নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কিছু সময় তোমায় দিলে হৃদয়েযদি প্রশান্তি মেলে
গেলো না হয় একটু সময় তবু যদি হয় বিরচন
চায়ের ছলে —
চার নয়নের মুগ্ধ চয়ন
ভালোবাসার অমরগাঁথা।
পাওয়া না পাওয়ার হিসেবগুলো
মিটে যদি সবার চোখে দিয়ে ধূলো;
দোষ কি তাতে?
আমার দেহ এমোনি প্রিয়ো
তোমার ভাঁজে তা মিলিয়ে দেখো
কুঞ্জিকার মাঝে চাবির মতো,
যাবো ভেজে দুজনাতে সৃষ্টি সুখের কামনাতে ।
তবেই মেলে প্রশান্তি কেবল
এমনি করে হয় সৃজন—অমিত জীবন সম্ভাবনা।
যদি না হয় নতুন সৃজন!
তাতে কি যায় বা আসে করোনা প্রিয়া দূর্ভাবনা;
মহান স্রষ্টা করেন সৃষ্টি প্রচেষ্টা কেবল মোদের তরে;
আমাদের ভালোবাসাই পরম পাওয়া
চারচোখের মিলন হলে হৃদয়েতো সুখ মেলে।
কাটাই যদি অনন্তকাল তুমি ফুলে হয়ে ভ্রমর
তবেই প্রিয়া হবে পাওয়া চাতক পাখির বৃষ্টি প্রহর।
যুক্তি দিয়ে হয়না প্রেম মন দিলে মন মেলে
অযুক্তিতেই রয় নিহিত কিংবদন্তীর ভালোবাসা ।
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। আপনার জন্য নিরন্তর শুভকামনা ।
২| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৭
কুঁড়ের_বাদশা বলেছেন: ছবিটা কোন দেশের?
১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: মঙ্গল গ্রহ ধরে নিলাম । ফটো ক্রেডিট কবি শাহরিয়ার কবির ।
৩| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভেচ্ছা সেলিম ভাই
১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেওে অফুরাণ শুভেচ্ছা আহমেদ আলাউদ্দিন। বহুদিন পর আমার ব্লগবাড়িতে আপনার আগমন ।
সুস্বগতম ।
৪| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: মঙ্গল গ্রহের হতে পারে । কিং বা মহাশূন্যে ।
৫| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৯
কুঁড়ের_বাদশা বলেছেন: মাহফুজুর রহমানের মত কিছু গান গাইতে থাকুন,আর দেখতে থাকুন,আপনার মনে আশা পূরুণ হয় কিনা।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনি কি মনে করেছেন গান শুনাইনি?
গানের জ্বালায় অস্থির হয়ে গেছে
জ্বর হয়েছিল ১০৪ ডিগ্রী!!!!!!!
তারপর গান বাদ দিলাম ।
এখন শুধু কবিতা লিখি। এক অক্ষরও পাঠ করে না ।
আমার কবিতা কি এত বাজে??
অথচ কত কি পড়ে??? এটিা কি ভালো লক্ষণ। তাই বাধ্য হয়ে গেলাম মঙ্গল গ্রহে ।
৬| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: এটা শুধু ই কবিতা ।
৭| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২০
মার্কো পোলো বলেছেন:
আপনার শব্দচয়ন, লেখনশৈলী অসাধারণ। খুব ভাল লেগেছে।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা মার্কো পোলো । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা রইলো ।
৮| ১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:২৫
এম এ কাশেম বলেছেন: দারুণ লিখেছেন কবি।
শুভ কামনা।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৯| ১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:০৬
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ।
আসলেই কি কিছু সময় কেও কাওকে দেয়!!
শুভেচ্ছা রইল ।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১০| ১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:১২
সাদা মনের মানুষ বলেছেন: চায়ের ছলে —
চার নয়নের মুগ্ধ চয়ন
ভালোবাসার অমরগাঁথা।
.........চমৎকার প্রেম কাব্যে ভালোলাগা জানিয়ে গেলাম।
১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: বিলম্ব প্রত্ত্যুরে দুঃখিত।
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
১১| ১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:১৭
সাদা মনের মানুষ বলেছেন:
১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: চায়ে অশেষ কৃতজ্ঞতা । কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।
১২| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪২
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট আর পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৩| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কবিতা। শুভকামনা সবসময়।
১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৪| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২১
ৎঁৎঁৎঁ বলেছেন: অনেকদিন পরে আপনার ব্লগে আসা হল! আশা করি ভালো আছেন!
শুভেচ্ছা রইলো ভাই! লেখায় ++ (এইভাবে অনেকদিন প্লাস দেওয়া হয় নাই ! )
১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪২
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম । ভালো থাকবেন সবসময় এ শুভকামনা থাকলো ।
১৫| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক ভাল লাগল সেলিম ভাই।+++
১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইলো ।
১৬| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৯
গেম চেঞ্জার বলেছেন: সুন্দর ছবিতা + কবিতা!
১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৭| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: কিছু সময় তোমায় দিলে হৃদয়েযদি প্রশান্তি মেলে
গেলো না হয় একটু সময় তবু যদি হয় বিরচন
চায়ের ছলে —
চার নয়নের মুগ্ধ চয়ন
ভালোবাসার অমরগাঁথা।
১ম প্যারাটা অসাধারণ।++
১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৮| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০০
মানিজার বলেছেন: কবিতা ভাল হইয়েছে । প্লাস ।
১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা জানবেন। আর ভাল থাকবেন সবসময়। এই শুভকামনা থাকলো ।
১৯| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৯
ফেরদৌসা রুহী বলেছেন: কবিতা এবং ছবি দুটোই সুন্দর।
সবচেয়ে মূল্যবান সময়। সেই সময় থেকে কিছু সময় বের করে আমরা প্রিয়জনদের দেই।
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সময় মূল্যবান এ বিষয়ে সকলেই একমত।
প্রিয়জনও অতীব মূল্যবান। তাই কিছু মূল্যবান সময় প্রিয়জনের জন্য বরাদ্দ করা অত্যন্ত যৌক্তিক।
কমেন্টে ও ভালোলাগায় অশেষ কৃতজ্ঞতা ।
২০| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: পড়া পর্যন্ত ভালো লাগে। পড়ার পর রেশ থাকেনি সেলিম ভাই।
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২১
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম। রেশ থেকে যায় এমন কবিতা লিখার প্রচেষ্টায় আছি।
ভাগ্র সুপ্রসন্ন থাকলে হয়ে যেতে পারে তেমন কবিতা ।
অশেষ কৃতজ্ঞতা কমেন্টে আর পাঠে ।
২১| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ওপাঠে অনেক ধন্যবাদ। অশে কৃতজ্ঞতা সঙ্গে থাকার জন্য ।
নিরন্তর শুভকামনা রইলো সুমন কর।
২২| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৭
রাবেয়া রাহীম বলেছেন: কবিতার আবেগ ভালো লাগলো। তবে ঘি এর ব্যবহার একটু বেশী হয়েছে।
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ঘি বেশী হলো। ঘি পরিমান মতো দেয়ার চেষ্টা করবো । মধু কিন্তু ঠিক মতই আছে। যুক্তরাষ্ট্রে ঘি এর প্রচলন কম। তাই এমনটা মনে হতে পারে। ভারত উপমহাদেশে ঘি এর ব্যবহার বরাবরই বেশি। আমি আবার এই এলাকার কবি।
আপনার কমেন্টে প্রমান হলো আমি তোমাদেরই লোক.......ঘি দেবো বেশি।
অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় রাবেয়া রহীম কমেন্টে ও পাঠে । ভালো থাকবেন সবসময়। নিরন্তর শুভকামনা ।
২৩| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৮
জীবন সাগর বলেছেন: আহ! কি সুন্দর কথামালা!
মুগ্ধতা রেখে গেলাম কবি.....
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৮
সেলিম আনোয়ার বলেছেন: জীবন সাগর আপনার কমেন্টে ভালোলাগা
সুন্দর কমেন্ট !!!
মুগ্ধ হওয়ার মতো ।
২৪| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫১
উম্মে সায়মা বলেছেন: কবিতায় ভালো লাগা সেলিম আনোয়ার ভাই.....
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভালোলাগায় উম্মে সায়মা ।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।
২৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩০
সেলিম আনোয়ার বলেছেন: নীল পরি অশেষ কৃতজ্ঞতা কমেন্টে , ভালো লাগায় এবং পাঠে ।
আপনার জন্য নিরন্তর শুভকামনা ।
২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩১
ইসিয়াক বলেছেন: কবিতায় ভালো লাগা
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৬
কুঁড়ের_বাদশা বলেছেন: এতো সুন্দর কবিতা লিখেন কিভবে।