নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সোনার মেয়ে কোথায় যাও?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩



সোনার মেয়ে কোথায় যাও?
আমায় ছেড়ে পারবে কি থাকতে?
দূরে..শুধু একা
হৃদয়হীনার মতো ।
তুমি কি শুনতে পাও,
প্রণয়েরই আহবান?
তোমায় দেখার পর
মনটা আমার যেন প্রজাপতির পাখা।

হৃদয়ে মম বসন্তেরই বাস
সর্বকালব্যাপী ।
আমার ভালোবাসার প্রগাঢ় শ্বাস,
তোমার স্কন্ধে তুলেনি কি আলোড়ন?
তুমি যেন মম জলপাই বনে
প্রেমের শিহরণ।

ভালাবাসা পাপ হলে
হয়েছি না হয় পাপী।

তাতে যদি শাস্তি মিলে!
উজাড় করে দাও।
তবু যেয়োনা সরে দূরে…
প্রেম দিলে দিতে পারো
তবে তুমি পাবে এক সাগর।
বিনিময়ে অনন্ত বিকেল পারলে আমায় দাও...

ছবি- গুগল

মন্তব্য ৪১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:

'তবু যেয়োনা সরে দূরে…
প্রেম দিলে দিতে পারো
তবে তুমি পাবে এক সাগর।
বিনিময়ে অনন্ত বিকেল পারলে আমায় দাও... "

-প্রেম কেহ দিতে পারে না, কেহ নিতে পারে না, এটা একটা অনুভুতি,যা নিজের থেকেই জন্ম নেয়, রংধনুর সাঁকো গড়ে

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

মোস্তফা সোহেল বলেছেন: আপনার মনের আশা পূরন হোক সেলিম ভাই।
প্রিয় মানুষকে নিয়ে ভাল থাকুন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।

নিরন্তর শুভকামনা । ভাল থাকুন সবসময় ।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

মিরোরডডল বলেছেন: let her stay far away
then urge will be stronger
and we'll get such wonderful writing from you:- )

dure ache bolei kache pabar je icche ta
its a priceless feeling
beche thakar jonne ei onuvuti gulo vishon proyojon

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: না না তা হবে না ।
আমি তাকে কাছে চাই। প্রিয়তমার মতো । দূরে থাকা চলবে না ।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

ওমেরা বলেছেন: কোথাও যাবে না ভাইয়া সালমানের আম্মু আপনার পাশেই আছে ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ঠিকই বলেছেন ।
সালমানের আম্মুই তো । ;)


অশেষ কৃতজ্ঞতা আর নিরন্তর শুভকামনা ।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

আসিফ মাহমুদ আল শাহরিয়ার বলেছেন: ভাল লেগেছে!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

উদাস মাঝি বলেছেন: ওয়াও !!
মচৎকার কবিতা B-)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর ভালো থাকবেন সবসময় ।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

মিরোরডডল বলেছেন: of course you do :- )
she'll be with you forever
no worries
keep loving

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভালো লাগা ও যেনো আমার ই থাকে । আগলে রাখবো আমার বুকে । আমার মতো ভালো বাসতে আর কেউ কি পারবে?

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

ওমেরা বলেছেন: ভাইয়া যা করবেন তাড়াতাড়ি না হলে পিছিয়ে যাবেন । :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

সেলিম আনোয়ার বলেছেন: না ঠিক তা না ! এইটা যে কঠিন বন্ধন। এই বাঁধন যাবে না ছিঁড়ে আর। কমেন্ট না করলে ও সবাই বুঝে।
লুকিয়ে লুকিয়ে ঢঙ্গীর প্রেম কিন্তু কম নয় ।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো ++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আরে এইটা বিশুদ্ধ কবিতা । আঁকা আঁকি র মতো বাচ্চা দের কাজ না। বাচ্চা যা এই পোস্টে আসবে না । B-) :P

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন:





প্রেম নিয়ে আপনার গবেষণা দীর্ঘ থেক্কে তীব্রতর হচ্ছে ! তাই ভাবছি আপনাকে 'প্রেম ভাবুক কবি' সম্বোধন করবো কী না !!

কবিতা ভাল লেগেছে ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন । আর নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
প্রেম দিলে দিতে পারো
তবে তুমি পাবে এক সাগর।
বিনিময়ে অনন্ত বিকেল পারলে আমায় দাও...



আশা করি, নির্দয়া হৃদয়হীনা প্রেমিকা আপনার এ ডাকে সাড়া না দিয়ে মরবেও না।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৩

সেলিম আনোয়ার বলেছেন: আমার ও সেই আশা । :P

এইটা তো প্রেমের কবিতা।
আমার লক্ষ্য কয়েক টা ভালো রুমান্টিক কবিতা লেখা।
তেমনটা হচ্ছে না !
আমি যে নবীশ কবি ।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।

কমেন্টের উত্তর কেমন হচ্ছে ??

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: যথারীতি একরাশ ভাল লাগা ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর ভালো থাকবেন সবসময়।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় ভালোলাগা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা +।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য ।

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮

তাতিয়ানা পোর্ট বলেছেন: Hmm.

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: তবে তাই হোক।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: শুভ কামনায় অশেষ কৃতজ্ঞতা জানবেন । নিরন্তর শুভকামনা রইলো।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

জাহিদ অনিক বলেছেন: আমার ভালোবাসার প্রগাঢ় শ্বাস,
তোমার স্কন্ধে তুলেনি কি আলোড়ন?
তুমি যেন মম জলপাই বনে
প্রেমের শিহরণ।


চমৎকার !

০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। নিরন্তর শুভকামনা রইলো ।

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো রইল প্রিয় কবি, সুন্দর কবিতা উপহার দিয়েছেন।

০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২০

রাবেয়া রাহীম বলেছেন: নি:শব্দ চিৎকার হৃদয়হীন মানুষের অন্তরে আদৌ কি পৌছায়?

আমার মনে হয় না।

কবিতায় ভালো লাগা

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর প্রশ্ন। নিরবতায় স্রস্টা কথা বলেন।

ভালোলাগায় ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের উত্তর কেমন হচ্ছে ??

কমেন্টের উত্তরগুলো হচ্ছে ইউনিক। একজন খাঁটি পোড়খাওয়া প্রেমিক না হলে এমন উত্তর দেয়া কারো পক্ষে কোনোদিন সম্ভব হবে বলে আমার কোনো ওস্তাদ আজও আমাকে তা মৃত্যুর পূর্বপর্যন্ত বলে যেতে পারেন নি বলে আমি প্রায় বিগত এক যুগ ধরে প্রতিদিনই সকাল-দুপুর-সন্ধ্যা-মধ্যরাত্রি প্রেমিকার নাম ধরে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে স্বপ্নের মধ্যে দেখি যে আপনি ব্লগিং করছেন আর ধুমাইয়া কবিতার পোস্ট দিচ্ছেন এবং আমি সেই কবিতা পাঠ করে কাঁদতে কাঁদতে স্বপ্নের মধ্যেই ঘুমিয়ে পড়ি এবং আবার কাঁদতে কাঁদতে লাফ দিয়ে জেগে উঠে দেখি আমার সামনে আমার ছোট্ট টিপয়ের উপর আমার ল্যাপটপটা এখনো অন আছে এবং স্ক্রিনে তখনো আপনার এ কবিতার পোস্টটাই দেখা যাচ্ছে।

০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা ।

২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আনোয়ার ভাই
চমৎকার কথামালায়
দারুন কাব্যগাথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.