নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রিয়ংবদা, হয়ে ওঠো অনন্ত মহেন্দ্রক্ষণ !

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১২


হৃদয়মালতী,
হৃদয়ের সবটুকু দিয়েছি তোমায়,
ভয় করতে নেই প্রেমের খেলায়,
লবঙ্গ বনে অপরূপ ব্যঞ্জনা তুমি
পাশে থাকলেই পৃথিবীর সব মায়াজাল
নূপুর পায়ে যেন ওঠে নেচে
তটিনীর তীর ঘেষে…
আদরিনীগো!
কি যাদু আছে তোমার ঐ সুশোভিত গ্রীবায়
অনিবার্য চৌম্বক আকর্ষণ!
তোমার উর্ধ্বভাজ থেকে এখনই ঝরবে যেন নায়াগ্রা জলপ্রপাত
ঠোঁটে ধারণ করেছো এক সরোবর শরাবুন তহুরা
নয়নে সুরম্য তাজমহল।
তোমার কোমড় দোলায় কেঁপে ওঠে ব্যবিলনের ঝুলন্ত উদ্যান।

অপসরা রূপে অনন্যা তুমি —অসাধারণ,
তুমি মরীচিকা নও, নও সন্ধ্যামালতী দূর্গম বনে
তুমি একচ্ছত্র অধিকার অনন্তকালের
আমার এই মনে।

মরীচিকা হয়ে নয়,
চলে এসো হৃদয়ে আমার রূপের পসরা মেখে
প্রিয়ংবদা, মোর জীবনে হয়ে ওঠো অনন্ত মহেন্দ্রক্ষণ;
মোহনীয় ভালোবাসার দারুচিনি বন…
অনিবার্য কামনার শিহরণ।
আমাদের ঘিরে বিরচিত হোক স্বর্ণালী ক্ষণ।
তোমার চিবুক ছুঁয়ে নেমে আসুক আষাঢ়ের বৃষ্টি
নদে ওঠুক বান ।
তোমার মাঝ গাঙে তুলে দেবো আমার মাস্তুল
ঝড়ের পরোয়া করিনা;
তোমার চলার পথের সব কন্টক
আর অযাচিত বন্ধুরতা করবো উৎপাটন ।
বিছিয়ে দেবো মখমলের সবুজ গালিচা
আমি শুধু তোমার প্রেম কেড়ে নেবো—
আততায়ীর মতো;
বসন্ত বেলায় কৃষ্ণ ভ্রমর যেমন।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

মলাসইলমুইনা বলেছেন: "তুমি পাশে থাকলেই পৃথিবীর সব মায়াজাল
নূপুর পায়ে যেন নেচে ওঠে তটিনীর তীর ঘেষে…
আদরিনীগো! কি যাদু আছে তোমার ..."

তবুও আততায়ী হতে হবে ভালোবাসর? না না, হোন ভালোবাসায় দুর্মর আততায়ী | তাতেই না সুখদ্যের মতো উৎকৃষ্ট কবিতা হলো ! চমৎকার !!

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।

২| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ হলাম কবি। ভাল থাকবেন সবসময়।

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াহ!

কাব্যরসে মদমত্ততা! :)
নৈবদ্যে মন ভরে গেল.......কবি! কি যাদু ভাবনায় লিখেছেন...

কবিতাতো নয় যেন মদিরা সাকি... পাঠেই ভরপুর নেশা ;)

++++++++++++

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ চমৎকার !!!
হৃদয়মালতী র নৈবদ্যে ভালোলাগা !!

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


কামনার কবি

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর।+

০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর আপনার জন্য নিরন্তর শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.