নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির এলবাম

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৫



স্মৃতির এলবাম
দিয়েছো পথনির্দেশিকা
জীবন চলার পথে।

কেটে গেছে শৈশব— কৈশোর— সুদীর্ঘ সময়।
ক্ষণিকের জীবনটাতে,
মসৃণ পথ— বন্ধুর পথ, এখন আর অজানা নয় ।

পদ্মফোটা পুকুর—
অলস দুপুর —
পায়ের নূপুর—
দূরন্ত বিপ্লব
জোনাক জ্বলা নিশীথে স্মৃতিরা বাঙময়।

সোনালী অতীত,
ব্যস্ততার আবরণে ঘেরা বর্তমান
অনাগত ভবিষ্যত, স্নিগ্ধ অপার সম্ভাবনাময় ।

মৃত্যু কতটা সন্নিকটে জানা নেই
কেবল জানি বেঁচে থাকা অমূলক নয় ।

আনন্দময় জীবনের হোক আগমন
বসন্তের সাজে অপরূপা তুমি
চাতক দু'চোখে তুমি পৃথিবীর বিস্ময় ।


মন্তব্য ১৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনি কেমন এক কাল্পনিক জগতের মাঝে আটকা পড়ে গেছেন, বাস্তবতার কিছু দেখছি না

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২

সেলিম আনোয়ার বলেছেন: এটা কেবল কবিতা । :P

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা কি অন্ধ বধির নাকি? X(

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২

ওমেরা বলেছেন: জীবনকে আনন্দময় নিজেকেই করতে এমনি এমনি আগমন হবে না ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন ।+

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২১

কথাকথিকেথিকথন বলেছেন:




জীবন নিয়ে স্নিগ্ধ কবিতা । ভাল লেগেছে ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১০

জাহিদ অনিক বলেছেন: মৃত্যু কতটা সন্নিকটে জানা নেই
কেবল জানি বেঁচে থাকা অমূলক নয়
- বেঁচে থাকার অমোঘ দাওয়াই

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।

মৃত্যু কতটা সন্নিকটে জানা নেই
কেবল জানি বেঁচে থাকা অমূলক নয় - বেঁচে থাকার অমোঘ দাওয়াই

আমি তাই বলি ।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩০

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০১

শামছুল ইসলাম বলেছেন: পদ্মফোটা পুকুর—
অলস দুপুর —
পায়ের নূপুর—
দূরন্ত বিপ্লব
জোনাক জ্বলা নিশীথে স্মৃতিরা বাঙময়।
- চমৎকার কিছু ছবি ভেসে উঠলো চোখের সামনে ।

অনবদ্য-সুখ পাঠ্য- কাব্য ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার সব ছবি নিয়ে আমাদের চমৎকারভাবে বেঁচে থাকা। :)

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

আখেনাটেন বলেছেন: কলকল জলতানে মোহনায় এসে চট করে শেষ হয়ে গেলো প্রবাহ। সাথে নিজের ভালোলাগার একটি অনুভূতিও রয়ে গেলো।

ভালো লাগল পড়ে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: জীবনটা কেবলই আনন্দময় কাটাতে চাই । রসবোধ বলেন আর হিউমার বলেন দরকার আছে। কান্নাকাটি করা যাবে না ।

জীবনের চেয়ে উপভোগ্য কিছুই নেই।
মৃত্যু বোধ হয় খুব ভয়ানক একটা ব্যাপার । ভাবলেই গা শিহরিয়ে ওঠে।
তারপরও মানুষ মরবেই। আর বেচে থাকবেনা অনন্ত কাল ।

যে বদ্ধ খাচায় আটকা পরেছে সে তো মরে গেছে । :)

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

ভ্রমরের ডানা বলেছেন:


চমৎকার কবিতা....

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: হতেই হবে। আমার কলম অনেক বড়ো......অনেকেই বুঝতে পারে না । জাদীদও বুঝতে পারে না । B-) !:#P

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.