নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হৃদয়মালতী, এ কথাই থাকলো

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৪


হৃদপিন্ডের চারটি প্রকোষ্ঠে
যতগুলো অলিন্দ নিলয় আছে
সব প্রকোষ্ঠের চাবি আছে
কেবল তোমার কাছে।
মনের জানালায় আছে যে কড়া
সেই খানেও কেবল তুমিই কড়ানাড়া ।
নিউরনেও তুমি গিয়েছো মিশে
তুমি আছো শিরায় উপশিরায়
দেহের লোমকূপে—
তাইতো তুমি অবচেছদ্য অংগ যেন
নিউক্লিয়াস
ওগো মায়ার সাগর—সুখের আকড়
মিটিয়ে দাও দু'চোখের অনন্ত তিয়াস।

তুমি সঙ্গে থাকলে আমি থাকি ভালো
তোমার নিরাপত্তা নিশ্চিত হলে
হৃদয়ে প্রশান্তি মেলে
আপন ঠিকানায় নির্বিঘ্নে যাই চলে।
তুমি ছাড়া অবনীটা যেন আঁধার কালো ।

আমার নেই কোন ভয়
জানিয়ে দিলাম এই কবিতায়
তুমি চাইলেই
নিজ দায়িত্বে পৌঁছে দেবো তোমায়
আপন ঠিকানায়।
তারপর অন্য কেহ- অন্য কোন কাজ;
এর কোন অন্যথা হবে না ।
নয় অন্য কোন কবিতা আর ।

তুমি চাইলে যাবে একা
হৃদয়টা আমার হোকনা ফাঁকা।
মুঠোফোন থাকবে খোলা
তুমি শুধু জানিয়ে দিবে মনের কথা।
ওগো প্রিয়তমা,
এ কথাই থাকলো!

হৃদয়মালতী, কথা দাও
থাকবে পাশে আজীবন
যদিও তুমি হও পূর্ণিমা চাঁদ
আমি কেবলই ধূলিকণা— তোমার আবেশে ।









মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৭

শামছুল ইসলাম বলেছেন: তুমি চাইলে যাবে একা
হৃদয়টা আমার হোকনা ফাঁকা।
মুঠোফোন থাকবে খোলা
তুমি শুধু জানিয়ে দিবে মনের কথা।
ওগো প্রিয়তমা,
এ কথাই থাকলো!

-- এত সুন্দর আবেদন না রাখলে শাহবাগে জড়ে হবো !!!

০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৮

সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল !! কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৫

ওমেরা বলেছেন: ভাইয়া আপনি তো বল্লেন , তুমি চাইলে যাবে, তাহলে আবার কথা দিতে বলছেন কেন পাশে থাকার !!

০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: এমন প্রস্তাবনা কে উ কি ফেলতে পারবে?

৩| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১

এম আর তালুকদার বলেছেন: ঠিক এমনি হয় আকুতিগুলো। ভাল লাগলো।

০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +।

০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২০

নীরদ অর্ণব বলেছেন: হৃদয়মালতী তোমার কাছে একটাই মিনতি
আমাকে কভু ছেড়ে যেও না একাকী।
চমৎকার লিখেছেন ।

০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: আমার মিনতি তিনি যেনো শুনেন।
তাহলেই কবিতা স্বার্থক হবে।
আমি শুধু কবিতা লিখার সক্ষমতা প্রমান করার চেষ্টা করবো ।
+

৬| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবিটা অনেক সু্ন্দর সাথে কবিতাও। ++

০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৭| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০০

শাহেদ খান বলেছেন: ভাল লাগলো। আপনার প্রকাশভঙ্গিটা সরল আর অকপট হয়। মাঝে মাঝে অন্ত্যমিলের কথা মাথায় না রেখে, অনর্গল ফ্রি-ভার্স লিখে গেলে হয়ত আপনার লেখা আরও চমৎকার লাগতো! একান্তই ব্যক্তিগত মতামত!

সবসময়ের শুভেচ্ছা, সেলিম ভাই!

০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার অনর্গল ফ্রি-ভার্সও লিখে ফেলবো।

হৃদয়মালতী আমার চাই...................
তার জন্য সব করা যায়...............

৮| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: অনন্য দায়িত্বশীল আমি সুন্দর কমেন্ট ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: `সব প্রকোষ্ঠের চাবি আছে
কেবল তোমার কাছে।"

সব চাবি দিয়ে দিলে কেনো?
একটিও রাখনি হাতে!
কেমনে খুলিবে দুয়ার
ভালবাসার সংঘাতে!

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন ছড়াতে ।+

১০| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:১৮

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,



কবিতার প্রথম অংশ ডাক্তারী । কারন , হৃদপিন্ড আর নিউরোনের চাবি থাকে কার্ডিয়াক সার্জন আর নিউরো সার্জনের কাছে ।
বাকী কবিতার জন্যে সহব্লগার ওমেরা র মন্তব্যটি যথার্থ ।
সহব্লগার শাহেদ খান এর মন্তব্যে সহমত ।

শুভেচ্ছান্তে এ কথাই থাকলো .................

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ আহমেদ জী এস ।

নিরন্তর শুভকামনা ।

১১| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:২২

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! বাহ!
হৃদয়মালতীর কাছে আকুতি আর আবদারের শেষ নেই যেন ।

লেখায় ভালোলাগা ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা থাকলো ।

১২| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন+

০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:১২

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০

আখেনাটেন বলেছেন: অামি হৃদয় কথা কহিতে ব্যাকুল, কেহ শুনিতে না পায়।

ভালো লাগল।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২

সেলিম আনোয়ার বলেছেন: ভালোলাগায় ও পাঠে অশেষ কৃতজ্ঞতা ।

ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২০

মলাসইলমুইনা বলেছেন: বায়োলজির পড়াটাও ঝালিয়ে নিলেন কবিতা পড়িয়ে ! তবুও নশ্বর থেকে অবিনশ্বর ভালোবাসার সাথে কবিতাও হলো সুন্দর | ভালো লাগলো খুবই | অনেক ধন্যবাদ |

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৬

জুন বলেছেন: আমার জানা মতে ফুলটির নাম সন্ধ্যামালতী সেলিম আনোয়ার ।
কবিতায় ভালোলাগা বরাবরের মত ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।

কবিতার নাম সন্ধ্যামালতী তাই মনে হলো!!!!!

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৬

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লাগল।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও ভালো লাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৮| ০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৯

এডওয়ার্ড মায়া বলেছেন: কবি সাব - আপ্নের কবিতায় প্রেমের জন্য হাহাকার শুনা যায় ।
ভাবি জানলে কিন্তু রাগ করবে!

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।
আপনার ভাবি ভাবিকে নিয়েই তো লেখা। ;)
জানলে রাগ করার কথা নয় ।

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:২৯

নায়না নাসরিন বলেছেন: কবিতা ভালোলাগলো +++++++++

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন । আর ভলো থাকবেন সময় নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.