরুত্ব রাখে ।
ভালো থাকবেন সবসময় এই কামনা থাকলো ।
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৭
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: একেবারে সহজ- সরল ভাষায় দারুণ! লিখেছেন খুব ভাল লেগেছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সহজে সবাই যেনো বুঝতে পারে। সেজন্য এভাবেই লিখা।
কবিগুরুর লিখা কিন্তু দূর্বোধ্য ছিল না ।
প্যাছাগোছা আমার অপছন্দ ।
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩১
এডওয়ার্ড মায়া বলেছেন: কবি সাব - সব অধিকার আপনি পেয়ে গেলেও !
অপ্সরা থেকে আপনি কোন কোন অধিকার ই আদায় করতে পারবেন না
সহজ প্রাঞ্জল কবিতা ।ভাল্লাগছে
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: না ঠিক তা না ।
আমিই কেবল পারবো ষোল আনা ।
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও ভাল লাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৫
সাদা মনের মানুষ বলেছেন: আমরা তো সবটাই চাই, কিন্তু সবটা কি আর পাওয়া হয়?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: না হয় না । কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ।
শুধু কবিতা ।
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০১
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর+
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫
শামছুল ইসলাম বলেছেন: কবিদের আমার হিংসে হয় । আপনাকেও ।
কত সুন্দর সুন্দর কবিতা কী সুন্দর নিউরনে জায়গা করে আছে - নিজেরটা, অন্যেরটা। যখন ইচ্ছে বেরিয়ে আসছে - সবাইকে মুগ্ধতায় ভরিয়ে দিচ্ছে !!!
(ভালোবাসাও কিন্তু আছে ।)
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১০
সেলিম আনোয়ার বলেছেন: আমাকে হিংসা করবেন না ।
আমি তো লিখিনি কোন কবিতা ?
সেই আমাকে লেখায় কবিতা । তাইতো আমি বলি এগুলো সতস্ফূর্ত লেখা ।
১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৬
শামছুল ইসলাম বলেছেন: আমি তো লিখিনি কোন কবিতা ?
সেই আমাকে লেখায় কবিতা ।
তাইতো আমি বলি এগুলো সতস্ফূর্ত লেখা । - অসাধারণ । আর কয়েকটা লাইন যোগ করলে হয়ে যেতে পারে অনুপম একটা কবিতা ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: লাইন কয়টা এড করে দেন ।
থাকবে তো ঠিক আমার কবিতা।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
শামছুল ইসলাম বলেছেন: সুন্দর ।