নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সোনার পাখিটা করেছে অভিমান

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬



সোনার পাখিটা করেছে অভিমান
গাইবে না আর মধুর কোন গান,
কোকিলা নয় তো যেন হিংস্র ঈগল
ঠোঁটে তার নামলো কি গরল।

সাপের মত তুলেছে ফণা
এখনই বোধ হয় মারবে ছোবল।
তারে তো যায়না ছুঁয়া
চোখ ঠিকরে যেনা বেরোয় অনল।

ঘরে পড়েছে শকুনীর ছায়া
মনে কেবল এতটুকু আশা
হৃদয় জুড়ে তার নামে যেনো মায়া।

তার দিলে রহম হলে
তবেই যদি শান্তি মেলে
প্রাণপাখিটা গাও মধুর গান
তবেই যদি জুড়োয় এ প্রাণ ।

আকাশজুড়ে জমেছে মেঘ
হৃদয়ে জমেছে ভীষণ উদ্বেগ।
বৃষ্টি কিন্তু ঠিকই ঝরেছে
রাগ কি তাঁর একটু কমেছে?
এই কবিতা তারই জন্য
ভালোবাসা পেলেই হবে ধন্য।

ছবি: গুগুল

মন্তব্য ২৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫০

গেম চেঞ্জার বলেছেন: :) শুনলাম বিয়ে করেছেন। সালমান নামেও বাচ্চা আছে। সত্য নাকি সেলিম ভাই?

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: তাকে নিয়েই তো এই কবিতা । ;)

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: গেম চেঞ্জার সুস্বাগতম ।

২| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৩

ধ্রুবক আলো বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

কিন্তু গেম চেঞ্জার ভাই এ কি নিউজ দিলেন!!

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: গেম চেঞ্জার গেম চেঞ্জ করছেন !!

তার কারণেই আজ এই দশা । #:-S

কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা ভাল লাগল।

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৯

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতায় লাইক

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালোবাসা ঝরিয়েছেন কবিতার কথামালায়, মুগ্ধতা রইল।

মনে প্রেম থাকাই ভালো.....

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা ।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:



ছবির মেয়েটা অপসরার মত লাগছে। কবিতাও চমৎকার! কিন্তু গেমুভাই এটা কি বলে গেলেন! আপনি আমাদের দাওয়াত না দিয়েই বিয়ে করে নিলেন সুপ্রিয় কবি!

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা +

গেমুভাই এটা কি বলে গেলেন! আপনি আমাদের দাওয়াত না দিয়েই বিয়ে করে নিলেন সুপ্রিয় কবি!

গেমু কি লক্ষ্য কে জানে ??? ;) ;)

তার বিবাহের কি অবস্থা ??

৭| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর+

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৪৭

ফেরদৌসা রুহী বলেছেন: সোনার পাখির অভিমান ভেংগে যাক।

চমৎকার কবিতা।

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা থাকলো ।

৯| ০৭ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:৪৯

মলাসইলমুইনা বলেছেন: "বৃষ্টি কিন্তু ঠিকই ঝরেছে
রাগ কি তাঁর একটু কমেছে ?"

বলেন কি ! বৃষ্টি ঝরুক না ঝরুক এই কবিতায় রাগ কমবে না ? পাষাণেও ফুটবে ফুল, মরুভূমিতেও বইবে স্রোতস্বিনী ! বিউটিফুল !

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: তাই হোক পাষাণ হৃদয় বিগলিত হোক ।

কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন।

আর ভালো থাকবেন সবসসময় এই শুভকামনা থাকলো ।

১০| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: রাগ কমুক এই প্রত্যাশায়।

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৩

নিয়াজ সুমন বলেছেন: এমন মমতাময়ী ডাকে ভা্ঙ্গবে অভিমান
আসবে কাছে ভালোবাসার টান..
অনেক ভালোলেগেছে কবিতা। কবি

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ। আর নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য । :)

১২| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৭

বিলিয়ার রহমান বলেছেন: তাহলে কবি মানস(সোনার পাখি) কবির স্ত্রী স্বয়ং!!:)


ভালা!:)

পাখির মান ভেঙে যাক!:) শুভকামনা!:)

০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৩

সেলিম আনোয়ার বলেছেন: যার জন্যে এতো কবিতা সে তো স্ত্রী ই হবে । রাগ অভিমান করলেই কি সম্পর্ক অটুট থাকবেনা। অভিমান ছাড়া প্রেম হয়না । ;) B-) :D :P :`>

১৩| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫২

খায়রুল আহসান বলেছেন: সাপের মত তুলেছে ফণা
এখনই বোধ হয় মারবে ছোবল।
তারে তো যায়না ছুঁয়া
চোখ ঠিকরে যেনা বেরোয় অনল
- তাই নাকি? এত সাংঘাতিক? তার পরেও?

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার দেরীতে প্রত্তুত্তরে দুঃখ প্রকাশ করছি।

হ্যা এত সাংঘাতিক তারপরেও।

ভালোবাসা মহামূল্যবান। সেটা তো তিনি আমাকে দেন।
ঝাল বেশি হলেও ভালোবাসা আসমান সমান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.