নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শেষের কবিতা

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪২



নৈবেদ্য কামনা দূরবর্তী কোন বেদনা দ্বীপে। হতাশার বিস্তীর্ণ আকাশে বিজলীর আলো আশার সঞ্চারণ করেনা। সে আলো আধারির খেলা সুশীতল বৃষ্টির পূর্বাভাস নাও হতে পারে। হয়তো বা প্রলয়ের আগমন ধ্বনি তা । তাতে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে সমুদ্রের উর্মিমালা স্নাত মনপুরা দ্বীপ।

জোনাকির আলোক জ্বলা রাত সে তো আধারের বিভীষিকা। নক্ষত্রের রাতে চন্দ্র লুকোয়। পৃথিবীর বুকে নক্ষত্রের আলো উদ্ভাসিত করে না রাতের আঁধার। তৃষিত হৃদয় খুঁজে ফেরে কেবল পূর্ণ শশি। প্রখর সূর্যে মানুষের কোলাহলে ঘুমিয়ে থাকে কাব্য সাধনা। তাকে খুঁজে পাবে ঘন সবুজে; নির্জনে। হোটেলে রেস্তোরায় রবীন্দ্রসারণীর সান্ধ্য আয়োজনে থাকে না নিখাদ প্রেম। প্রেম খুঁজে নির্জনতা। রাতের গহীনে শূণ্যতা নেমে আসে নিশি জেগে থাকা প্রজাপতির দু’চোখ জুড়ে। সে শূন্যতা পূরণ হয়না দূরে টিপ টিপ জ্বলতে থাকা প্রদীপের আলোক বিচ্ছুরণে। যে আলো আলেয়া সেজেছে মিথ্যে ছলনায় অধরা থেকে গেছে অলিক ভালোবাসায়, হৃদয়ের সব অর্ঘ্য পদদলিত করে কেবলি কুহেলিকা হয়েছে অযাচিত বেদনার সঞ্চারণ, যেহৃদয়ের সবটুকু নিয়ে গেছে সে, তা কিভাবে থাকবে টিকে সংসার সংগ্রামে? শত আঘাতে দমে যায়নি যে ভালোবাসা তাকে কেন মিথ্যে প্রহসনে দূরে ঠেলে দেয়া। নিখাদ ভালোবাসা কেবলই যেন উপেক্ষিত ছেড়া দ্বীপ সেন্টমার্টিন প্রবাল দ্বীপে।তাই কবির চোখে হতাশার আধার নেমে আসে। কলমের কালি পদ্ম হয়ে ফোটার ফুসরত পায় না। যারে ঠেলে দিয়েছো দূরে হৃদয়টা কেড়ে নিয়ে সে ভালো থাকে কারে নিয়ে? তারপরও মিথ্যে প্রহসন! বাংলা বিশেষণের অন্যায্য ব্যবহার! অক্ষত ভালোবাসা কি থাকতে নেই মর্তের অবনীতে?

হিসেব নিকেশে কি পেলে? আবারো মেতে উঠেছো গণিতের খেলায়। সব কিছু দিয়ে যে বেসেছে ভালো তাকে তবে অবজ্ঞাই দিবে ! ভালোবাসার তবে এই পরিণতি তোমার বিবেচনার কাঠগড়ায়! জেনে রেখো এই জীবনে নেই কোন পাপ। তবে কেন ভালোবাসা যাবে বিফলে?

২২টি পদ্য দিয়েছিগো তোমায় এক নিশীথে। পদ্য তো নয় যেন হৃদয় নিংরানো রক্তগোলাপ। সঙ্গে ৫টি নীল পদ্ম! ১২টি লাল! সকাল— সন্ধ্যা দিয়েছি উজাড় করে; দিয়েছি সুদীর্ঘ নিশীথ কাল। শরতের কাশফুল, বর্ষার মেঘ, শীত-গ্রীষ্ম সব দিয়েছি— গড়েছি কাব্যের মহা সমাবেশ। বিরহ কি তবে এর পরিণতি! কত বিকেল ধ্যানমগ্ন থেকে তবে এই প্রতিদান ! এটি হবার নয়!

আমি নই আর কবি, অন্য কারো। আমার নেই অন্য কোন কবিতা বুঝতে তো পারো। আমি না হয় এ দোষ করেছি। তোমার কাছে বার বার ফিরেছি। এবার তুমি ভাবতে পারো সব মস্তিষ্কের নিউরণ অথবা পদ্মা-মেঘনা-যমুনা; অথবা মানস সরোবর থেকে উৎসরিত তটিনী। গন্তব্য একটাই!

তবে কি তুমি নও বঙ্গোপসাগর ! রাশি রাশি উর্মিমালার হৃদস্পন্দন যেথা নিত্য আয়োজন।

কোন এক মেঘনা নদী— এক ইচ্ছে মোহনা — একটি সাগর, সুখের আকড়। নচেৎ নৈঃশব্দের শঙ্খনীল কারাগারে...




মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:২৯

চাঁদগাজী বলেছেন:



এর পরেও কি আবারো বার বার নতুন করে শেষের কবিতা থাকবে?

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩২

সেলিম আনোয়ার বলেছেন: শেষের কবিতাতো একটাই থাকে!!!!
অশেষের অবশ্য শেষ বলে কিছু থাকেনা।
মহাশূণ্যের গভীরতা কে পরিমাপ করতে পারে ।

২| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৬

প্রামানিক বলেছেন: চমৎকার কথামালা।

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। কথামালা চমৎকার লেগেছে জেনে ভাল লাগলো।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানস সরোবর থেকে উৎসরিত তটিনী। গন্তব্য একটাই!
তবে কি তুমি নও বঙ্গোপসাগর ! রাশি রাশি উর্মিমালার হৃদস্পন্দন যেথা নিত্য আয়োজন।
কোন এক মেঘনা নদী- এক ইচ্ছে মোহনা - একটি সাগর, সুখের আকড়।

ভাল লাগল !

+++

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ব্রহ্মপুত্র নদ মেঘনা নদীতে পতিত হয়েছে। আর মেঘনা মোহনাতেই সাগরবক্ষে ঝাপ দিয়েছে ।

ভাল লাগায় ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা ।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন কবি।

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা সুন্দর কমেন্টে ।

ভাল থাকবেন সব সময় এ শুভকামনা থাকলো ।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৯

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,




শেষের একটি কবিতা লেখার জন্যে চাই নির্জনতা । যেমন প্রেম খোঁজে নির্জনতা ।
আপনার এই মুক্তগদ্যে নির্জন ভালোবাসার এক আলো আধারির খেলাই যেন বিমূর্ত ।

২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেনট যথার্থ হয়েছে।
গভীর ভাববোধের লেখার জন্য নির্জনতা পূর্ব শর্ত ।

অশেষ কৃতজ্ঞতা জানবেন ।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবির মনের আকুতি পূর্ণতায় রূপ নিক, এই কামনাই করি।

৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।অশেষ কৃতজ্ঞতা জানবেন ।

ভালো থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৬

ওমেরা বলেছেন: শেষের কবিতা যেন শেষ কথা না হয়

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কে তার উদ্যোগ নেবে ?????

তার কি ভালোবাবসার মত মন আছে??
ভালবাসা হয় না মুখে আই লাভ ইউ ভাইয়ু বললে। ;)

অশেষ কৃতজ্ঞতা জানবেন ।

৮| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৫

জাহিদ অনিক বলেছেন:

২২টি পদ্য দিয়েছিগো তোমায় এক নিশীথে। পদ্য তো নয় যেন হৃদয় নিংরানো রক্তগোলাপ। সঙ্গে ৫টি নীল পদ্ম। ১২টি লাল।
- দারুণ নৈবেদ্য। দেবীর তো এবার মুখ ফিরে দেখার কথা!

০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ২টি পদ্য দিয়েছিগো তোমায় এক নিশীথে। পদ্য তো নয় যেন হৃদয় নিংরানো রক্তগোলাপ। সঙ্গে ৫টি নীল পদ্ম। ১২টি লাল। - দারুণ নৈবেদ্য। দেবীর তো এবার মুখ ফিরে দেখার কথা!
আমিও তাই বলি।

ভাল আছেন তো ??

৯| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৮

এম এ কাশেম বলেছেন: কথার নৈবদ্য।

শুভ কামনা।

১০| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩১

রাসেল উদ্দীন বলেছেন: এককথায় অসাধারণ। হৃদয়স্পর্শী!!

১১| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



Sudden way on my face
Tells me everything is not going right
Breeze in the trees, whisper your name
In this night.

See the boats dancing to the waves,
Such a truly Peaceful sight.

Tell me why do you cry,
Tell me why do you cry

When the moon is smiling right
and the stars are shining bright
for You.

১২| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: The lyrics is written by Usha Uthhup for কান্দে শুধু মন কান্দে রে song.

১৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৩

মনিরা সুলতানা বলেছেন: ২২টি পদ্য দিয়েছিগো তোমায় এক নিশীথে। পদ্য তো নয় যেন হৃদয় নিংরানো রক্তগোলাপ। সঙ্গে ৫টি নীল পদ্ম। ১২টি লাল। সকাল সন্ধ্যা দিয়েছি উজাড় করে দিয়েছি সুদীর্ঘ নিশীথ কাল। শরতের কাশফুল, বর্ষার মেঘ, শীত-গ্রীষ্ম সব দিয়েছি— গড়েছি কাব্যের মহা সমাবেশ। বিরহ কি তবে এর পরিণতি! কত বিকেল ধ্যানমগ্ন থেকে তবে এই প্রতিদান !


বাহ বাহ !!
অসাধারন ।

১৪| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:

ভালো লিখেছেন সেলিম ভাই,



বিভিন্ন বিষয়ে এরকম লেখা আরো চাই !সাবাইকে দেখিয়ে দেন। :)

১৫| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ। আরো কমেন্টের অপেক্ষায় আছি। সব কমেন্ট শেষে জবাব দেয়ার চেষ্টা করা হবে ।

১৬| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৯

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর লিখেছেন সেলিম ভাই।+++

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১২

মলাসইলমুইনা বলেছেন: সেলিম ভাই, এটা কি পড়লাম ?২২টি পদ্য দিয়েছিগো তোমায় এক নিশীথে। পদ্য তো নয় যেন হৃদয় নিংরানো রক্তগোলাপ। সঙ্গে ৫টি নীল পদ্ম! ১২টি লাল! সকাল— সন্ধ্যা দিয়েছি উজাড় করে; দিয়েছি সুদীর্ঘ নিশীথ কাল মুগ্ধ আবেশে পড়তে পড়তে যেন ছবির নায়েগ্রার জলে পড়লাম, জলে ডুবলাম | আহ তবুও মনে বাজে ৫টি নীল পদ্ম! ১২টি লাল ! ডুবে যেতে যেতেও ভাসলাম |দুর্ধর্ষ সুন্দর হয়েছে যা লিখেছেন (জানিনা কবিতা নাকি গদ্য) !! ১২টি রক্তগোলাপের শুভেচ্ছা !

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৮

এফ.কে আশিক বলেছেন: অসাধারণ লিখেছেন...
শুভকামনা... কবি

১৯| ০৩ রা নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য

শুভকামনা জানবেন কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.