নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বৃষ্টি দিলো বাঁধা তাই না হলো প্রেম সাধা আর তারে
সে যে কোথায় আছে কেমন আছে সংসার কারাগারে ?
মেঘের ভেলায় দিলেম ভাসিয়ে ক'ফোটা বৃষ্টিজল তারে
নিজের দেহে নেয় যেনো মেখে তা পরম আদরে।
বৃষ্টিমুখর হিমেল হাওয়া লাগছে ভীষণ ভালো,
বৃক্ষগুলো জল— সবুজে চোখ ধাঁধিয়ে দিলো।
বৃষ্টি মাথায় ব্যস্ত পথিক চলছে ছুটে কোন অজানাতে
যার প্রেম পথচলাতে তারে কে পারে আটকাতে ।
ঘরে বসে বৃষ্টি ভেজা পদ্য লেখার এ যে মহালগন;
হতে পারে—
—গরম পেঁয়াজু,
——মুড়ি চানাচুর,
————সিনেমা দেখা
আর পারিবারিক আড্ডার মস্ত আয়োজন।
ইচ্ছে হলে শালচাদরে গা জড়িয়ে আরাম কেদারায়
বসে বসে আনন্দ ক্ষণ হতে পারে বিরচন বৃষ্টি প্রহরায় ।
অতীত স্মৃতি মন্থনেও এর নেই যে তুলনা
হিমেল হাওয়ায় হৃদয় জুড়াও ভুলে বেদনা।
প্রিয়ার চোখে চোখটি রেখে এক পেয়ালা চা
এমনো মধুর ক্ষণে অসাধারণ; মোটেই মন্দ না....
বৃষ্টি মুখর বাদর দিনের অলস বেলা দারুন ব্যঞ্জনাময়,
ভালোবাসার কবিতা পাঠেরও এটাই শ্রেষ্ঠ সময়।
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০১
সেলিম আনোয়ার বলেছেন: শুভ সকাল। আপনাকে এক চিলতে রোদেলা শুভেচ্ছা ।
১ম কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।পাঠে ধন্যবাদ।
ভালোথাকবেন বসবসময় এ শুভকামনা থাকলো ।
২| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৫
শামচুল হক বলেছেন: সুন্দর লেখা।
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: শামচুল হক কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।
ভালোথাকবেন সবসময় এ শুভকামনা থাকলো ।
৩| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৬
কথাকথিকেথিকথন বলেছেন:
বৃষ্টিস্নাত ঝিরঝিরে কাব্য সাথে খানাপিনা । বেশ ভালোই তো ।
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: এমন আবহাওয়ায় ওটাই তো স্বাভাবিক ।
কমেন্টে ধন্যবাদ।
৪| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগছে সেলিম ভাই
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগায় অশেষ কৃতজ্ঞতা দিশেহারা রাজপুত্র । পাঠের পরে রেশ কি থাকছে ???? আবহাওয়া এখনও ঠান্ডাই আছে
৫| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৪
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: বৃষ্টি জলে ভেজা
চলে গেছি সোজা
প্রিয়ার ডেরায় একা।
টিনের চালে টাপুর টুপুর
রিমঝিমিয়ে বৃষ্টিমুখর
প্রিয়ার হাসি উছলে পড়ে
বাঁকা ঠোঁটে মধুর।
২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার । দারুন কবিতা ।
অফিসিয়াল আয়োজনে কি আছে ভালোবাসা??
আজকে ও পারতো হতে ।
৬| ২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০০
মলাসইলমুইনা বলেছেন: সুন্দর সূর্যের এই সকালেও আপনার কবিতা পেছনের দরজা জানাগুলো সব হাট করে খুলে স্মৃতির বৃষ্টিতে ভিজিয়ে দিলো সব ভাবনা| খুবই ভালো লাগার হয়ে থাকবে এই কবিতা |
২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৮
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
" বৃষ্টি দিলো বাঁধা তাই না হলো প্রেম সাধা আর তারে.। "
ভয় নেই, বৃষ্টি আর বাঁধ সাধতে পারবেনা নিম্নচাপটি কেটে গেলেই । তখন শুধু শালচাদরে গা জড়িয়ে গাইতে পারবেন প্রেমের সা ...রে ..গা... মা...পা ....
২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৭
সেলিম আনোয়ার বলেছেন: আর বলবেন না । বৃষ্টির তান্ডব সব পন্ড করে দিলো। বৃষ্টির সামান্য ফুসরত কাজে লাগাতে গিয়েও ব্যর্থ। কোমর পানি ভেঙে প্রশিক্ষণ নিলে তার আর কি কবিতার অবশেষ থাকে।
৮| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। ভালো লাগা রইলো।
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৯| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৮
উম্মে সায়মা বলেছেন: শিরোনাম দেখেই কবিতা ভালো লেগে গেল!
বৃষ্টিভেজা ভালো লাগা জানিয়ে গেলাম.....
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা । ভালো থাকবেন বসময় এই শুভকামনা থাকলো ।
১০| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫১
অপর্ণা মম্ময় বলেছেন: গত ভোর রাত থেকে বৃষ্টি, থামার নাম নেই!
অনেকদিন পর আপনার লেখা পড়লাম সেলিম ভাই
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম অপর্ণা মম্ময়। বহুদিন পরে ব্লগ বাড়িতে পেয়ে বেশ ভালো লাগছে ।
অশেষ কৃতজ্ঞতা জানবেন ।
১১| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৬
মলাসইলমুইনা বলেছেন: @ উম্মে সায়মা :আমার মন্তব্যে আপনার মন্তব্যের এই অংশটুকু "শিরোনাম দেখেই কবিতা ভালো লেগে গেল ! " হুবুহু যোগ করতে হবে | একদম এই কথাটাই বলতে চেয়েছিলাম বাদ পরে গেছে কেমন করে যেন !!!
২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
সেলিম আনোয়ার বলেছেন: শিরোনাম ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ।
অশেষ কৃতজ্ঞতা ।আর নিরন্তর শুভকামনা আবারো।
১২| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০০
জাহিদ অনিক বলেছেন:
সুন্দর+
২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
১৩| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩২
বিলিয়ার রহমান বলেছেন: ভালা লিখছেন !
+
২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।
১৪| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সবার কমেন্টের জবাব দেয়া হবে। দেরি হ ওয়াতে দুঃখ প্রকাশ করছি।
১৫| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪০
খায়রুল আহসান বলেছেন: বৃষ্টিমুখর হিমেল হাওয়া লাগছে ভীষণ ভালো,
বৃক্ষগুলো জল— সবুজে চোখ ধাঁধিয়ে দিলো। -- সুন্দর অনুভূতি, সুন্দর ছন্দে প্রকাশিত।
এ দৃশ্য আমার লেখার টেবিল থেকেও দেখা যাচ্ছে।
২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।নিরন্তর শুভকামনা ।
১৬| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১০
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে+++
বৃষ্টি মোবারক সেলিম ভাই ।
২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দরী তো আসছে না । কোথায় গেলো ??? কোন গ্রহে
১৭| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৭
আখেনাটেন বলেছেন: বৃষ্টির রেশ কেটে গেলেও আপনার কবিতা পড়ে মোলায়েম একটা অনুভূতির রেশ কিন্তু রয়ে গেল।
২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা কমেন্টে আর পাঠে । আর নিরন্তর শুভকামনা থাকলো ।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দারুণ লিখেছেন কবিবর। একরাশ বৃষ্টির ছাঁটমাখা শুভেচ্ছা।