নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সঞ্জীবনী

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬




সবার দোষ অন্বেষণ
লাগে যদি এতো প্রিয়ো।
সুযোগ পেলে তবে প্রিয়ো
নিজের দোষও খুঁজে নিও।

মনে রেখো নিন্দা চর্চায়
সময় গেলে চলে
মানব জীবন যাবে যে বিফলে।

সবার মাঝে আছে ভালো
সে হোক সাদা হোক না কালো।
ভালো খুঁজার মাঝে
নিহিত আছে —সাফল্যের আলো।

—সেই আলো
——দেখাবে পথ
———সফলতার
আলোর পথে চলবে যে জন
সুখী হবেন সেই সুধীজন।
সকল মানুষ আনন্দমনে
গড়বে স্বর্গ জগৎমাঝারে।

তুমিই সেরা— তোমরা সেরা
বলছি আমি—
হীরকখন্ডের চেয়ে দামী
তোমাদের ফুলের মতো মন।

বিরহ সব যাক সরে
নক্ষত্রের চেয়ে দূরে
তোমাদের সাহচার্যে ,
ভালো হোক—প্রফুল্ল হোক
আমার এই মন ।





উৎসর্গ : ব্লগার ও সহকর্মীবৃন্দ

ছবি নেট ।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৫

নির্বাসিত কবি বলেছেন: সবার মাঝে আছে ভালো
সে হোক সাদা হোক না কালো।
ভালো খুঁজার মাঝে
নিহিত আছে —সাফল্যের আলো।

আসলেই মানুষের সমালোচনা যেন প্রিয় খোড়াকে পরিণিত করে ফেলেছি।

ভাল লাগা ++।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আলোর পথে চলবে যে জন
সুখী হবেন সেই সুধীজন।
সকল মানুষ আনন্দমনে
গড়বে স্বর্গ জগৎমাঝারে।

খাঁটি কথা।

++++++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

তারেক ফাহিম বলেছেন:
অাজ নিচ্ছে ওজন করছে বাঙালী কোনটা বেশি ভারি,
কোনটা পরিত্যার্য আর কোনটা দরকারি।

তর্কে নেমেছে নেমেছে বাঙালী আজকে কোমর বেঁধে,
মাঝখানে পড়ে মরছে শিল্প পাথর চাপার তলে।.....

সায়নের গানটিকে একটু উল্টো করে বলতে চাই..
এক চোখে চুড়লিয়া, একচোখে জোড়া স্বপন।
একচোখ জুড়ে দেখোনা ব্লগার দু’চোখ দিয়ে দেখো।
...........।প্রথম মন্তব্যটি ডিলেট করবেন ভাইয়া।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: প্রথমটি ডিলেট করা হলো ।

অনেকের কবিতা ভাল নাও লাগতে পারে।

অন্যের দোষ না ধরে কেবল গঠনমূলক সমালোচনা সবার জন্য মঙ্গল বয়ে আনতে পারে।
এধরণের অবস্থা সৃষ্টির জন্য কলমের সুষ্ঠু ব্যবহার আবশ্যক ।

কবিতাটি আমি নিজেকে লক্ষ্য করে বা উদ্দেশ্য করে লিখেছি ।
যে সুন্দর তাকে সুন্দর বলা দোষের নয়। যে কালো তার মধ্যে সততা থাকতে পারে ।মহৎ কিছু লুকিয়ে থাকতে পারে। তার অন্বেষণ করলে সেটা মঙ্গল বয়ে আনবে। নিন্দাচর্চা নয় । :)

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর+

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর সে তো হতেই হবে ।
আপনি কমেন্ট করে প্রমান করেছেন। আপনিও সুন্দর ।


আর তাই শুভকামনা নিরন্তর । :)



৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২

ওমেরা বলেছেন: খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। ধন্যবাদ ভাইয়া ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন।্
আপনার জন্য শুভকামনা রইলো ।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৯

জাহিদ অনিক বলেছেন: দারুণ জীবন সঞ্জীবনী

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয় কবি দারুন বলেছেন ।
আপনার কবিতায় জীবন আছে।

আমি তো নবীশ কবি।
প্রিয়তমাকে কন্ট্রোল করতে পারি না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.