নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

পুনশ্চ তাগাদা পত্র অথবা প্রেমনিবেদন পত্র

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০



কী নেই আমার আর কী ই বা আছে,
তোমার কিগো তা সঠিক জানা আছে?

তোমাকে সুখী করার যাবতীয় উপকরণ
ঢের আছে— আমার!

একটা ধৈর্য্য পাহাড় আছে
হিমালয়সম আস্থা আছে,
বিশ্বাস আছে—সততা আছে
আর বিমুগ্ধ দু’নয়ন আছে।

তুমি কেবল সাজবে অপসরার রূপে
তারপর দেখবে আমার দু’চোখে।

আমার একটা কর্মচঞ্চল কলম আছে …
সুখি হবার যাবতীয় আসবাব আছে।
যদি তুমি থাকো পাশে
অভিমান ভুলানোর মত
অন্তত একটা হাসি আছে…
হৃদয়ে বিশ্বস্ততা মাখা প্রেম আছে।
কবিতা লিখার প্রচেষ্টা আছে
আসমানী-সবুজ-লাল রঙ আছে…।
ফুল আছে পাখি আছে
একটা বৃহৎ নদী আছে।
কৃষক –জেলে-তাঁতী আছে…।

কেবল অন্যসবের মতো একটাই অভাব আছে,
তোমার কামনায় তাই এতো তাড়া
বিলম্ব যদি হয় পাছে!

সবার জীবনেই সময়ের অভাব আছে
কেবল বুদ্ধিমানেরই তা জানা আছে।

ধরে নেবো এখনো যা কিছু বাকী আছে
আমার তার সবই আছে
যদি তুমি থাকো পাশে— কবিতা হয়ে।

পুনশ্চ দৃষ্টান্ত দেবার মতো এ হৃদয়ে
তোমায় ঘিরে অনেক ভালোবাসা আছে।
এত কিছু থাকার পরও
দূরে থাকার কি মানে আছে?

আকাশলীনা,
লক্ষীসোনা
করোনা বিলম্ব আর;
এখনই অবধারিত সময়
কিংবদন্তীর ভালোবাসার ।

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

নিয়াজ সুমন বলেছেন: সুন্দর কবিতা। শুভেচ্ছা জানবেন কবি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

এইটা কিন্তু খাঁটি কবিতা । :P

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

ইসমাম মাহমুদ বলেছেন: সুখের পায়রার নাকি স্থায়িত্বকাল খুব কমই হয় যদি তার সঠিক ভাবে পরিচর্যা না হয়। তাই বলছিলাম কি যদি ধরা দেয় তবে পরিচর্যা নিয়েন যাতে অন্য কোথাও বাসা না বাঁধে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:


"তোমাকে সুখী করার যাবতীয় উপকরণ
ঢের আছে— আমার! '

-ভালোবাসার বিজ্ঞাপন?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন:

হু। সেরকমই।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:

গাজীপুর কত দূর সেলিম ভাই? =p~


অনন্ত শুভেচ্ছা....

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: গাজীপুর কতদূর জানা নেই। এটা একটি কবিতা মাত্র ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: :D

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

মিরোরডডল বলেছেন: eto ador diye dakle Akashleena nishchoi kache ashbe
valobashbe

anek shundor hoyeche
keep it up

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ আর অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো। +

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখেছেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর

শুভকামনা ।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

খায়রুল আহসান বলেছেন: কবিতায় বেশ সুন্দরভাবে নিজেকে তুলে ধরেছেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । আর আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আকাশলীনা,
লক্ষীসোনা
করোনা বিলম্ব আর;
এখনই অবধারিত সময়
কিংবদন্তীর ভালোবাসার ।

খাসা। জব্বর। বাহ! :)

+++

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৫

সেলিম আনোয়ার বলেছেন: একমাত্র মৃত মানবী এই আবেদনে সাড়া দিবে না বা দিতে পারবে না। কারণ মৃতরা তা পারে না বলে ই তারা মৃত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.