নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বিহাগের সুরে বলছো কথা
অনুযোগ মেশা আছে ঢের।
পৃথিবীর কি দোষ বলো
সে ঘুরবে আপন কক্ষপথে
এ নহে পথচলা বিরহের?
পূর্ণিমার চাঁদ
মানেনা রাতের আঁধার।
তুমি আভির্ভূত হবে স্বমহিমায় লুব্ধকের মতো।
চোখের শোকসুধা এবার মুছে ফেল।
অভিমান ছুড়ে ফেল উত্তামাশা দ্বীপে
দুঃখ কেবল পরাজিতের অলংকার।
হারাবেনা পথ দিকভ্রান্ত পথিকের মত আর
আভির্ভূত হবে স্বমহিমায়
ধ্রুবতারার মতো এবার।
আমি পুতপবিত্র হবো
ভালবাসা স্নানে তব;
তুমি হবে নায়াগ্রা জলপ্রপাত ভালোবাসার।
এ বুকের ৪২ ইঞ্চি জমিনে
তোমার একচ্ছত্র অধিকার।
আদরিনীগো, আমি তোমার নাকের নাকফুল।
তোমার রহস্যের অতলে আমি পালতোলা মাস্তুল ।
পুরুষের প্রেম যেন রবীন্দ্রনাথের অঝোর কবিতায় বিদ্রোহী নজরুল।
তোমার লালপদ্ম রাগে অদম্য প্রেম জাগে।
এ নহে মোর ভুল।
ফাগুনের আগুনে পোড়া খাঁটি সোনা
এবার তুমি এসো করোনা আর ভুল ।
২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।
কবি হলেন রাজপ্রাসাদের অলংকার। আর কবিতা কবির আরাধনা । কবিকে যে গ্রহণ করে না তার চেয়ে হতভাগ্য আর কেউ নেই ।
২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা কমেন্টে ও পাঠে
২| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পুরুষের প্রেম যেন রবীন্দ্রনাথের অঝোর কবিতায় বিদ্রোহী নজরুল।
বাহ! খুব ভালো লাগলো এ লাইনটি।
২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ ! কবি
স্তুতিতে ভাসিয়ে দিয়েছেন অতল গহনে....
আর সমপর্ণের ব্যাকুলতা ছবির ঝাঁপ দেবার মতোই এডভেঞ্চার আর রোমাঞ্চে ভরপুর মনে হচ্ছে
ভাল লাগল
+++
২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
ফয়সাল রকি বলেছেন: পুরুষের প্রেম যেন রবীন্দ্রনাথের অঝোর কবিতায় বিদ্রোহী নজরুল
+++
২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
অসাধারণ!! প্রিয়া মন যে গলবেই!
ঝর্ণা ধারা হয়ে ঝরছে কবি-মনের প্রেম,
যেন আষাঢ়ের ভরাট নদীর তুখোড় স্রোতোবহা জল,
অমাবস্যাতিথি, উত্থাল মহাসাগরের বুকে দিশাহারা যৌবনরস,
ভরা পূর্ণিমারচাঁদ থেকে ঝরে পরা মুঠোমুঠো জ্যোৎস্না। আহ!
এমন প্রেমময় শব্দতরঙ্গে সুপ্রিয়া'র হিয়া নেচে উঠবেই।
অসম্ভব ভালো লাগা রইল কবিতার কথামালায়।
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩১
সেলিম আনোয়ার বলেছেন: আজকে আবার ২৫ তারিখ। প্রত্যেক মাসের এই তারিখে দারুন কোন ঘটনা ঘটবে !!!!!ঘটবেই ঘটবে
৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার নিজেকে সমর্পণের আকুলতা মনটা ছুঁয়ে গেল।
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৮
সেলিম আনোয়ার বলেছেন: আমার কলমদানীতে শুধু আমার কলম থাকবে। অন্য কোন কলম রাখতে চাইলে কলম ভেঙ্গে ফেলা হবে। হবেই হবে।কালি সহ রাখবো আবার কালি ছাড়াও রাখবো। ধরে কয়টা মাথা আছে। খুব খেয়াল কইরা ।
কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাহ!
একটি নিখাদ প্রেমকাব্য পড়লাম।
২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৯| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা কিন্তু খুব সুন্দর হচ্ছে সেলিম ভাই ।
২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১০| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন:
সূক্ষ্ম প্রেম । ভাল লেগেছে ।
২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১১| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১১
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১২| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৫
জাহিদ অনিক বলেছেন:
বিরহ কাব্যে +
২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখেছেন!
+
১৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২
এফ.কে আশিক বলেছেন: তোমার লালপদ্ম রাগে অদম্য প্রেম জাগে।
এ নহে মোর ভুল।
ফাগুনের আগুনে পোড়া খাঁটি সোনা
এবার তুমি এসো করোনা আর ভুল ।
দারুণ লিখিছেন...
১৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৪
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
এইবার প্রেমের কবিতার লাইন- লেংথ ঠিক হয়েছে । ষ্ট্যাম্প কয়টা উড়লো দেখতে হয় !!!!!!!!
১৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪০
ভ্রমরের ডানা বলেছেন:
কমেন্ট গুলো মজার ছিল! হা হা হা... কবিতায় আর কি বলব যখন পড়েছি ৪২ ইঞ্জি বুক...
১৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩৩
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল।
১৮| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৭
শামছুল ইসলাম বলেছেন: একরাশ ভালো লাগা ।
১৯| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৯
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো । +++++++
২০| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৫
জাহিদ হাসান বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
এত প্রশংসা, এত ইংগিত, প্রলোভন?